সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের অন্য কোন বিকল্প মানুষ এখনো আছে বলে মনে হয় না। সেই ফেসবুক আজ অনেকের বেবসা, প্রচারের মাধ্যম। মানুষ ফেসবুকে গ্রহন করেছে ভালবেসে। কিন্তু তারপরেও এখনো ফেসবুকের অনেক অলি-গলিতে সমস্যার অভাব নাই। তার মধ্যে একটি হল লাইক বিড়ম্বনা। ফেসবুকে সবাই চায় নিজেকে একটু ফেমাস প্রমান করতে। সেই ফেমাস প্রমান করতে গিয়ে অনেকে অটোলাইকের বেবহার করছে।
কিন্তু আপনি কি জানেন এই ৪ টি কারনে এই অটোলাইক বেবহার করা আপনার মোটেও উচিত না?
- অটোলাইক ফেসবুক জগতে আপনার ইম্প্রেশন খুব সহজে কমিয়ে দিতে পারে।
মনে করুন আপনি অটোলাইক বেবহার করেন। এতি ব্যবহারের কারনে আপনার পোস্তে মুহূর্তেই ১০০০+ যোগ হয়ে গেলো। কিন্তু টিউমেন্ট হিসেব টা একটা বার ও দেখেছেন? আজ কাল মানুষ বেশ সচেতন। মোটামুটি সবাই অটোলাইকের ব্যাপারে জানে। খুব সহজেই আপনার ফ্রেন্ডলিস্তের মানুষগুলো বুঝে যাবে আপনি লোকদেখানো বিখ্যাত হওার জন্য অটোলাইক নিচ্ছেন। ব্যাপারটা তখন হাস্যকর হয়ে যাবে
- অটোলাইক আপনার ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে তিক্ত করতে পারে
আপনি যখন অটোলাইক ব্যবহার করবেন তখন (কিছু কিছু অটোলাইক সাইট/বট ছাড়া) আপনার নিউজফীডে অন্য অটোলাইক ব্যবহারকারিদের টিউনও এসে যাবে। ফলে আপনি আপনার বন্ধুদের ফটো,স্ট্যাটাস, তথা তাদের আপডেট হতে ক্রমেই দূরে সরে যাবে। অপরিচিত মানুষের ফীড, লাইক দেখতে দেখতে আপনি অকারনেই ফেসবুক বিমুখী হয়ে যেতে পারেন।
- মার্কেটিং এ আপনাকে পিছিএ দিতে পারে অটোলাইক।
মনে করেন আপনি একজন মার্কেটার। আপানার একটি অটোলাইক দিয়ে তৈরি করা একটি ফ্যানপেজ আছে। আপনি কিন্তু এইক্ষেত্রে নিজের মার্কেটিং প্লান খুব সহজেই করতে পারবেন না। কারন, আপনার পেজের লাইক গুলো টার্গেটেড ফ্যানদের লাইক নয়।
- ফেসবুক নিরাপত্তা
সাধারনত অটোলাইক সাইট গুলোর কাজ হল তারা অন্যের আইডি হতে আপনাকে লাইক এনে দিবে, বিপরিতে আপনার আইডি হতে আপনার অনিচ্ছা সত্ত্বেও লাইক অপরিচিত মানুষের টিউনে চলে যাবে। এখানে আপনি নিজের ফেসবুক আইডিকে কতটা নিরাপদ ভাবতে পারেন?
এবার আসুন ফেসবুক ফ্যানপেজে টার্গেটেড ফ্যান অর্জনের ব্যাপারে-
এটা নিয়ে আমার বানানো ছোট একটা ভিডিও দেখুন। সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ।
আর হ্যাঁ, যাওয়ার একটা কথা জানায়া দিতে চাই। আপনি কিন্তু এখন চাইলেই খুব সহজেই আপনার ফেসবুক পেজের নাম ২০০+ লাইক অর্জনের পরেও পরিবর্তন করতে পারবেন। বিশ্বাস নাহলে নিজেই একটু নিজের পেজে গিয়ে দেখুন। 😀
আমি অনেক অপেক্ষা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম সুন্দর টিউন। অনেক আবাল আছে এইগুলা বোঝেনা।