সুপ্রিয় টেকটিউন কমিউনিটি
আসসালামুআলাইকুম,
অনেক দিন পর টেকটিউনে টিউন করছি । আজকের টিউনে আপনাদের ফেসবুকের ওয়েব মেসেঞ্জারের সাথে পরিচয় করিয়ে দেব।
ফেসবুক সাইটে প্রবেশের জন্য http://www.facebook.com লিঙ্ক ব্যাবহার করতে হয়। আর এইভাবে ব্যবাহারকারীরা ওয়েবের মাধ্যমে ফেসবুকে লগিন করতে পারেন। তবে বর্তমানে ফেসবুক নিয়ে এসেছে শুধু মেসেজ আদানপ্রদানের জন্য একটি সাইট। এটা আমাদের মোবাইলে বা কম্পিউটারে ব্যাবহৃত ফেসবুক মেসেঞ্জারের মত। এ্ই ইটের ঠিকানা https://www.messenger.com। এর সাথে ওয়েব ফেসবুকের পার্থক্য নিচে দিলাম।
ফেসবুক ওয়েবে:
1. নোটিফিকেশন শো করে।
2. নিউজ ফিড শো করে।
3. মোবইলে মেসেজ অটো শো করে না, রিলোড করলে দেখা যায়।
4. চ্যাটিং বার ছোট করে দেখায়
ফেসবুক মেসেঞ্জারে:
1. নোটিফিকেশন শো করে না।
2. নিউজ ফিড শো করে না।
3. মোবইলে মেসেজ অটো শো করে , রিলোডের প্রয়োজন নেই।
4. চ্যাটিং এরিয়া অসাধারণভাবে প্রদর্শিত হয়।
ফেসবুক মেসেঞ্জারের ব্যাবহার:
প্রথমে এই লিংকে যান - https://www.messenger.com
বি:দ্র: এটা কোন ফিশিং লিংক না, ফেসবুকেরই চ্যাটিং সিস্টেম. তাই নির্ভয়ে যান ।
নিচের মত পেইজ পাবেন-
এবার আপনার আইডি, পাসওয়য়ার্ড দিন এবং লগিনে ক্লিক করুণ।
নিচের মত করূণ-
এবা্র শুরু করে দিন হেপি মেসেঞ্জিং
উপকার হলে কমেন্ট করলে ভূলবেন না.
ধন্যবাদ
আমি Tanzidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৭ মিনিটের ব্যবধানে একই পোস্ট করলেন? আমিতো আপনার ৭ মিনিট আগেই এব্যাপারে পোস্ট করলাম। যাক ধন্যবাদ