অ্যান্ড্রয়েড, আইফোনের পর এবার কম্পিউটারেও ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জার। ফেসবুক চ্যাটিং এখন অন্য মাত্রায় !

স্বাগতম টেকটিউনস কমিউনিটি। আবারো পরীক্ষার ফাঁকে চলে এলাম আপনাদের কাছে। নিয়ে এলাম সুখবর। সুখবরটা ফেসবুক অ্যাডিক্টেডদের জন্য। অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা আইফোনে চালালেন এতোদিন ফেসবুক মেসেঞ্জার। আর এবার ফেসবুক কম্পিউটারেও চালু করল ফেসবুক মেসেঞ্জার চালানোর সুবিধা। মাইন্ড ইট আমি কিন্তু ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জারটির কথা বলছি। হ্যাঁ, এতোদিন কম্পিউটারে ফেসবুক চ্যাটিং এর জন্য এক ট্যাবে ফেসবুক চালু করে রাখতে হয়েছে আর নয়তো কোন আনঅফিসিয়াল মেসেঞ্জার ইউজ করতে হয়েছে। আর সেই দিনের অবসান ঘটাতেই ফেসবুক চালু করল কম্পিউটারেও তাদের অফিসিয়াল মেসেঞ্জার চালানোর সুবিধা। গ্রেট নিউজ!!! বিশেষ করে আমার কাছে ভালোই লাগলো ব্যাপারটা। কারণ আমি অতোটা ফেসবুক অ্যাডিক্টেড এখন আর নই। কিন্তু প্রফেশনের তাগিদে এখন আমাকে ফেসবুক মেসেজের দিকে সব সময় চোখ রাখতেই হয়। কিন্তু কম্পিউটারে কাজ করার সময় শুধু ফেসবুক মেসেজের খোঁজ রাখতে গিয়ে পুরো ফেসবুকই ওপেন রাখতে হয়। সে ঝামেলা থেকে অন্তত এখন মুক্তি দিবে ফেসবুক মেসেঞ্জারের নতুন ওয়েব ভার্সনটি। এতোদিন অনেক থার্ড পার্টি ফেসবুক মেসেঞ্জার থাকা সত্ত্বেও সেগুলোর উপর ভরসা রাখতে পারিনি তাই ব্যবহারও করিনি।

ফেসবুক মেসেঞ্জারঅবশেষে, এসেই গেল ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জার। গতকাল অর্থাৎ ০৯/০৪/২০১৫ ইং তারিখ থেকে ফেসবুক চালু করল এই সেবাটি। কম্পিউটারে এই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে মেসেঞ্জারটি ডাউনলোড করতে হবেনা। কম্পিউটারে যেকোন ব্রাউজারে messenger.com/login অ্যাড্রেসটি ভিজিট করে সাইন ইন করলেই ব্যবহার করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারটি। ফেসবুক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই উন্মুক্ত করেছে সেবাটি। তবে উন্মুক্ত করার পর কয়েক ঘন্টা ডাউন ছিল সাইটটি। যদিও এখন স্বাভাবিক। আর এই মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলের উভয় সুবিধাই থাকছে। ফেসবুক মেসেঞ্জারের এই ওয়েব ভার্সনটি চালু হওয়ায় ফেসবুক চ্যাটিং এ আরও এক ভিন্ন মাত্রা যোগ হলো বলে মনে করছেন ফেসবুক অথরিটি এবঙ্গ তাঁরা আরও মনে করছেন মেসেঞ্জারের এই ওয়েব ভার্সন চালু হওয়ায় ফেসবুক মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। আপনার মতামত কি? [সূত্রঃ দ্য নেক্সট ওয়েব]

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মারুফ তোমার পরীক্ষার মধ্যে এসব কি?
🙂

    @আই,টি সরদার: এটাই প্রযুক্তিখোরদের বৈশিষ্ট্য ভাই 😛 পিসিতে না হলেও প্রতিদিন মোবাইলে টিটি পড়ি। আর পিসিতে বসলে টিউন করিই। এসএসসিতেও ঠিক একইভাবে সব সামলিয়েও আপনাদের দোয়ায় এ প্লাস পেয়েছিলাম। আশা করছি এবারেও পাবো। দোয়া করবেন। আমার এতোটা অনলাইন আসক্তি থাকা সত্ত্বেও কখনই পড়াশুনায় ধস নামেনি।

অসাধারণ!! 😀

vai online a ke ke ace seta dekhar kono option nai ei messenger a…r all time desktop a shotcut kore rakhar o ki kono option nai???

    @আশিকুর রহমান: জি, অনলাইন দেখার অপশন নাই। আশা করি শীঘ্রই ফেসবুক ব্যাপারটা বিবেবচনা করবে। কেবল নতুন শুরু করেছে তো তাই হয়ত আরও নতুন ফিচার সামনে দিবে। আর শর্টকাট করেও তো রাখতে পারবেন ওয়েব পেজটা।

যখন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির ডেস্কটপ ভার্সন ছিলো তখন ব্যবহার করতাম। তারপর হুট করে সেটা বন্ধ হয়ে গেলো! এবার আবার ব্রাউজারে মেসেঞ্জার!!! ব্রাউজার ছাড়া ব্যবহার করতে পারলে সুবিধা হতো! তবে ব্যাপার না, এটাকে দুই ক্লিকেই ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলবো!

***ইয়ার ফাইনাল পরীক্ষার কারনে আমি নিজেও এখন অনিয়মিত, তোমাকে দেখে ভালো লাগলো! টিউনের জন্য ধইন্যা 🙂

দারুণ খবর।ধন্যবাদ

বাহ! জান্যাম না।