Facebook কে ব্যাবহার করে দৈনিক ২০০০ Real ভিজিটর নিন । শুধু মাত্র ব্লগার এক্সপার্টদের জন্য ( মেগা টিউন )

সম্পূর্ণ টিউনটি পড়ার অনুরধ রইল- - -------

এখানে অনেক ওয়েবমাস্টার আর অনেক SEO এক্সপার্ট আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলছি—এখানে আমি আমার দৃষ্টি ভঙ্গি আর আমার practical জীবনের অভিজ্ঞতা টা share করলাম- দয়া করে কেও আজে বাজে মন্তব্য করবেন না ।

এখানে আমি শুধু Off Page Optimization এর একটা সেক্টর দেখাব- শুধু Facebook …..

বর্তমানে যে দিকেই তাকান সেই দিকেই প্রতিযোগিতার ঝর চলছে- - এখানে মুল সুত্র সবায় জানে- কিন্তু প্রতিযোগিতায় সেই বিজয়ী হয় যে একটু সাধারণ কাজের মাঝেও একটু বুদ্ধি খাটিয়ে কাজ টা কে একটু অন্ন রকম ভাবে করতে পারে, , , কোথায় আছে বিজয়ীরা ভিন্ন কোন কাজ করে না – তারা একটা সাধারণ কাজ টাকেই অসাধারণ ভাবে করে ।

ঠিক তেমনি আজ আমি দেখাব  যে- শুধু মাত্র Facebook  কে ব্যাবহার করে অনেকে regular ২,০০০ – ৪,০০০ visitor তাদের ব্লগ এ আনতে সক্ষম হইছে- তাও আবার targatted । এখানে আপনার কাজ হল- ভিজিটর গুলো কে attract করা, এবং আপনার ব্লগ কে ভালো লাগানো – - কারন  একটা ভিজিটর যদি আপনার ব্লগে আসে  আর যদি তার ভালো না লাগে, তাহলে সে হয়ত আসবে- কিন্তু আর কখনই আসবে না ।

Off page optimization এর মাঝে ত অনেক সেক্টর আছে-

1). Community Creation in Social Networking Sites

2). Blogging

3). Forum Postings

4) Rss Feed Submission

5). Directory Submission

6). Social Bookmarking

6). Link Exchange

7). Link Baiting

*** SMM

Video Promotions

Cross-Linking

Article Submission

Press Release Promotion

Answers   etc etc এগুলো সবারই জানা কিন্তু অনেকে অনেক Paid sofware ব্যাবহার করে কিছু ট্রিক্স   খাঁটিয়ে প্রত্যেক সেক্টর থেকেই হাজার হাজার ভিজিটর পাচ্ছে—একটা কথা- আপনি সব জায়গা থেকেই SEO শিখে আসুন, সবাই আপনাকে অই এক ই কমন জিনিস গুলোই শিখাবে, কিন্তু এর মাঝে কিছু সুক্ষ সুক্ষ জিনিস, যেগুলো জানলে আপনি আপনার ব্লগ কে আপনার টার্গেট জায়গাই নিয়ে জেতে পারবেন সেগুলো কেও শিখাবে না আপনাকে, আপনার নিজেরি গবেষণা করে বের করে নিতে হবে, ।  -প্রত্যেক সেক্টর থেকেই যদি আপনি একটু Research করেন তাহলে প্রত্যেক  জায়গা থেকে আপনি প্রচুর ভিজিটর পাবেন ,, , , , , আমরা যেহেতু কোন Paid sofware ব্যাবহার করব না, তাই আমি Real Process টা  দেখাব-- , দরকার শুধু একটু ধৈর্য---

একটা কথা- - এখানে আমি অনেক কিছু বলব না- কারন বললে অনেক বড় পোস্ট হয়ে যাবে, তাই যারা একটু এক্সপার্ট তারা পোস্ট টি পড়ুন- আর যেগুলো বুঝা বাকি থাকবে সেগুলো নিজেই খুজে বের করে বঝার চেষ্টা করবেন আসা করি ----

আজ শুধু Facebook নিয়ে আলোচনা করলাম- পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরের Tricks নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ্‌ ।

প্রথম কাজঃ পাঁচটা Fake Female account খুলুন, আর ফ্রেন্ড বাড়ানর জন্য কিছু নামকরা পেজ আর কিছু নামকরা গ্রুপ এ কমেন্ট আর পোস্ট করুন, , তারপর Automatic Friend Request আসা শুরু হয়ে যাবে, , । আপনি শুধু দেখবেন একটা আইডি এর ফ্রেন্ড অন্ন আইডি এর সাথে যেন Mutual না হয়, , আর আপনি যে এরিয়া থেকে ভিজিটর চান সেই এরিয়া রিলাটেড ফ্রেন্ড গুলো কে add করবেন—

Suppose – আপনি যদি বাংলাদেশ টার্গেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সব বাঙালি নাম এর ফ্রেন্ড গুলো কে অ্যাড করবেন ।  আর যারা আপনাকে ট্যাগ করবে, সেই সব ফ্রেন্ড গুলো কে ব্লক করবেন প্রতিদিন ।

দ্বিতীয় কাজঃ আপনি পাঁচটা Browser খুজে ডাউনলোড করে নিন- যেমন – Sr Iron, 300, Tourch, Opera Mini Latest version, ar Mozilla er Latest version , কখনোই Google Crome ব্যাবহার করবেন না, । আর ব্যাবহার এর সময় প্রত্যেক Browser এর দিয়ে Private window দিয়ে ঢুকবেন, কারন  Private window দিয়ে browse করলে আপনার কোন ডাটা Browser সেভ রাখবে না ।  আর মাঝে মাঝে history clean করবেন . ....

এক আইডি থেকে অন্ন আইডি তে ঢুকার সময় একটু সময় গ্যাপ রাখবেন । ।

তৃতীয় কাজঃ ৪৫০০ ফ্রেন্ড পর্যন্ত অ্যাড করবেন, আর এরপর থেকে যেগুলো Friedn request আসবে সেগুলো delete request করবেন , কারন এগুলো আপনার Follower . …. এরপর আইডি টা female থেকে Male বানিয়ে ফেলবেন নাম change করুন  , যারা একটু বক বক করবে তাদের ব্লক করে ফেলবেন । এরপর আপনার ব্লগ এর ২-৩ টা ক্যাটাগরি নিয়ে পেজ আর গ্রুপ খুলুন, গ্রুপ গুলোতে সব ফ্রেন্ডদের অ্যাড করুন, , , আর পেজ গুলো তে ইনভাইট করে কিছু লাইক বারান...

, ধরে নিলাম- আপনার ব্লগ এর একটা ক্যাটাগরি সেটা হল Android App নিয়ে , , তাহলে আজ আপনি আপনার ব্লগ এ একটা আকর্ষণীয় Android App নিয়ে পোস্ট করছেন আর তারপর সেটি গ্রুপ এ পোস্ট করুন আর অই ক্যাটাগরি নিয়ে যে পেজ খুলছেন সেখানেও সুন্দর করে চার লাইন এ একটা কিছু লিখে নিচে লিঙ্ক দিবেন অথবা আকর্ষণীয় কিছু লিখে “Continue Reading” এর মাঝে লিঙ্ক দিতে পারেন-

*** Facebook এ“Continue Reading”  এর মাঝে কিভাবে লিঙ্ক দিতে হয় খুজে বের করে শিখে নিন ।

এভাবে আপনার ব্লগ এর আকর্ষণীয় কিছু পোস্ট নিয়ে আপনার গ্রুপ এ আকর্ষণীয় ভাবে লিখে পোস্ট দিন পোস্ট তিন লাইন এর বেশী করবেন না, আর নিচে লিঙ্ক দিবেন অথবা  “Continue Reading” এর মাঝে লিঙ্ক দিবেন ।

চতুর্থ কাজঃ এখন আপনার কাজ হল প্রত্যেকটা আইডি থেকে ২০০ টা গ্রুপ এ অ্যাড হওয়া , যে গ্রুপ গুলোতে পোস্ট করলে সাথে সাথে APROVE করে সেগুলো তে Join করবেন – এখানে আপনার সুবিধার জন্য আমি একটা ফাইল দিলাম সেখান থেকে কিছু গ্রুপ এ জইন করে নিন- এখান থেকে Download করুন .

২০০ টা করে ৫টা আইডি তে গ্রুপ গুলোতে জইন করবেন, আর আপনি যে সুন্দর করে আকর্ষণীয় করে নিজের গ্রুপ এ পোস্ট টা করলেন সেটা এই ১০০০ গ্রুপ এ গিয়ে শুধু copy paste মারুন..... এতে করে আপনার পোস্ট গুলো কমপক্ষে ৫০,০০০ থেকে ৬০,০০০ মানুষ দেখতে পারবে, লিঙ্ক এ ক্লিক করা নির্ভর করবে আপনার পোস্ট লেখার উপরে, , আর আজেবাজে যেন পোস্ট না করেন,, বাংলাদেশ এর ক্ষেত্রে বাংলাতেই গ্রুপ গুলোতে করবেন আর অন্ন দেশ এর জন্য হলে সেই দেশ গুলোর গ্রুপ গুলোতে সেই ভাষায় । , , ...............

পঞ্চম কাজঃ যে দুই তিন টা ক্যাটাগরি এর জন্য পেজ গুলো খুললেন সেগুলো তে ইনভাইট করে কিছু লাইক বারান,  এখন আপনার কাজ হল – নিজের ফ্রেন্ড লিস্ট থেকে তাদের খুজে বের করুন যাদের ফ্রেন্ড সংখ্যা ১০০০ এর উপরে আর তাদেরকে ট্যাগ করলে তাদের ওয়াল এ show করে কি না, ট্যাগ করলে যাদের ওয়াল এ show করে এমন ফ্রেন্ড গুলো কে খুজে বের করুন আর এ তাদের নাম আর তাদের পিকচার exel shit ee বসিয়ে রাখুন .  এমন ২০০-৩০০ এর জন এর নাম খুজে বের করে রেখে দিন্‌,... বাস কাজ শেষ, এখন আপনি যে পোস্ট টা করবেন- যদি বাংলাদেশ এর ক্ষেত্রে হয় তাহলে সুন্দর করে চার পাঁচ লাইন এ লিখে লিঙ্ক দিয়ে সেই পোস্ট টা ৫০ জন কে ট্যাগ করেন, , এতে করে প্রতি ৫০ জন কে ট্যাগ করার জন্য কমপক্ষে আপনার পোস্ট টা ১০,০০০-১৫,০০০ মানুষ দেখতে পাবে, , এভাবে প্রতিটা আইডি থেকে প্রত্যেক Famous ক্যাটাগরি অথবা পোস্ট এর জন্য এমন করলে আপনার পোস্ট গ্রুপ আর পেজ আর নিজের ওয়াল এ পোস্ট + পেজ ট্যাগ+ গ্রুপ ট্যাগ করলে- আপনার একটা সুন্দর পোস্ট একলক্ষ থেকে দেরলক্ষ মানুষের কাছে পৌঁছিবে – আপনার পোস্ট যদি আকর্ষণীয় নাও হয় তবুও ৩০০০ থেকে ৪০০০ ভিজিটর আসা Practical …….

কিছু কথাঃ এটা করতে গিয়ে হয় ত আপনার এক মাস সময় যাবে, কিন্তু একটা যে আপনি community build করলেন সেটা আপনার আজিবন কাজে দিবে, , , আর মাঝে মাঝে হয় ত Facebook Photo varification ঝামেলায় পড়তে পারেন, সেক্ষেত্রে Facebook Photo varification এটা solve করা শিখে ফেলুন, অনেক পোস্ট আছে সেখান থেকে চেষ্টা করুন আর শিখুন,্‌্‌ , আর Facebook Photo varification এই ঝামেলায় পরলে আমি আপনাকে একটু হেল্প করতে পারি- আমাকে নক করতে পারেন---

সর্বোপরি একটা কথা বলি যারা Blogging করেন তাদের জন্য- - আপনি আপনার ব্লগ কে গুগল পেজ এ যদি সামনে নিয়ে আসেন তবুও আপনি সফল না---  আপনার ব্লগে হাজার হাজার ভিজিটর আসুক তবুও আপনি সফল না  ---- আপনি সফল তখনি হবেন- যখন  আপনার সাইট এ একটা ভিজিটর আসল আর তার আপনার ব্লগ টা ভালো লাগলো- শুধু মাত্র তখনি আপনি নিজেকে সফল ওয়েবমাস্টার বলতে পারেন , কারন ঐ একটা ভিজিটর ই আপনার সাইট এর SEO এর জন্য যথেষ্ট ।

অনেক Fb Viral script use করে হাজার হাজার ভিজিটর পাচ্ছে, কিন্তু সেই script গুলো paid করে কিনতে হয়- script ব্যাবহার করে আরও অনেক সুবিধা পাবেন, কিন্তু সেগুলো পরে শিখুন--- আজকের জন্য এইটুকু---- পরবর্তী tune --- Digg, reddit , ar Delicious এ কিভাবে আপনি আপনার পোস্ট কে সামনে নিয়ে আসবেন shortcut Technique….

Facebook Photo varification এর ঝামেলায় পরলে আমাকে knock করতে পারেন Facebook এ আমি

আর বুঝতে কোন অসুবিধা হলে আমাকে জানাবেন- ভালো থাকবেন- !

Level 0

আমি tutulkhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Excellent Post Dear Brother……..

Level 0

Thanks Rana Vai

dhorjer bisoy bt onak vlo

Level 0

SEO te success pete chaile dhorjo lagbei,,,, ar eta vaiya apni just ekbar kore rakhben,,, ajibon fol paben,,,, jara olos tader jonno Blogging na,,,, blogging sob chaite kothin ekta kaj ! ঝিঝি পোকা

১। খুব ভাল লেখছেন কিন্তু এটা এক ধরনের ব্লাক হ্যাট টেকনিক আর সব চে বর কথা হল ফেবু তে সেম লিঙ্ক এত শেয়ার করলে খুব জলদি ফেবু অই লিঙ্ক ব্লাক লিস্টেড করে দিবে। পরে আপনার রিয়াল ভিজিটর রাও ফেবু থেকে আপনার সাইট ভিজিট করতে পারবেনা।
২। সাধারনত ব্লগার রা টাকা আয় করার জন্য ব্লগিং করে ।এভাবে ভিজিটর আনলে সব চে দামি জিনিস মানে আদসেন্স টাই ব্যান হএ যাবে।
৩। এভাবে সাইটে ভিজিটর আনা মানে স্পামিং করা আর গুগল অনেক চালাক তারা এই বুদ্ধি ঠিক এ বুঝতে পারে।

মনে কিছু নিবেন না টেকটিউনস ব্লগার দের জন্য জগাজগ মাধ্যম । সবাই সবাইকে এখানে হেল্প করে আপনি হেল্প করার উদ্দেসে পোস্ট দিলেও এতে উপকারের চে অপকার বেশি হবে। এক্সপার্ট রা হয়ত আপনার পোস্ট ignor করবে কিন্তু নতুন ব্লগার রা তো এতক্ষণে মেয়ে মানুসের নাম দিয়া ১০-২০ তা আইডি খুলে ফেলসে তাই বঝাই যে যে খতির সম্মুখীন হতে হবে নতুন ব্লগার দের।
সুতরাং সার্চ ইঞ্জিন নিয়ে লেখুন আর এই পোস্ট টি রিমুভ করার জন্য অনুরধ রইল ।

Level 0

Shifat vai,,,, ekebare white hat SEO kore google page rank e samne niye asleo kankhito vistor ana somvob hoy na,,,, ar eta black hat SEO er moddhe apni nije ki porikkhito ? ekhane ey system tai ami 1year jabot korci,,,,ar amar kicu client korse,,, koi google mamu too ekhno kono site k Sand Box e falaini,,,,? ! eta ke apni grey hat seo er moddhe bolte paren,, bt kon jogtite apni black hat er majhe falan,, ? Ar j think theke apni post ta remove korar kotha bolsen,,,seta agge nije clear hon tarpor blte asun,,, ! kicu trick dite parle seta TT te share koriyen,,,, Ar kew tricks dile tar somalochona na kore ,,borong Nije practically bojhar chesta korben ! জায়েদ সিফাত

Level 0

খুব ভাল লাগল, সবগুলো কখন যে পরে ফেললাম বুঝতেই পারলাম না। ধন্যবাদ।

Level 0

পোস্টটি অনেক সুন্দর হইছে ভাই। অনেক ভালো লাগলো পড়ে। এরকম পোস্ট আরও চাই। ধন্যবাদ।

ভাল জিনিস কাজে লাগবে

Level 0

ধন্যবাদ—

ভাল পদ্ধতি । তবে ক্রোম ইউস করলে প্রবলেম কি ?

সত্যি ভাই আমার খুব কাজে দিসে, ধন্যবাদ ভাই