আপনার ফেসবুকে অ্যাকাউন্টে জমা হওয়া সকল ফটো ট্যাগ রিমুভ করুন ঝামেলাহীনভাবে সহজেই এবং কম সময়ে! [ভিডিও টিউটোরিয়ালসহ]

ফেসবুক ফটো ট্যাগ রিমুভ বিষয়ক বাংলা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি আমি ব্লগার মারুফ। ফেসবুক ট্যাগ কতটা বিরক্তিকর সাথে কতটা ক্ষতিকর সে সম্পর্কে সকলের ধারনা পানির মতো পরিষ্কার। ফেসবুক ফটো ট্যাগের যে ব্যবহার সে ব্যবহার আমরা আর করিনা। আজাইরা, হুদাই কোন ফটোতে ট্যাগ করে এখন একে অপরে। আর অতিরিক্ত ফটো ট্যাগের কারণে যখন আমরা ফটো ভেরিফিকেশনের মতো বিরাট ঝামেলায় পড়ি ঠিক তখনই তা হারে হারে উপলব্ধি করতে পারি। যাই হোক, সোজা কথায় আগেই জেনে রাখুন, ফেসবুকে অযথা ফটো ট্যাগগুলোই আপনার আইডি নস্ট হওয়ার প্রধান কারণ হয়ে দাড়াতে পারে। তাই একটু সজাগ হোক। ফেসবুকে যখন বন্ধু পাতিয়েছে তখন তো ট্যাগ থেকে বাঁচতে পারবেন না। তাই অযথা এবং বিরক্তিকর ট্যাগগুলো একসাথে সব রিমুভ করতে পারেন সহজেই। কারণ যখন আপনার আইডিতে অসংখ্য ফটো ট্যাগে ছড়াছড়ি হয়ে যাবে তখন এক এক করে সেগুলো রিভিউ এবং রিমুভ করতে গেলে অনেক সময়, শ্রমের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই ফেসবুকে জমা হওয়া ফটো ট্যাগগুলোও মার্ক অপশন ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ফটো ট্যাগগুলো রিমুভ করতে পারেন। আর সেজন্যই আজকের টিউটোরিয়াল। আর আপনার ভালোভাবে বুঝার জন্য রয়েছে ভিডিও টিউটোরিয়ালও। ফেসবুকে একাধিক ফটো ট্যাগ সহজেই রিমুভ করতে নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ

  • ফেসবুকে লগিন করে আপনার প্রোফাইলে যান।
  • Activity Log ক্লিক করুন।
  • Photos > Photos of You ক্লিক করুন।
  • এখন আপনাকে যেসব ফটোতে ট্যাগ করা হয়েছে সেগুলো দেখতে পারবেন এবং সেগুলোর প্রতিটার পাশে Mark করার অপশন পাবেন। যে ফটোগুলো থেকে Untag হতে চান সেগুলো Mark করুন এবং Report/Remove Tags বাটন ক্লিক করুন।
  • একটি পপ আপ আসবে। সেখানে I want the photo untagged এবং I want the photo untagged and taken down নামের দুটি অপশন পাবেন। প্রথম অপশনটায় ক্লিক করে Untag Photo বাটন ক্লিক করুন এতে সিলেক্ট করা ফটোগুলো থেকে আপনি ট্যাগ রিমুভ করতে পারবেন। আর দ্বিতীয় অপশনটা ক্লিক করে Untag Photo বাটন ক্লিক করে আপনি ফটো ট্যাগগুলো রিমুভের সাথে সাথে ফেসবুকের কাছে সেগুলোর নামে রিপোর্টও জানাতে পারবেন।
বিঃদ্রঃ টিউটোরিয়ালটি পিসি ইউজারদের জন্য। আশা করি কাজে লাগবে টিউটোরিয়ালটি। আর সাথে বুঝতে সমস্যা হলে আমার তৈরি ভিডিও টিউটোরিয়ালটি তো আছে। দেখুনঃ ফেসবুকের সকল ফটো ট্যাগ রিমুভ করার সহজ বাংলা ভিডিও টিউটোরিয়াল

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । কাজের জিনিস 😀

ধন্যবাদ ভাই

ধন্যবাদ

Level 0

photo verification এর যে কোন সমস্যাই আমাকে নক করতে পারেন- আমি যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করব – ০১৯৬৫৮০৫০৬৩