সিকিউরিটি এবং ইউজার বান্ধব করতে ফেসবুক নতুন যতো পরিবর্তন আনলো। ফেসবুকের আশার বাণী। পুরানো চাল আসলে ভাতে একটু বেশিই বাড়ে!!

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?

ফেসবুক গত কয়েক বছর ধরে সব চেয়ে আলোড়ন সৃষ্টিকারী সোশ্যাল নেটওয়ার্ক। অনলাইন জীবনে অভ্যস্থ প্রতিটি মানুষ এই ফেসবুকের সাথে যুক্ত। ফেসবুক তার সাফল্য ধরে রাখতে প্রতিনিয়ত নানা ধরণের পরিবর্তন নিয়ে আসছেন।

ফেসবুক নিয়ে টেকটিউনস এই বাংলা ভাষার সর্বাধিক পঠিত টেক সোশ্যাল নেটওয়ার্কে হাজার হাজার টিউন আছে। ম্যাক্সিমাম আপনাদের ফেসবুক জীবনকে উন্নত করে বা করছে। তবে আমার এই ফেসবুক টিউন একটু ভিন্ন ধাঁচের। এখানে আমি দেখাবো, ফেসবুক এই বছরে কি কি পরিকল্পনা নিয়ে নতুন কিছু ব্যবহারকারীদের দেওয়ার প্রত্যয় নিয়ে আসছে।

এজেনো ফেসবুকের ইনোভেটিভ সব চিন্তা।

ফেসবুক স্যান-ফ্রান্সিসকোতে তার বার্ষিক F8 ডেভেলপার সম্মেলনে এই সব নতুন বিষয়গুলো তুলে ধরেন। সেখানে আমরা নানা ধরণের ইউজার বান্ধব সেবা পরিলক্ষিত হয়েছে। আমরা সেই সিব সেবা নিয়েই আজকে জানবো। আসুন তাহলে শুরু করি।

ফেসবুকের নতুন সব যুগান্তকারী পরিবর্তনঃ

ফেসবুক ম্যাসেঞ্জার, চ্যাট অপশন, মিউজিক এবং ভিডিও প্লেয়ার সহ বিভিন্ন দিকে যেখানে ইউজারদের প্রশ্ন ছিল সেগুলোর সব ধরণের পরিবর্তন এই বছরে আনা হয়েছে। আসুন একটু বিস্তারিত জানি,

১) ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger as a hub)

এই বছরে সব থেকে বড় পরিবর্তন আসছে ফেসবুক মেসেঞ্জারে, যেটা কমিউনিকেশন হাবকে বাড়িয়ে দিছে। যেখানে এখন ইউজাররা চ্যাট ছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন। আপনারা যারা মেসেঞ্জার ব্যবহার করেন তারা ইতিমধ্যে অনেক পরিবর্তন দেখতে পেয়েছেন।

ডেভেলপাররা এখন থার্ড পার্টি অ্যাপে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবে। উদাহরণস্বরূপ, ডেভেলপাররা মুভি অ্যাপে মেসেঞ্জার ব্যবহার করতে পারবে। ফলে কাস্টমাররা একটা টিকিট কেনার সাথে সাথে সেটা ডিটেলস ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে।

ফেসবুক মেসেঞ্জারে আরও ফটোস এবং ইন্টারটেইনমেন্ট বাড়ানোর নতুন সব কৌশল আসছে এবং নতুন সব ফিচারও অ্যাড হচ্ছে।

২) ফেসবুক মেসেঞ্জার বিজনেস (Facebook Messenger Business)

আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসছে ফেসবুক মেসেঞ্জারে, সেটা হলো বিজনেস সেক্টরে মেসেঞ্জার। যেটার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি বিজনেস প্রতিষ্ঠান এবং বিজনেস ম্যানের সাথে মেসেজ আদান-প্রদান করতে পারবেন এবং শিপিং সহ আরও ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন।

তাছাড়া ইউজাররা কোম্পানির সাথে পার্সোনাল মতামত, প্রডাক্ট নিয়ে কোশ্চেন করতে পারবেন। যা হয়তো কোম্পানির সেবা দিতে আরও একটু সুবিধা হবে।

৩) ৩৬০ ডিগ্রির ভিডিও (Spherical Videos)

ফেসবুক ইতিমধ্যে ভিডিও নিয়ে অনেক বেশি কাজ করছেন এবং নতুন নতুন সব ভিডিও সিস্টেম অ্যাড করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে ৩৬০ ডিগ্রির সাপোর্টের জন্য ফেসবুক ভালো সফল এবং ব্যবহারকারীরা ইতিমধ্যে তাদের নিউজ ফিডে তার পরিবর্তন দেখতে পাচ্ছেন। নিউজ ফিডে যে ভিডিওগুলো রান হবে তা প্রায় ২৪ হাই রেজুলেশন ক্যামেরার সমন্নয়।

এই ভিডিও ভার্চুয়াল রিয়িলিটিতেও কাজ করবে, যেমন স্যামসাং গিয়ার ভিআর।

৪) ভিডিও এমবেড এবং কমেন্ট রিফ্রেশ (Embeddable videos, refreshed comments)

ফেসবুক নতুন সব ফেসবুক প্লাগিন ডেভেলপ করছে, তার মধ্যে অন্যতম ভিডিও অন্য ওয়েবে এমবেড করা। যার অর্থ আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং তা আপনার বিভিন্ন ওয়েবে এমবেড করবেন। যেকারনে ভিডিও প্লেয়ারে অলরেডি অনেক পরিবর্তন আনা হয়েছে। মূলত ইউটিউবের সাথে টেক্কা দিতেই এই পরিকল্পনা।

ফেসবুক কমেন্ট রিফ্রেশ নামে আরেকটি প্লাগিন তৈরি করছে, যেটা দিয়ে অন্য ওয়েব পেজে ফেসবুক লগইন দিয়েই আপনি কমেন্ট করতে পারবেন।

ভিডিও এমবেড সেবাটা অলরেডি কাজও শুরু করছে।

৫) অ্যানালিটিকস অ্যাপ (The Internet of Things)

ফেসবুক অ্যানালিটিকস অ্যাপস নিয়ে খুব জোরে সরে কাজ শুরু করে দিছেন, যেখানে ডেভেলপাররা তাদের অ্যাপে একটি তথ্য মানচিত্র খুব সহজে দেখতে পারবেন। অর্থাৎ ভিজিটর কাউন্টার সহ আরও কিছুর তথ্য।

৬) দ্য ইন্টারনেট অফ থিংস (The Internet of Things)

এটি ফেসবুকের একটি যুগান্তকারী পদক্ষেপ। যদিও সেবাটা প্রক্রিয়াধীন। তবে এটি নিয়ে সবাই আশাবাদী। দ্য ইন্টারনেট অফ থিংস হবে এমন একটা অ্যাপ যা আপনার সকল কার্যাবলী সংরক্ষণ করবে এবং তা আপনাকে উন্নত করার বিভিন্ন টিপস দিবে।

যেমন আপনি কখন টেনিস খেলেন, কখন পড়াশুনা করেন, কখন ঘুমান বা কখন আপনি বেড়াতে যান, ঠিক এটিরই একটি সমন্বয়ে আপনার লাইফ স্টাইলের বিভিন্ন কাজ উন্নত করার  দারুণ সব টিপস দিবে এই সেবা। তবে এটি নিয়ে অনেক কাজ হলেও এখন পর্যন্ত তার সফলতা আসে নি। খুব দ্রুত হয়তো এটি আমাদের হাতের নাগালে আমাদের ডিভাইসের মধ্যেই চলে আসবে।

যেটা হয়তো আমাদের লাইফ স্টাইলকে আরও উন্নত করবে আরও একটু বেশি।


ফেসবুক ইউজার বেশি ব্যবহার করার কারণ আসলে এইগুলাই। নিত্য নতুন চেঞ্জ আর ব্যবহার বান্ধব করার দারুণ সব পদক্ষেপ ফেসবুক আরও নতুন উচ্চতাই নিয়ে যাচ্ছে। যা দিন দিন হচ্ছে অপ্রতিরোধ্য এবং মানুষের নাগালের অতীব প্রয়োজনীয় একটি সেবা।

আশা করি বুঝতে সমস্যা হবে না। নতুন নতুন ফেসবুক সেবার মধ্যেই থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি।

কোন আপডেট থাকলে টিউমেন্টে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে।

ফেসবুক নিয়ে আরও কিছু ফিচারডঃ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্যসমৃদ্ধ টিউন, ভাল লাগলো ।

যাস্ট একটু আগে নতুন একটা পরিবর্তন লক্ষ্য করলাম..আগে মোবাইল সেকশনের ইউ আরএল ছিল m.facebook.com আর এখন m2.facebook.com । টিউনটি ভাল লাগল