বিনামূল্যে ফেইসবুকে বিজ্ঞাপন বা ফেইসবুকে বিনামূল্যে এড বোষ্ট করতে চান? ধরা খাওয়ার আগে এই টিউনটি পড়ুন

ইন্টারনেটে একটু সার্চ দিলেই অসংখ্য লিংক পাওয়া যায় যারা ফ্রিতে ফেইসবুকে বিজ্ঞাপন দেয়ার কুপন কোড দেয়ার কথা বলে। facebook ads coupon, free ads on facebook এই রকম কীওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিলেই অসংখ্য লিংক বেরিয়ে আসবে যারা আপনাকে ফেইসবুকে ফ্রী বিজ্ঞাপন দেয়া কোপন কোড দেয়ার কথা বলবে। কিন্তু সত্যি হচ্ছে সেগুলোর একটিও কাজ করে না। কোন সাইট থেকে ফ্রি কোপন নিয়ে এড দিলেও তা ব্লক করে দে।

এখন উপায়? আসলে কিছু করাই নেই। ফেইসবুকে বিজ্ঞাপন দিতে হলে নরমালী আপনি এড বোস্ট করতে হবে।

প্রশ্ন করতে পারেন, আমার তো মাষ্টার কার্ড নাই? ফেইসবুকে বিজ্ঞাপন দিতে মাষ্টার কার্ড প্রয়োজন যা আপনার নেই। আবার অনলাইনে যে সকল ফ্রি কোপন কোড পাওয়া যায় তার ৯৯%ই ভূয়া। অনেকেই আপনাকে বলতে পারে, তাদের কোন প্রডাক্ট কিনলে তারা ফেইসবুকে ৫০ ডলার থেকে ১০০ ডলার এড দেয়ার জন্য কোপন কোড দিবে। আপনি প্রডাক্ট কেনার পর সেই কোড দিয়ে এড দিতে গিয়ে দেখলেন আপনার কান্ট্রিতে এই কোপন কোড এলাও করবে না।

এখনো আপনি ফ্রিতে ফেইসবুকে বিজ্ঞাপন দিতে চান? তাহলে আমি কয়েকটি ট্রাষ্টেড সাইটের কথা বলতে পারি। যেখান থেকে কোন কোন প্রডাক্ট কেনার পর আপনি ফ্রি কোপন কোড নিতে পারবেন যা ভূয়া হবে না। Amazon.com, eBay.com এই সাইটগুলোতে দেখুন। অনেকেই দেখবেন কোপন কোড অফার করবে। তাছাড়া Fiverr.com সাইটটিতেও খুজুন। ১ টি গিগ বা ৫ ডলারের বিনিময়ে অনেক হাই রেটেড সেলার পাবেন যারা ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকে। গিগ করার আগেই জেনে নিন আপনার কান্ট্রিতে কোপন কোড এলাও করবে কি না। এই পদ্ধতি গুলোর বাইরে আর কোন উপায়ে ফেইসবুকে ফ্রিতে বিজ্ঞাপন দিতে গিয়ে একাউন্ট ব্লক করবেন না।

আমাকে ফেইসবুকে পাবেন - https://facebook.com/obaydul.shipon

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx vai amader socheton korar jonno