হ্যালো, আবারো ফিরে এলাম আপনাদের মাঝে। পূর্বের একটি টিউটোরিয়ালের জের ধরে নিয়ে এলাম ফেসবুক অটো ফলোয়ার নিয়ে আমার ভিডিও টিউটোরিয়াল। কিছুদিন আগে ফেসবুক অটোলাইক এর একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম এবং সাথে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। জানিনা কতটুকু শেখাতে পেরেছি আর কতটুকুইবা সার্থক। তবে পূর্বের টিউটোরিয়াল তৈরির সময় কথা দিয়েছিলাম ফেসবুক অটো লাইক ছাড়াও ফেসবুক অটো কমেন্ট, অটো ফলোয়ার ইত্যাদি বিষয়গুলো নিয়েও টিউটোরিয়াল শেয়ার করবো। আর সে কারণেই বিশেষ করে অনেকেই জানতে চেয়েছিলেন যে কবে পরের টিউটোরিয়ালটি আসবে। অবশেষে এসেই গেলো। আজকের ভিডিও টিউটোরিয়াল ফেসবুক অটো ফলোয়ার নিয়ে। সেলিব্রেটি হওয়ার আশায় অনেকে ফেসবুকে লাইক, ফলোয়ার কুড়ায় বেড়ান। আর ফেসবুক অটো লাইক, ফলোয়ার নেয়া আইডির জন্য ঝুঁকির হলেও সেসব ফেসবুক পাগল ভাইদের জন্যই আমার এই টিউটোরিয়ালগুলো।
ফেসবুক অটো ফলোয়ার নেয়ার পদ্ধতিটিও অটো লাইকের মতোই অনেকটা মিল রয়েছে। তাই অবশ্যই আপনাকে আমার ফেসবুক অটো লাইকের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি এক নজরে আগে দেখে নিতে হবে। কেননা এই টিউটোরিয়ালে পূর্বের বিষয়গুলো দ্রুত এড়িয়ে যাওয়া হয়েছে। তাই এড়িয়ে যাওয়া বিষয়গুলোর বিস্তারিত আলোচনা পেতে অবশ্যই পূর্বের টিউটোরিয়ালটি মিস করলে চলবেনা। আজকের ফেসবুক অটো ফলোয়ার ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি অবশ্যই সহজেই আনলিমিটেড ফেসবুক ফলোয়ার নিতে পারবেন (পনের মিনিট পর পর ৩৫+ ফলোয়ার)। চলুন তাহলে দেখে নিন ভিডিও টিউটোরিয়ালটি আর শিখুন কিভাবে ফেসবুক অটো ফলোয়ার পেতে হয় একদম ফ্রিতে সহজেই! ইউটিউবে সাবস্ক্রাইব এবং একটি মতামত জানাতে কার্পণ্য বোধ করবেন না। ধন্যবাদ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
Vai apni nijei to eta use koren na, karon ete id te spam hoy, tahole knw ei sob bishoye tune kore manusher id nosto koren?