প্রিয় টিউনার ও পাঠক ভাইসকল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। এটা আমার ২য় টিউন। আজে বাজে প্যাচালের টাইম নাই। 😛 সম্প্রতি দেখা যাচ্ছে আপনার কোন ফ্রেন্ডের কাছে থেকে একটা লিংক আসছে ইনবক্সে, তখন সেটায় ক্লিক দিলেই আপনিও ঐ স্ক্রিপ্টের ভিক্টিম হয়ে যাচ্ছেন আপনার অজান্তেই। আর এটা হওয়ার সাথে সাথে আপনার ফ্রেন্ড লিস্টের সবার ইনবক্সে আপনার একাউন্ট থেকে ওই সেম লিংকটা মেসেজ হিসাবে যাবে। এতে অনবরত সব ইউজারের তথ্য স্ক্রিপ্ট মেকারের কাছে চলে যাবে, আপনি হ্যাকিং এর স্বীকার হবেন। তাছাড়া হ্যাকার যদি কিছু নাও করে তবুও ফেসবুকের স্প্যাম মডারেশন অনুযায়ী আপনার আইডি ডিজ্যাবল্ড হয়ে যেতে পারে। তাই যারা এর স্বীকার হয়েছেন তারা দ্রুত তাদের পাসোয়ার্ড পরিবর্তন করুন, পরিবর্তন করার সময় অবশ্যই "Log me out of others device" অপশন টি সিলেক্ট করবেন। আমি নিজেও কয়েকটা ফ্রেন্ডের কাছে থেকে লিংকটা পেয়েছি। অতঃপর তা ভাইরাস টোটালে স্ক্যান দিলাম। মজার ব্যাপার হচ্ছে ৬৩ টা বিশ্ব বিখ্যাত কুখ্যাত ইন্টারনেট সিকুরিটির মধ্যে মাত্র একটি (Dr. Web) এটিকে ম্যালিশিয়াস সাইট হিসাবে ডিটেক্ট করতে পারল। 😐
যা হোক স্ক্রিনশটের লিংক দেখে সাবধান হউন, আর লিংক সন্দেহ হলেই উপরে নীল মার্ক করা সাইটে গিয়ে লিংক স্ক্যান করে নিন। পাশাপাশি পিসিতে ভাল মানের ইন্টারনেট সিকুরিটি ব্যবহার করুন। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও থাকতে দিন। 😎 আজ এ পর্যন্তই , ভালো থাকবেন সবাই। 🙂
ফেবুতে আমি..........
১ম টিউন দেখে নিতে পারেন যাদের IDM নিয়ে নানা ঝামেলা পোহাতে হয়। 🙄
আমি মোঃ মাহবুব আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও পেয়েছি।