আমাদের সবার ই ফেসবুক আইডি থাকে? এবং বলতে গেলে এখন ফেসবুক হয়ে গেছে আমদের জীবনের অন্যতম একটা জিনিষ। আর ফেসবুক আইডি তে আমদের ওনেক ধরনের পারসোনাল তথ্য থাকে? যা কোন খারাপ প্রকিত হ্যাকার নিয়ে ব্ল্যাক মিল করে বা করে ফেলবে।
তাই এ সব কিছু হবার আগে আমাদের ফেসবুক আইডি তে কিছু + সিকুউরিটি দেওয়া ধরকার! ওনেক্র হয়ত আছে কিন্তু যাদের আইডি তে + সিকুউরিটি নাই তারা আমার এই টিউন টা দেখতে পারেন। :p শুদু মাত্র নতুন দের জন্য।
আমি নিচে যে বিসয় গুলা বলব তা যদিআপনি ঠিক মত করেন আশা করি আপনার আইডি আর কেও হ্যাক করতে পারবে না ।
প্রথম ●► আপনার ফেসবুকের পাসওয়ার্ড (Password) কমপক্ষে ১২ ডিজিট করুন। পাসওয়ার্ডে “*/+=&^ $#” ধরনের চিহ্ন রাখলে Password আর শক্ত হবে। (যা ডিস্কনারি এটাক করলে হ্যাক হবে না)।
২য় ●► ফেসবুক মেইল জিমেইল ব্যবহার করা ভালো কারন জিমেইলের সব চেয়ে বেশি সিকিউরিটি দিচ্ছে তারপর জিমেইলে মোবাইল ভেরিফিকেশন চালু করুন।
৩য় ●► ফেসবুক মোবাইল ভেরিফিকেশন চালু করুন, ফেসবুক সিকিউরিটি Question এড করে রাখুন।
৪র্থ ●► ফেসবুকে কোন প্রকার অ্যাপ্স বা গেমস ইন্সটল না করবেন না।
৫ম ●► কোন Website এ গিয়ে ভুলেও ফেসবুক Login করবেন না, এতে আপনার ফেসবুক আইডি Hack হয়ে যাবে। কারন এগুলো ফিসিং সাইট।
৬স্ট ●► Setting & Security থেকে Security এ গিয়ে সব Setting করে নিন–>^ [b] http://WWW.TOKBD.TK[/b%5D
আমি এমডি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সময় হলে আমার সাইতে একটু ঘুরে আসবেন|
http://www.TOKBD.TK