ফেসবুক ফটো ট্যাগ রিমুভ বিষয়ক বাংলা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি আমি ব্লগার মারুফ। ফেসবুক ট্যাগ কতটা বিরক্তিকর সাথে কতটা ক্ষতিকর সে সম্পর্কে সকলের ধারনা পানির মতো পরিষ্কার। ফেসবুক ফটো ট্যাগের যে ব্যবহার সে ব্যবহার আমরা আর করিনা। আজাইরা, হুদাই কোন ফটোতে ট্যাগ করে এখন একে অপরে। আর অতিরিক্ত ফটো ট্যাগের কারণে যখন আমরা ফটো ভেরিফিকেশনের মতো বিরাট ঝামেলায় পড়ি ঠিক তখনই তা হারে হারে উপলব্ধি করতে পারি। যাই হোক, সোজা কথায় আগেই জেনে রাখুন, ফেসবুকে অযথা ফটো ট্যাগগুলোই আপনার আইডি নস্ট হওয়ার প্রধান কারণ হয়ে দাড়াতে পারে। তাই একটু সজাগ হোক। ফেসবুকে যখন বন্ধু পাতিয়েছে তখন তো ট্যাগ থেকে বাঁচতে পারবেন না। তাই অযথা এবং বিরক্তিকর ট্যাগগুলো একসাথে সব রিমুভ করতে পারেন সহজেই। কারণ যখন আপনার আইডিতে অসংখ্য ফটো ট্যাগে ছড়াছড়ি হয়ে যাবে তখন এক এক করে সেগুলো রিভিউ এবং রিমুভ করতে গেলে অনেক সময়, শ্রমের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই ফেসবুকে জমা হওয়া ফটো ট্যাগগুলোও মার্ক অপশন ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ফটো ট্যাগগুলো রিমুভ করতে পারেন। আর সেজন্যই আজকের টিউটোরিয়াল। আর আপনার ভালোভাবে বুঝার জন্য রয়েছে ভিডিও টিউটোরিয়ালও। ফেসবুকে একাধিক ফটো ট্যাগ সহজেই রিমুভ করতে নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ধন্যবাদ । কাজের জিনিস 😀