পৃথিবীর সবেচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শুধু মাত্র ফেইসবুক এখন সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাব্ধ নেই। ফেইসবুকের নতুন নতুন পরিবর্তন আসছে। আসুন জেনে নেই ফেইসবুকের ২০১৫ সালের বড় মানের কিছু পরিবর্তন।
ফেইসবুক নিউসফিড
আপনি আপনার প্রানপ্রিয় বন্ধুদের স্ট্যাটাস বা আপডেট হয়ত মিস করছেন কিন্ত অল্প পরিচিত কোন ব্যক্তির স্ট্যাটাস এ ঠিক ই লাইক টিউমেন্টস করেছেন। অথবা আপনার ওয়াল হয়ত বিভিন্ন পেইজের আপডেটে ভরে যাচ্ছে। যা আপনার পছন্দ নয়। ব্যবহারকারীর এই বিষয়গুলোর কথা চিন্তা করে ফেইসবুকে চালু করেছে নিউস ফিড প্রিফারেন্স। অর্থ্যাত ব্যবহারকারীরা যে ধরনের টিউন দেখতে চান সেই ধরনের টিউনই তার ওয়াল দেখতে পাবেন। এর একটি ফলাফল হচ্ছে ফেইসবুকের পেইজের অর্গানিক রিচ কমে যাবে। তাই আপনি যদি আপনার টিউনকে অনেকের কাছে পৌছে দিতে চান তবে ফেইসবুকে বিজ্ঞাপন দিতে হবে।
ফেইসবুক মেসেন্জার
ফেইসবুক মেসেন্জার কে স্বতন্ত্র করেছে ফেইসবুক। এখন থেকে ফেইসবুক মেসেন্জারে চ্যাট করার জন্য বাধ্যতামুলক নয় ফেইসবুক মেসেন্জার। ফেইসবুকের অ্যাকাউন্ট ছাড়াও চ্যাট করা যাবে ম্যাসেন্জার এ। বিস্তারিত পড়ুন : ফেইসবুক অ্যাকাউন্ট ছাড়াই লগইন করা যাবে ফেবু মেসেন্জারে
লিগ্যসি কনট্যাক্ট
একটি গবেষনায় দেখা গেছে আগামী বিশ বছর পরে ফেইসবুকে ১০ মিলিয়ন মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে। এই বিবেচনায় ফেইসবুকে চালু করেছে লিগ্যাসি কনট্যাক্ট। আপনি মারা যাওয়ার পর আপনার ফেইসবুক অ্যাকাউন্টটি আর একজন দ্বারা পরিচালিত হবে। তারা আপনার অ্যকাউন্টটি পরিচালনা করতে পারবেন।
ফেইসবুক হিস্ট্রি
এই মুহুর্তে ফেইসবুকে ডিজিটালাইজেশনের অংশ। এই দিনে আপনার টাইমলাইনে কি কি ঘটেছিল তা খুব সহজেই এখন বের করতে পারবেন। আপনার স্মৃতিগুলোকে পুণরায় স্মরন করিয়ে দেওয়ার জন্য ফেইসবুক অনদিস ডে facebook.com/onthisday
স্ক্রাপবুক
বাবা মা সন্তানের ছবি গুলো খুব সহজে সাজিয়ে রাখতে পারবেন ফেইসবুক স্ক্রাপবুকের মাধ্যমে। স্ক্রাপবুকে ছবি যুক্ত করার জন্য About > Family and Relationships > Create a Scrapbook সেকশনে যেতে হবে।
মেসেন্জারের স্বাতন্ত্রতা আগের মত ফেইসবুক মেসেন্জার ব্যবহারের জন্য বাধ্যতামুলক ফেইসবুক অ্যাকাউন্টেরে প্রয়োজন নেই। বিষ্ময়করভাবে আপনি ফেইসবুক অ্যাকাউন্ট ব্যাতীতও ফেইসবুকের মেসেন্জার ব্যবহার করতে পারবেন।
ফেইসবুক লাইট (অ্যান্ড্রয়েডের জন্য)
ফেইসবুকের ডাটা খরচ কমানোর জন্য ফেইসবুক লাইট অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করেছে ফেইসবুক। তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেখানে ডাটা খরচ অনেক বেশী তাদের জন্য এই অ্যাপস অনেক গুরুত্ব বহন করে।
ফেইসবুকের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে জানতে দেখুন : ফেইসবুকের সবগুলো পরিবর্তন
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ