সবাইকে মাহে রমজানের সালাম ও শুভেচ্ছা।
যারা ফেসবুক সম্পর্কে ভাল বোঝেন কিংবা ফেসবুক গুরু আছেন তাদের নিকট আমি দৃষ্টি আকর্ষন করছি। আমি একটি সমস্যাতে পড়েছি তাহলো: আমার মুল প্রফাইলের আন্ডারে প্রায় ৩ টি ফ্যান পেইজ খোলা আছে। গতকাল হইতে লক্ষ্য করছি আমার একটি ফ্যানপেইজ অপশানে Message অপশনটি খুজে পাচ্ছি না। ফলে কোন ম্যাসেজ পাচ্ছিনা, রিপ্লাই করতে পারছিনা কিংবা কাউকে ম্যাসেজ দিতে পারছিনা। তবে সবাই জানেন যে, ফ্যান পেইজ প্রফাইলে page অপশনের পর Message, Notification, Publishing Tools এই ট্যাগ/বিষয়গুলো থাকে। কিন্তু আমার ফ্যানপেইজে একমাত্র Message অপশনটা ব্যতিত সকল অপশন আছে কিন্তু সেখানে insights নামে নতুন একটি ট্যাগ যুক্ত হয়েছে। কিন্তু গতকাল হইতে দেখছি Message অপশনটি নাই। উল্লেখ্য কিন্তু অন্য ফ্যানপেইজ প্রফাইলে Message অপশনটি আছে, বাট insights নামে কোন ট্যাগ নাই। এটি কি কারনে হল, ঠিক বুঝতে পারছিনা। তাছাড়া এতটুকু নিশ্চয়তভাবে বলতে পারি ফেসবুক টার্ম বিরোধী কোন কাজ করি নাই। বিষয়টি কারোর জানা থাকলে সমাধানের বার্তা দিলে বিশেষভাবে কৃতজ্ঞ থাকিব।
তবে সবাই জানেন যে, ফ্যান পেইজ প্রফাইলে page অপশনের পর Message, Notification, Publishing Tools এই ট্যাগ/বিষয়গুলো থাকে। কিন্তু আমার ফ্যানপেইজে একমাত্র Message অপশনটা ব্যতিত সকল অপশন আছে কিন্তু সেখানে insights নামে নতুন একটি ট্যাগ যুক্ত হয়েছে। কিন্তু গতকাল হইতে দেখছি Message অপশনটি নাই। উল্লেখ্য কিন্তু অন্য ফ্যানপেইজ প্রফাইলে Message অপশনটি আছে, বাট insights নামে কোন ট্যাগ নাই। এটি কি কারনে হল, ঠিক বুঝতে পারছিনা। তাছাড়া এতটুকু নিশ্চয়তভাবে বলতে পারি ফেসবুক টার্ম বিরোধী কোন কাজ করি নাই। বিষয়টি কারোর জানা থাকলে সমাধানের বার্তা দিলে বিশেষভাবে কৃতজ্ঞ থাকিব।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।