আপনার ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করুন।(যারা জানে না শুধু তাদের জন্য)

আসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন । অনেক দিন টেকটিউনে টিউন করা হয় না। আজ আপনাদের কাছে শেয়ার কিভাবে ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করবেন । আমাদের অনেক সময় প্রয়োজন হয় ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করার। কিন্তু পারি না। আমি আগেই বলে রাখছি এটা যারা জানে না শুধু তাদের জন্য আমার এই পোষ্ট। আমরা যারা ফেসবুক একাউন্টকে ডিলিট করতে চাই সবাই নিম্ন ছবির মত করি। কিন্তু এভাবে কি একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করা যায়....

বলে রাখি ফেসবুক একাউন্ট ডিলিট করা আর ডিএক্টিভ করা দুটি আলাদা বিষয়। আপনি যদি ডিএক্টিভ করে রাখেন সেটি আবার এক্টিভ করে নিতে পারবেন যে কোন সময়ে। কখনও মনের ভুলে লগ ইন করলেই ফেসবুক একাউন্ট টি আবার একটিভ হয়ে যাবে।

আপনার ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করতে হলে এখানে ক্লিক করুন

নির্দেশনা ফলো করুন। নতুন উইন্ডো তে আপনার পাসওয়ার্ড দিন। নিচের অংশে কেপচা ওয়ার্ড পুরন করে Okay ক্লিক করুন। এরপর যেই পেজ আসবে এখানে লেখা আছে তা ভালো করে লক্ষ্য করুন। আপনাকে আবারও সতর্ক করা হবে,আগামী ১৪ দিনের মধ্যে যদি লগ ইন করেন তবে আপনি এই ডিলিট cancel করতে পারবেন। এছাড়া ১৪ দিন পরেই আপনার ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। যা আর কখনও ফেরত পাবেন না।

এই পোষ্টটি প্রথম প্রকাশ হয়      এখানে

মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এছাড়া আমার সাথে যোগাযোগ করুন ফ্রেসবুকে আমি

আজকে মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ধন্যবাদ…… টিউন ভাল লাগলো

হুম,,,এতগুলি ধইন্যা পাতা 🙂

Level 0

আমি আমার facebook এর email remove করে দিয়েছি।।।তার পর থেকে আমি আর কিছুতেই সেই id লগিন করতে পারছিনা।আমার user name ও মোবাইল নাম্বার দিয়েও login করা যাচ্ছে না।so plz ভাই অনুগ্রহ করে আমাকে help করুন।

    @r_superboy: আপনি user name এর জাগায় facebook URL দিন । এবং পাসওয়াড দিন login করা করা যাবে । না পারলে আমার সাথে facebook যোগাযোগ করুন ঠিক করে দিব।

কি দরকার আছে আই ডি ডিলিট করার?