আপনারা ইতিমধ্যেই জানেন ভিডিও Embed জিনিসটা কি? নতুনদের জন্য বলছি, আপনারা অনেক সাইটে ভিডিও দেখে থাকবেন। এই ভিডিও গুলো মূলত থার্ড পার্টি সাইট যেমনঃ ইউটিউব, ডেইলি মোশন, ভিমিও ইত্যাদি সাইটে আপলোড দেয়া হয়ে থাকে এবং একটি কোড ব্যবহার করে সাইটে দেখানোকেই ভিডিও Embed বলে। আপনার জানেন ফেসবুকেও ভিডিও আপলোডের সুবিধা রয়েছে। তবে এতোদিন ফেসবুক ভিডিও Embed করে ওয়েব সাইটে দেখানো বা শেয়ার করার সুবিধা ছিল না। কিন্তু গত মার্চ মাসে এই ভিডিও Embed সুবিধাও চালু করেছে ফেসবুক। ফেসবুক ভিডিও Embed ফিচারের সবচেয়ে ভালো সুবিধা হলো একটি ভিডিও সর্বোচ্চ দেড় জিবি সাইজের হলেও আপলোড করা যাবে। আর ফেসবুক ভিডিও Embed ফিচারের অসুবিধা হলো ফেসবুক ভিডিও তে বিজ্ঞাপন দিয়ে আয় করার কোন সুযোগ নেই। কিন্তু আমরা অনেকেই ইউটিউব ভিডিওতে অ্যাডসেন্স ইউজ করে আয় করে থাকি। মোটামুটি এই হলো ফেসবুক ভিডিও Embed ফিচার!
ফেসবুক ভিডিও Embed করার সার্ভিস চালুর প্রায় ১ মাস পেরিয়ে গেছে। তবুও বাংলায় কোন আর্টিকেল পেলাম না। তাই শেয়ার করে ফেললাম এতোদিন পর। আশা করছি নতুনদের উপকারে আসবে। আর যারা ইতিমধ্যে জানেন তাঁরা এ ব্যাপারে মতামত জানাবেন। ধন্যবাদ
আমাকে পেতে পারেন...
বাংলা ব্লগ | ফেসবুক প্রোফাইল | ফেসবুক পেজ | টুইটার | গুগল প্লাস ভেরিফাইড পেজ | ইউটিউব
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
tnx bro