ফ্রী ফেসবুক আসছে বাংলাদেশে।। দেখে নিন কীভাবে ফ্রী ফেসবুক সেবা পাবেন internet.org র অ্যাপ এর মাধ্যমে এবং তাদের প্রোজেক্ট।

আসসালামুয়ালাইকুম। আশা করি পাঠক বন্ধুরা সবাই ভাল আছেন। ফ্রী ফেসবুক সম্পর্কে টিউন হয়েছে কিনা আমি জানিনা তবে এটার ব্যাপারে জানেন না খুব আল্প মানুষ আছেন। তার পরেও বলি ফেসবুক নিয়ে আসছে বিশ্বব্যাপী ফ্রী ফেসবুক যা আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনা মূল্যে। এবং তা আমাদের পাশের দেশ ভারত সহ অনেক দেশে চালু হয়ে গেছে এটি খুব ধ্রুত আরও কয়েকটা দেশে চালু হবে তার মধ্যে বাংলাদেশও আছে। ধীরে ধীরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। মুলত ফেসবুক ফ্রী সেবা পাবেন internet.org র মাধ্যমে। আগামী ২১ এপ্রিল থেকে বাংলাদেশে ফ্রী ফেসবুক সেবার কথা রয়েছে।  এখন অনেকে ভাবছেন কিভাবে? অনেকে ফেসবুক এ পোস্ট করছেন যে internet.org প্রোজেক্ট কিভাবে কাজ করবে? আসুন দেখি-

আপনাদের একটু ক্লিয়ার করি আসলে ফেসবুক এর মুল উদ্দেশ্য কি?

তাদের মুল লক্ষ  ফেসবুককে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া। যে সমস্ত এলাকা গুলো ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত সে এলাকা গুলো ড্রোন দিয়ে তারা ইন্টারনেট সেবা দেবে। নীচের ভিডিও টি দেখুন এটা internet.org থেকে নেয়া হয়েছে এটা দেখলে কিছুটা ধারনা পাওয়া যায়।

internet.org তে একটা কথা বিশেষভাবে বলা হয়েছে তা হচ্ছে এমন যে মানুষের মধ্যে যোগাযোগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর্ত সামাজিক উন্নয়নে যোগাযোগ একটি অপরিসীম ভূমিকা পালন করে এই ফেসবুক শুধু আত্মীয় স্বজনের সাথে নয় সারা বিশ্বের সাথে  যোগাযোগ করার একটি অনন্য মাধ্যম। তাই ফ্রী ফেসবুক সেবার মাধ্যমে বিশ্বব্যাপী একটি বৈপ্লবিক যোগাযোগ মাধ্যম তৈরি করা তাদের লক্ষ।

ফেসবুক Connectivity Lab একটি চমৎকার অসাধারণ আইডিয়া হাতে নিয়েছে যার মাধ্যমে তারা ড্রোন দিয়ে ইন্টারনেট সেবা দিয়ে যাবে। নীচের ভিডিও টি দেখুন-

আপনারা আরও তথ্য জানতে পারেন internet.org তে গীয়ে।

এবার আসি কেমন করে পাবেন এই ফ্রী ফেসবুক সেবা-

সবকিছু ঠিক হলে internet.org অ্যাপ আসবে  যাতে আপনি কিছু অপশন পাবেন ফেসবুক,উইকিপিডিইয়া সহ কয়েকটি সরকারি ওয়েবসাইট যেগুলোতে আপনি ফ্রী ব্রাউজ করতে পারবেন। এমন না যে কয়েকটা ছাড়া আপনি অন্য সাইট এ ব্রাউজ করতে পারবেন না, শুধু সে সকল সাইট আপনি ফ্রী ব্রাউজ করতে পারবেন যে সাইট এর সাথে internet.org র চুক্তি হয়েছে। বাকি সাইট গুলোতে আপনার ডাটা চার্জ প্রযোজ্য হবে।

আপনারা চাইলে অ্যাপসটি প্লে স্টোর থেকে দেখে আসতে পারেন https://play.google.com/store/apps/details?id=org.internet

তবে ইন্সটল করতে দেয় কিনা আমি জানিনা মোবাইল থেকে internet.org  প্লে স্টোর  সার্চ দিলে apps টি আসে না। তবে কম্পিউটার থেকে সার্চ দিলে সার্চ রেজাল্ট এ আসে। কারন বাংলাদেশে এখনও এটি অনুমতি পায়নি।

ভুল হলে ক্ষমা করবেন।

ফেসবুক এ আমি

অসাধারণ কিছু ভিডিও নিয়ে আমার ফেসবুক পেজ

সময় পেলে আমার Movie Site থেকে ঘুরে আসবেন।

Level 0

আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রি পাইয়া পোলাপান সারাদিন ফেবুতে পইরা থাকব এইটা হইলো মেইন কথা।

Good Post…….. Thankssssssssssssss

Level 0

facebook tokon aktu onno rokom hobe

হুম, ভারতে চালু হয়েছে তবে এখন একটু ঝামেলা চলছে

Level 0

সব সুবিধারই বিশেষ অসুবিধা আছে। কবে থেকে চালু হচ্ছে এ সুবিধা তা তো বললেন না।

বুঝলাম, কিন্তু এটা কি সব অপারেটর থেকেই ফ্রী হবে? নাকি শুধু মোবাইল অপারেটর? বাংলাদেশের যে সকল ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানি আছে, এটা কি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য?

ইন্টারনেট নিউট্রালিটি নিয়ে খুব হৈচৈ হচ্ছে, জুকারবাগও বলেছেন এ নিয়ে

Level New

good news for facebookworm!

Level 0

সকল মোবাইল অপেরেটর ?

নাকি ২-১ টা অপারেটর?

পোলাপাইন এর লাইফ বরবাদ হয়ে যাবে 🙂 MB কিনেই সারাদিন 🙂 free পাইলে তো