হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। প্রযুক্তির অলিতে গলিতে বিচরণ করতে করতে মনে হয় একটু ক্লান্ত। আসুন তাহলে মজার কিন্তু তথ্য বহুল নতুন কিছু জানি আর নিয়ে নিই টেকনোলজি মজা!
ফেসবুককে সোশ্যাল নেটওয়ার্ক না বলে একটা পরিবার বললেও মনে হয় ভুল হবে না। কারণ বিশ্বের সব মানুষ এমন ভাবে ফেসবুকে জড়িত আসলে ভাবতেই মাঝে মাঝে অবিশ্বাস লেগে যায় যে আসলে কি আমরা এক পরিবারের কেউ কিনা।
প্রতিদিন নতুন নতুন কিছু বন্ধু হয় যারা আমার থেকে কয়েক শত কি.মি. দূরে আছে। হয়তো বাস্তবে কোন দিন দেখা হবে না, কিন্তু সে আমার বন্ধু। বন্ধু বললে ভুল হবে আমার সব সময়ের সুখ-দুঃখের সাথী। মার্ক জুকারবারগ প্রতিষ্ঠিত এই ফেসবুক না থাকলে যে কিভাবে এটা সম্ভব হতো কেউ ভেবে পারে না।
আর ফেসবুক এই পরিবারকে আরও সমৃদ্ধ করতে নিত্য-নতুন আপডেট করেই যাচ্ছে। যাতে এই পরিবার সবার মাঝে আরও বেশিদিন দৃঢ়তার সাথে টিকে থাকতে পারে। এজন্য অবশ্য জুকারবারগকে একটা স্পেশাল ধন্যবাদ দিতেই হয়।
ফেসবুকে নতুন যে সব আপডেট আসছে সাম্প্রতিক তা জানতে নিচের টিউনটি দেখুন,
ফেসবুকের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। আমি আগে একটি টিউনে সিলিকন ভ্যালি নিয়ে দারুণ আলোচনা করেছিলাম। সেটাও দেখে নিন নিচের টিউন থেকে,
এখন ফেসবুক ক্যালিফোর্নিয়ার মেলনো পার্কে নতুন অফিস নিছে। এই অফিসের কিছু বিশেষত্ব আছে। এতো বড় পরিবার চালাতে তো আর কম ঝামেলা পোহাতে হয় না। যেকারনে বিশ্বের সবথেকে বড় পরিবারের বাড়িটিও স্থান করে নিলো বিশ্বের সবথেকে বড় অফিস হিসাবে।
ফেসবুক নতুন এই অফিসের দারুণ দারুণ সব ছবির আপডেট পাবেন #mpk20 হ্যাশ ট্যাগে অথবা এই লিঙ্কে।
আশা করি সবার ভালো লাগবে। আর কেমন দিলেন ফেসবুক নতুন অফিসের ভার্চুয়াল ট্যুর টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
Nice Tune Ever. Thanks For Share Bro.