ফেসবুক মেসেঞ্জারে লগ আউট অপশন নেই? আছে সমাধান ! মেসেঞ্জারে লগ আউট করতে পারবেন সহজেই ।

নিঃসন্দেহে ফেসবুক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং চ্যাটিং করার জন্যও এর জনপ্রিয়তার জুড়ি নেই। অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে ফেসবুক চ্যাটিং করার জন্য ফেসবুক মেসেঞ্জারটিও সকল মেসেঞ্জার অপেক্ষা অধিক জনপ্রিয়। ফেসবুক ইউজারদের প্রত্যেকেই প্রায় তাঁর অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন।

 

কিন্তু লক্ষ্য করেছেন কি, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিতে লগ আউট করার জন্য কোন অপশন নেই? ফেসবুক মেসেঞ্জারে লগিন করা প্রত্যেক ব্যবহারকারীই এটি লক্ষ্য করেছেন যে, মেসেঞ্জারটি থেকে লগ আউট হওয়ার কোন অপশন পাওয়া যায় না। আসলেই তাই। ফেসবুক মেসেঞ্জারে আসলে কোন লগ আউট অপশন নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেসবুক মেসেঞ্জারের সবচেয়ে বাজে দিক হচ্ছে এটি। এই লগ আউট অপশন না থাকায় প্রায় অনেকেই ঝামেলায় পড়েন। কোন কারণে লগ আউট করার প্রয়োজন দেখা দিলে লগ আউট হওয়া সম্ভব হয়না। অনেকেই মেসেঞ্জারে এক অ্যাকাউন্টে লগিন করে পরবর্তীতে অন্য অ্যাকাউন্টে লগিন করতে চাইলে তখন আবিষ্কার করেন যে, মেসেঞ্জারে লগ আউট অপশন নেই। কিন্তু ছোট একটু ট্রিকস খাটিয়েই আমরা ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হতে পারি সহজেই। ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে লগ আউট হওয়ার জন্য আমরা অ্যাপটির ডাটা ক্লিয়ার অপশন ব্যবহার করতে পারি। যারা ইতিমধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাটা ক্লিয়ার কিভাবে করে তাদের নতুন করে শেখানোর কিছু নেই। তবে নতুন অ্যান্ড্রয়েড ইউজারদের স্বার্থে অ্যাপস ডাটা ক্লিয়ার করার টিউটোরিয়াল শেয়ার করছি।

 

ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট করার পদ্ধতি

  • আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে, ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হওয়ার জন্য আমরা এই অ্যাপটির ডাটা মুছে দিব। তবে এর আগে প্রথম কাজ হচ্ছে আপনার ফোনে Recent Apps List -এ যদি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি থেকে থাকে তাহলে প্রথমেই সেটি Recent Apps List থেকে রিমুভ করুন।
  • এবার Settings > Apps অপশনে গিয়ে Messenger অ্যাপটি ক্লিক করুন।
  • এখন Clear Data বাটনটিতে ক্লিক করলে Delete App Data নামের একটি পপ আপ উইন্ডো পাবেন। সেখানে Ok ক্লিক করে দিন। ব্যাস, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলা হয়েছে। মানে এর আগে মেসেঞ্জারটি ইউজ করার সব ডাটা ফোন থেকে মুছে ফেলা হয়েছে।

 

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত
এখন বলা চলে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলার কারণে পূর্বে লগ-ইন করা আইডি থেকে আপনি লগ আউট হয়ে গেছেন। এবার চালু করুন ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি। দেখবেন মেসেঞ্জারে ওয়েলকাম জানিয়ে আপনার আগের অ্যাকাউন্ট নেম আবারো দেখাচ্ছে। ভাববেন না, লগ আউট হয়নি। লগ আউট হয়েছে। আসলে মেসেঞ্জার অ্যাপটি সম্পূর্ণ ভাবেই ফেসবুকের মূল অ্যাপের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকায় আপনার অ্যাকাউন্ট নেম দেখাবে। তবে আপনি নতুন কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জারে লগিন করতে চাইলে দেখবেন Switch Account নামের একটি অপশন আছে। সেটায় ক্লিক করে যথানিয়মে মেসেঞ্জারে লগিন করুন আপনার কাঙ্ক্ষিত ইমেইল, পাসওয়ার্ড দিয়ে।
এই হলো ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হবার সহজ টিউটোরিয়াল। এর চেয়ে সহজ টিউটোরিয়াল নেই। কারণ ফেসবুক মেসেঞ্জারে লগ আউট অপশনটি না থাকাতেই আমরা এরকম ঘুরায় প্যাঁচায় ট্রিকস খাটিয়ে লগ আউট হলাম। তবে ফেসবুক মেসেঞ্জারে একটি লগ আউট অপশন থাকা অবশ্যই উচিৎ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ভাবে যে কোনো Apps এর Log out করা যায় ।
Thx

ধন্যবাদ শেয়ার করার জন্য তবে এভাবেই ব্যবহার করছি অনেকদিন ধরে।

এটারে logout কয়না।এটারে ডাটা delete বলে।সব ডাটা ডিলিট হয়ে যাবে।

    @শ্রাবন শেখ: আমি কি বলেছি এটারে লগ আউট বলে? আমি তো বলেছিই এটাকে অ্যাপসের ডাটা ডিলেট বলে। আর মেসেঞ্জারে যেহেতু লগ আউট অপশন নাই। তাই ডাটা ডিলেট টাকে মেসেঞ্জার থেকে লগ আউট করার সমাধান হিসেবে উপস্থাপন করেছি।

টিপস টি খারাপ না। আগে থেকেই জানতাম। ধন্যবাদ। 🙂

    @Pankha Kazi: আপনাকেও ধন্যবাদ। নতুন অ্যান্ড্রয়েড ইউজারদের অবশ্যই কাজে লাগবে।

Level 0

আজব tune! আমার মত যে কিছু না পারে সেও জানে! তবে thnx 4 share….

    @jamanj53: আপনাদের জন্য মাঝে মাঝে নিজেকে বড় অপরাধী মনে হয়। আসলেই অপরাধী মনে হয়। মনে হয় যে, কি জন্যে নিজের খেয়ে অন্যকে সামান্য কিছু হলেও শেখাতে যাই? টিটিতে তো এক টপিক নিয়াই হাজারবার টিউন হয়। সেগুলোকে আজব মনে হয় না? আর এই ট্রিকস নিয়ে এর আগে কোন টিউন নাই বলেই এটাকে আজব মনে হচ্ছে? আপনি হয়ত সব জানেন। কিন্তু টেকটিউনসের ২ কোটি মেম্বারদের অন্তত ১০০ মানুষ জানেনা। আমি সেই ১০০ জনের জন্যই লিখি নিজের খেয়ে পড়ে। আপনার জন্য না! ভাই যখন প্রোগ্রামিং নিয়ে আমরা কেউ লিখি তখন আবার সেটা শেখার জন্য ২০০ জন মানুষও সেটা ভিউ করেনা। আর যখন এসব আজব টিউন শেয়ার করি তখন সেটা হুদাই 21 ঘন্টা 57 মিনিটে ১৭০০+ ভিউ হয়। কারণটা পরিষ্কার! টেকটিউনস ঘেঁটে শিক্ষনীয় টিউনগুলো দেখুন একটু, ওগুলা শেখার জন্য ৫০০ জনের বেশি পাওয়া যায় না। আর এইসব ছোট বাচ্চার ট্রিকস পড়তে আসে আপনার মতো যারা কিছু পারেনা তাঁরাও! আমার কমেন্ট পড়ে কষ্ট পাইলে দুঃখিত। কারণ আমিও আপনার কমেন্টে কষ্ট পেয়েছি। আপনার মতবাদ ধরে যদি সবাই বসে থাকতো আজ কেউ কিছুই পারত না। প্রতিটা জিনিসই কেউ জানে কেউ জানেনা। যারা জানেনা তাদের জন্যই নিশ্চই টিউনার লেখেন। সবজান্তাকে জানানোর তো কিছু নেই। 😛

Level 0

এই সামান্য ট্রিক টা আমি ও জানতাম না, আসলে আমরা সবসময় বড় কিছু শিখতে চাই বলেই মাঝে মাঝে ছোট জিনিস গুলো জানতে পারি না,

    @abmurad: ধন্যবাদ অন্তত এই উপলব্ধির জন্য। দেখলেনি তো আপনার আগের কমেন্টে jamanj53 কি বললেন!

      Level 0

      @ব্লগার মারুফ: @ব্লগার মারুফ: ভাই আমি দুঃখিত! ! তবে আমি fun করে বলছি কারন ভাই tuneটি দেখে হতাশ হয়েছিলাম। কারন ভাবছিলাম যে আপনি কিছুলিখেছেন তাই অবশ্যই নতুন কিছু থাকবে! Anhw Broo Again sorry!!

        @jamanj53: @jamanj53: আমিও সরি! প্রতিটা টিউন জোস হবে এমন ভাবার কারণ নেই। প্রতিটা টিউন একেক জনের কাছে একেক রকম লাগে। কারো কাছে এটাই হয়ত এই ছোট ট্রিকসই জেনে অনেক উপকৃত হয়েছেন। কোন বিষয়ে জানা থাকলে সে বিষয়ে পড়তে ভালো লাগেনা। কেনো জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। আপনার হয়ত এটি জানা ছিল তাই ভালো লাগেনি। কিন্তু অন্তত ২-৪ জনের তো কাজে লেগেছে?? টেকটিউনসে এর আগে এই ট্রিকস খুঁজে পাইনি বলেই এটা নতুন হিসেবে ধরে নিয়ে শেয়ার করেছি। আর কোন পূর্ব প্রকাশিত টপিক নিয়ে যদি আমি টিউনও করি তাতে আমি নতুনত্ব রাখার আপ্রান চেস্টা করি। আমার কাছে খুব বেশি প্রত্যাশা করবেন না। আপনি বলেছেন নতুন কিছু থাকবে আমার টিউনে। আশা করি উত্তরটা পেয়েছেন। এটা আপনার কাছে পুরাতন, কিন্তু যে এক সপ্তাহ আগে অ্যান্ড্রয়েড ইউজ শুরু করেছে তাঁর কাছে নিশ্চই নতুন? এমন কিছু হয়ত আপনার কাছে নতুন যা আমার কাছে পুরাতন। তাই নিজের কাছে যা নতুন সেটা সকলের কাছেই নতুন হবে এমন ভাবার অবকাশ নেই। আমি আবারো সরি! আসলে আপনাদের কাছে এরকম মন্তব্যে আমরা অনেক কষ্ট পাই। নিঃস্বার্থ ভাবে কিছু শেয়ারের আগ্রহ হারিয়ে ফেলি।

ধন্যবাদ

ফেবু এ্যাকাউন্ট ডিএ্যাকটিভেট করার পর ও ফ্রেন্ডলিস্টের যে কেউ চাইলেই টেক্সট্ করতে পারছে… ম্যাসেজ আসছে…
ভাবলাম ম্যাসেঞ্জারের জন্য বোধহয় এমন টা হচ্ছে। ম্যাসেঞ্জারের ডাটা ক্লিয়ার করলাম। কিন্তু তারপর ও ডিএ্যাকটিভ করে রাখা আইডিতে কেউ চাইলেই টেক্সট্ পাঠাতে পারছি। প্রোফাইল ভিজিট করতে পারেনা কিন্তু ইনবক্স থেকে নাম খুঁজে নিয়ে টেক্সট্ পাঠাতে পারছে। আইডি ডিএ্যাকটিভ করে এই টেক্সট্ আসা কিভাবে বন্ধ করবো? এর কোন সলিউশান দিতে পারবেন ভাইয়া ? ? ?