নিয়ে নিন ফেসবুকে অটো ফলোয়ারের এক্সক্লুসিভ বাংলা ভিডিও টিউটোরিয়াল ২০১৫। সাথে ফেসবুক অটো লাইকের টিউটোরিয়ালও তো আছেই!

হ্যালো, আবারো ফিরে এলাম আপনাদের মাঝে। পূর্বের একটি টিউটোরিয়ালের জের ধরে নিয়ে এলাম ফেসবুক অটো ফলোয়ার নিয়ে আমার ভিডিও টিউটোরিয়াল। কিছুদিন আগে ফেসবুক অটোলাইক এর একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম এবং সাথে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। জানিনা কতটুকু শেখাতে পেরেছি আর কতটুকুইবা সার্থক। তবে পূর্বের টিউটোরিয়াল তৈরির সময় কথা দিয়েছিলাম ফেসবুক অটো লাইক ছাড়াও ফেসবুক অটো কমেন্ট, অটো ফলোয়ার ইত্যাদি বিষয়গুলো নিয়েও টিউটোরিয়াল শেয়ার করবো। আর সে কারণেই বিশেষ করে অনেকেই জানতে চেয়েছিলেন যে কবে পরের টিউটোরিয়ালটি আসবে। অবশেষে এসেই গেলো। আজকের ভিডিও টিউটোরিয়াল ফেসবুক অটো ফলোয়ার নিয়ে। সেলিব্রেটি হওয়ার আশায় অনেকে ফেসবুকে লাইক, ফলোয়ার কুড়ায় বেড়ান। আর ফেসবুক অটো লাইক, ফলোয়ার নেয়া আইডির জন্য ঝুঁকির হলেও সেসব ফেসবুক পাগল ভাইদের জন্যই আমার এই টিউটোরিয়ালগুলো।

ফেসবুক অটো ফলোয়ার নেয়ার পদ্ধতিটিও অটো লাইকের মতোই অনেকটা মিল রয়েছে। তাই অবশ্যই আপনাকে আমার ফেসবুক অটো লাইকের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি এক নজরে আগে দেখে নিতে হবে। কেননা এই টিউটোরিয়ালে পূর্বের বিষয়গুলো দ্রুত এড়িয়ে যাওয়া হয়েছে। তাই এড়িয়ে যাওয়া বিষয়গুলোর বিস্তারিত আলোচনা পেতে অবশ্যই পূর্বের টিউটোরিয়ালটি মিস করলে চলবেনা। আজকের ফেসবুক অটো ফলোয়ার ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি অবশ্যই সহজেই আনলিমিটেড ফেসবুক ফলোয়ার নিতে পারবেন (পনের মিনিট পর পর ৩৫+ ফলোয়ার)।  চলুন তাহলে দেখে নিন ভিডিও টিউটোরিয়ালটি আর শিখুন কিভাবে ফেসবুক অটো ফলোয়ার পেতে হয় একদম ফ্রিতে সহজেই! ইউটিউবে সাবস্ক্রাইব এবং একটি মতামত জানাতে কার্পণ্য বোধ করবেন না। ধন্যবাদ

আমাকে পেতে পারেনঃ ফেসবুক | টুইটার |বাংলা ব্লগ | গুগল প্লাস | ইউটিউব

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Vai apni nijei to eta use koren na, karon ete id te spam hoy, tahole knw ei sob bishoye tune kore manusher id nosto koren?

    @নীল: ভাই, ভিডিওতে যে এই সতর্কবাণীটি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি শুধু কি সেটিই শুনেন নি? আমি অটো লাইকের টিউটোরিয়াল তৈরির আগে এর ক্ষতিকারক দিক নিয়েই আলদা টিউন করেছি। সেটিও কি আপনার নজরে আসেনি? আমি যে এই ব্যাপারে সতর্ক করেও যদি কারো নেয়ার ইচ্ছা থাকে এই টিউটোরিয়াল তো শুধু তারই জন্য। সিগারেটের গাঁয়ে তো ঠিকই লেখা থাকে ধূমপান সাস্থের জন্য ক্ষতিকর। তাহলে সেটা পড়েও কেন মানুষ সিগারেট খায়? কারণ সেটা অবগত কিন্তু তা সত্তেও সেই ক্ষতিকারক জিনিসটি খুবই দরকার তাঁর। এর আগের অটো লাইকের টিউটোরিয়ালে কয়বার সেই সতর্কবাণী দিয়েছি সেটা গনে দয়া করে জানাবেন। লিংকঃ https://www.youtube.com/watch?v=E5RK6AHCtVI আর আমার এই টিউনটিও নজরে আনবেন। লিংকঃ https://www.techtunes.io/facebook/tune-id/294900

Level New

Thanks vai video ta dekhi nai, tai bujhte parini.

মারুফ ভাই এই টিউনের আগে আপনার সতর্ক করার টিউনের লিংক দেয়া উচিৎ ছিল।

@নীল: ইটস ওকে ব্রাদার। আমি আগেই জানতাম আপনি ভিডিওটি দেখেন নি। তবে ভাই আমরা অনেক সময়ই না দেখে শুনে অন্যকে কিছু বলে বসি। যা আসলে ঠিক না। অনেক সময় ভুল বশত সেই কমেন্টের জন্য সে কষ্ট পায়।

@সোহানুর রহমান: লিংকটা দেওয়া হয়নি সেটা আমার ভুল। কিন্তু যারা ভিডিওটি দেখবেন তাদেরকে আমি সতর্কবানীটি জানিয়ে দেওয়া কিংবা বুঝিয়ে দেওয়ার কোন কমতি আমি করিনি।

যাদের ইচ্ছা বাঁশ খাওয়ার তারা খাবে ।। জোর করে তো কাউকে বলা হচ্ছে না এটা নেওয়ার জন্য।
মানুষের সব কিছু জানার দরকার ।। সেটা খারাপ হোক আর ভালো হোক। কারন সব কিছু থেকে কিছু না কিছু শেখার আছে।
কি বলেন ? @মারুফ ভাই।

    @মোঃ আলমগীর হোসেন: ঠিক বলেছেন ভাই, আর ঠিক জানানোর জন্যই শেখাই। মানুষকে নিতে বলি নাই শিখতে বলেছি। আর তাঁরা যদি নেয় সেটা তাদের একান্ত নিজের ব্যাপার।

Level New

Ji vai Thik! Again sorry! Apnar tune gulor tulona hoy na.

ধন্যবাদ! আশা করি আগামী তে পেইজের অটো লাইক সম্পর্কে টিউন করবেন!

    @Saidur Rahman: কথা দিয়েছি যেহেতু সব গুলোই টিউন করব। যে সাইট থেকে লাইক নেওয়ার টিউটোরিয়াল দিয়েছি সেখানে পেজ লাইকের অপশনটা সাময়িকভাবে বন্ধ আছে। তাই টিউন করতে পারছিনা। খুলে দিলেই টিউন করব! সাথে থাকুন।

ফলোয়ার নিলেই কি নিজে ও তো অন্যকে ফলো করতে হয়।

@Hanif Ahmed: obviously