ফেসবুক ফটো ভেরিফিকেশন! এ এক যন্ত্রণার নাম! আমি বছর খানেক আগে এই জ্বালায় পড়ে যাই। অটোলাইক সাইট ট্রাই করতে গিয়ে আমার আইডি লক করে দেয় ফেসবুক। যাই হোক, পরে অনেক নেট ঘেটেও যখন কোনো কিছু করতে পারিনি তখন কলেজের কম্পিউটার স্যারকে ব্যাপার টা জানাই। তিনিই আজকের টিপসটি আমার সাথে শেয়ার করলেন। তখন আবার এখনকার মতো ন্যাশনাল আইডি কার্ডের ব্যাপারটা ছিলো না। অতপর শেষমেষ আইডি ফেরৎ পেয়ে আমি কি যে খুশি!
টেকটিউনসে ব্লগিং প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। তাই কি লিখবো কি লিখবো ভাবতে ভাবতে মাথায় এই আইডিয়াটা চলে এলো।
তবে চলুন এবার নিজেই নিজের বা নিজের বন্ধুদের ফেসবুক একাউন্ট এর ফটো ভেরিফিকেশন ঠিক করি।
> প্রথমে আপনাকে Tunnel Bear সফটওয়্যারটি নামাতে হবে। এটি একটি প্রক্সি সফটওয়্যার। ডাউনলোড করুন: https://www.tunnelbear.com/download/
> ইন্সটল করে সফটটি চালু করুন। লগ করতে চাইবে, একটি একাউন্ট খুলে ইউজার নে আইডি দিয়ে সফটওয়্যারে লগ ইন করুন।
> এবার প্রক্সির দেশ থেকে জাপান সিলেক্ট করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার আইপি ঠিকানাটি জাপানের একটি আইপির সাথে যুক্ত হবে।
> এবার ফেসবুকের মোবাইল সংস্করণ m.facebook.comসাইতে ঢুকুন। ফটো ভেরিফিকেশন সমস্যাযুক্ত আইডি দিন।
> ক্যাপচা পূরণ করুন।
> সাধারণত এর পরই ফটো ভেরিফিকেশন েএর জ্বালা শুরু হতো কিন্তু এখন আপনার ফেসবুক আইডিতে ব্যবহৃত মোবাইল নাম্বারটি চাইবে। এখন আমি জাপান মোবাইল ডায়ালিং কোড +৮১ দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখুন। যেমন আপনার ফেসবুক আইডিতে দেওয়া নাম্বার টি যদি – ০১৭০০০০০০০ হয় তবে আপনি লিখবেন +৮১০১৭০০০০০০।
> এবার Tunnel Bear অ্যান্ড্রয়েড কিংবা আইওএস এপপ টি আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তার একই পদ্ধতিতে লোকেশন দিন জাপান এবং টানেল বিয়ার দিয়ে আপনার মোবাইলের নেট চালু করুন।
এরপর সরাসরি আপনার মোবাইলে একটি কোড যাবে এবং সেটি সরাসরি আপনি ব্রাউজারে লিখে আপনার আইডির ফটো ভেরিফিকেশন এর সমস্যা সমাধান করতে পারবেন।
লক্ষ্য রাখবেন, মোবাইল নাম্বার লিখার আগে অবশ্যই আপনার মোবাইলেও টানেল বিয়ার দিয়ে লোকেশন জাপান করে নিতে হবে। তা না হলে কাজ হবে না।
ট্রাই করে দেখুন, সমস্যা হলে আমায় জানান 🙂
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
nice post. Kaj korle valo hobe. Trying,…