ফেসবুক ফটো ভেরিফিকেশন ঠিক করুন ফটো ছাড়াই!

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুক ফটো ভেরিফিকেশন! এ এক যন্ত্রণার নাম! আমি বছর খানেক আগে এই জ্বালায় পড়ে যাই। অটোলাইক সাইট ট্রাই করতে গিয়ে আমার আইডি লক করে দেয় ফেসবুক। যাই হোক, পরে অনেক নেট ঘেটেও যখন কোনো কিছু করতে পারিনি তখন কলেজের কম্পিউটার স্যারকে ব্যাপার টা জানাই। তিনিই আজকের টিপসটি আমার সাথে শেয়ার করলেন। তখন আবার এখনকার মতো ন্যাশনাল আইডি কার্ডের ব্যাপারটা ছিলো না। অতপর শেষমেষ আইডি ফেরৎ পেয়ে আমি কি যে খুশি!

টেকটিউনসে ব্লগিং প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। তাই কি লিখবো কি লিখবো ভাবতে ভাবতে মাথায় এই আইডিয়াটা চলে এলো।

তবে চলুন এবার নিজেই নিজের বা নিজের বন্ধুদের ফেসবুক একাউন্ট এর ফটো ভেরিফিকেশন ঠিক করি।

ধাপসমূহঃ

> প্রথমে আপনাকে Tunnel Bear সফটওয়্যারটি নামাতে হবে। এটি একটি প্রক্সি সফটওয়্যার। ডাউনলোড করুন: https://www.tunnelbear.com/download/

 

> ইন্সটল করে সফটটি চালু করুন। লগ করতে চাইবে, একটি একাউন্ট খুলে ইউজার নে আইডি দিয়ে সফটওয়্যারে লগ ইন করুন।

 

> এবার প্রক্সির দেশ থেকে জাপান সিলেক্ট করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার আইপি ঠিকানাটি জাপানের একটি আইপির সাথে যুক্ত হবে।

> এবার  ফেসবুকের মোবাইল সংস্করণ m.facebook.comসাইতে ঢুকুন। ফটো ভেরিফিকেশন সমস্যাযুক্ত আইডি দিন।

> ক্যাপচা পূরণ করুন।

> সাধারণত এর পরই ফটো ভেরিফিকেশন েএর জ্বালা শুরু হতো কিন্তু এখন আপনার ফেসবুক আইডিতে ব্যবহৃত মোবাইল নাম্বারটি চাইবে। এখন আমি জাপান মোবাইল ডায়ালিং কোড +৮১ দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখুন। যেমন আপনার ফেসবুক আইডিতে দেওয়া নাম্বার টি যদি – ০১৭০০০০০০০ হয় তবে আপনি লিখবেন +৮১০১৭০০০০০০।

 

> এবার Tunnel Bear অ্যান্ড্রয়েড কিংবা আইওএস এপপ টি আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তার একই পদ্ধতিতে লোকেশন দিন জাপান এবং টানেল বিয়ার দিয়ে আপনার মোবাইলের নেট চালু করুন।

এরপর সরাসরি আপনার মোবাইলে একটি কোড যাবে এবং সেটি সরাসরি আপনি ব্রাউজারে লিখে আপনার আইডির ফটো ভেরিফিকেশন এর সমস্যা সমাধান করতে পারবেন।

 

লক্ষ্য রাখবেন, মোবাইল নাম্বার লিখার আগে অবশ্যই আপনার মোবাইলেও টানেল বিয়ার দিয়ে লোকেশন জাপান করে নিতে হবে। তা না হলে কাজ হবে না।

 

ট্রাই করে দেখুন, সমস্যা হলে আমায় জানান 🙂

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice post. Kaj korle valo hobe. Trying,…

ধন্যবাদ @ কাজে আসবে।

ধন্যবাদ, সিস্টেম টার কথা কিছুদিন আগে জেনেছি একটি ইংলিশ ব্লগ থেকে। আমি আগে Vpn1click ইউস করতাম। এখন আর কাজ করে না। আর এখন সুপার ভিপিএন দিয়ে আইপি চেঞ্জ করা যায় কিন্তু সেটা কেবল এমেরিকান আইপি আসে। জাপান সিলেক্ট করেছি তবুও এমেরিকান আইপি আসে। আর ট্যানেল বিয়ারে অনেক আগে ট্রাই করেছিলাম। কনফার্ম ইমেইল আসে, কিন্তু সেটাতে কোন লিংক থাকে না, যেটাতে আমি ক্লিক করে কনফার্ম করব। এছাড়াও আমার কাছে আরো ৭ থেকে ৮ টি সফটওয়্যার আছে যে গুলোর কিছু কাজ করে না, আর কিছু আছে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফ্রি কোন আইপি চেঞ্জার সফটওয়্যার এর লিংক দিন। যেটা দিয়ে ফ্রিতে জাপান ও ইন্দোনেশিয়ান প্রক্সি ইউস করতে পারব। আর মোবাইল এর লোকেশন কিভাবে চেঞ্জ করব বুঝতেছিনা। প্লিজ হেল্প করুন

Google chrome এ ।genmate extention install করেন

ধন্যবাদ ৷ ভাই আপনার ফেবু আইডি টা দিন ৷

অনেক ধন্যবাদ এত ভাল একটি টিউন করার জন্য

ভাই টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমার একটি ব্লক হওয়া আই ডি তে কোন মোবাইল এ্যড করা ছিল না। শুধু ইমেইল ছিল । আমি কি এই পদ্ধতি ব্যবহার করতে পারবো? না হলে আমার জন্য কি অন্য কোন সমাধান আছে? আমার তিনটি ট্রাস্টেট কন্টাক্ট এ্যড করা ছিল। ধন্যবাদ

Level New

vai ami kintu kisu bujhi nai, apni prothomei bolsen tunner bear dia net conect kore fb login korte,pore abar tunnel bear chalu korte bolsen baparta bujhi nai and japani code diya nijer number dile ki sms asbe eita ami sure janina?

jantam, kintu konodin kaje aslo na!!!!!!

Level 0

photo verification এর যে কোন সমস্যাই আমাকে নক করতে পারেন- আমি যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করব – ০১৯৬৫৮০৫০৬৩

worked! thanks, bro

Hola diyew kaj hobe. 🙂

আমার ID photo verification হয়ে এখন লক আছে কেউ কি আমায় সাহায্য করতে পারেন plzzzzzzzzz

vai country j slect korte bolcen but ami login korar por to oi option ta aste se na plzzz help me plzzzzz anybody

vai japan slect korar por fb log in korte chaile bole….plz help me plzzz

The phone number you’ve entered doesn’t match any account. Sign up for an account.

You can login using any email, username or mobile phone number associated with your account. Make sure that it is typed correctly.

Incorrect phone number
The phone number you’ve entered doesn’t match any account. Sign up for an account.

You can login using any email, username or mobile phone number associated with your account. Make sure that it is typed correctly.

vai id uplod korte bolce ki korbo