ভুয়া লাইক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেসবুক যুদ্ধ ঘোষনা করেছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভাইরাসপূর্ণ সফটওয়্যার ব্যবহার করে লাইক বাড়ানো, ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও কম পয়সায় লাইক বাড়িয়ে নেওয়ার মতো কাজগুলো শনাক্ত করার প্রযুক্তি চলে এসেছে ফেসবুকের হাতে।
ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী এইচ. কেনেম চেভিয়ার এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘ভুয়া লাইক ও স্প্যামার শনাক্ত করার পদ্ধতি উন্নয়ন করতে কাজ করে যাবে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্টধারীদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখন যে পদ্ধতি গ্রহণ করছি তাতে ভুয়া লাইক ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠবে।’
এত দিন এই লাইক ব্যবসায়ীরা আরাবে ব্যবসা করেছেন কিন্তু এখন ফেসবুক কর্তৃপক্ষে এমন জাল বিছিয়েছে ভুয়া লাইক মুছতে সক্ষম হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এই ঘটনার ফলে অনেক নামী দামী ব্র্যান্ডের ফ্যানপেজ লাইক কমে গেছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে এই ভুয়া লাইক ব্যবসা আর করতে দেয়া হবে না।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
aisob kore kono luv ni bro