ফটো ভেরিফিকেশন এর ঝামেলা থেকে উদ্ধার পাওয়ার shortcut পদ্ধতি-100% Guarantee

ফেসবুক ফটোভেরিফিকেশন খুবই বাজে প্রকৃতির ব্লক  কৌশল জানা- না থাকলে -বেশী ভাগ সময় ই ফটোভেরিফিকেশন- হওয়া আইডি রিকোভার করা
সম্ভব হয় না। এর আগে কয়েক্টি টিউন হয়েছে এই নিয়ে কিন্তু আমি পদ্ধতি টা দেখাব সেটা দিয়ে অপেক্ষাকৃত কম সময়ে আইডি উদ্ধার করা সম্ভব হবে ইনশা আল্লাহ।

পদ্ধতি ১ ঃ  আমি যে পদ্ধতি টা দেখাব সেটা computer দিয়ে করতে হবে- এই পদ্ধতিতে ৩ টা ছবি আসবে আর ৬ টা নাম থাকবে নিচে-----

প্রথমে লগিন করে স্ক্রিন সুটার দিয়ে যে ছবি গুলো আসবে সেগুলো একেরপর এক সেভ করবেন- চিন্তার কোন কারন নাই- আপনি ভুল নাম গুলো ক্লিক করে জাবেন আর সেভ করতে থাকবেন-----

এভাবে সেভ প্রথম বার সেভ করা হয়ে গেলে সেই সাত টা ছবি পেলেন সেগুলো একটা ফোল্ডার এ রাখেন...... তারপর ২ ঘণ্টা পর আবার ঢুকে এক ই কাজ করবেন...সেই ছবি গুলো আর এক ফোল্ডার ে রাখবেন । এভাবে দিন ে চার বার ঢুকে চার টা ফোল্ডার এ ছবি গুলো রেখে, তারপর ছবিগুলো ভালোভাবে দেখে নিবেন যাতে পরদিন যখন ঢুকবেন তখন যেন খেয়াল করতে পারেন যে কোন ফোল্ডার এ অই ছবি টা আছে --- কারন পরদিন আবার এই ছবিগুলো ই ফেসবুক আপনাকে দেখাবে... এখন আপনার কাজ হবে নাম টা মিলান- কারন ছবি মিলবে কিন্তু নাম ত ১২ টা, , ......>>>> আপনি এই ১২ টা নাম এর মাঝে দেখবেন যে একটা নাম কমন আছে- ঠিক যে নাম টা কমন পাবেন সেটাই অই ছবি টার নাম , ।

পদ্ধতি ২ ঃ এ ক্ষেত্রে ফটো ভেরিফিকেশন এর সময় আপনাকে ছবি দেখাবে কিন্তু নাম দিবেনা তখন---- যদি ছবি দেয়া থাকে কিন্তু কোন নাম না দেয়া থাকে সেক্ষেত্রে আপনাকে মোবাইল থেকে বা ফায়ারফক্স থেকে m.facebook.com এ লগইন করতে হবে. এখানে প্রিতিটি প্রশ্নের সাথে তিনটা ছবি দেয়া থাকবে। See another Photo বাটনে ক্লিক করে তিনটা ছবিরই স্ক্রিনশট নিবেন, এবং সেগুলো যথাক্রমে 1.1, 1.2 ও 1.3 নামে সেভ করবেন। তারপর যে কোন একটি নামে ক্লিক করে সাবমিট দিবেন এবং পুনরান ঐ ভাবে আবার তিনটা ছবির স্ক্রিনশট নিবেন ও 2.1/2.1/2.3 নামে সেভ করবেন। এভাবে সবগুলো প্রশ্নের ছবি গুলো তিনটা তিনটা করে সেভ করবেন। ২টি প্রশ্ন স্কিপ করে টোটাল ২১ টা ছবি হবে। এই পদ্ধতি তে প্রতি প্রশ্নের তিনটা ছবিকে ১ ছবি ধরে নিতে হবে।

পদ্ধতি ৩ ঃ এ ক্ষেত্রে আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে- এয় যাবত আমারা ৫২ টা আইডি ঠিক করে দিয়েছি – বিনিময়ে শুধু আপনার আইডি টা দিয়ে আমাদের কিছু পেজ এ লাইক দিয়ে নিব আর আপনার ফ্রেন্ড গুলো কে আমাদের গ্রুপ এ জইন করে নিব । শর্তে রাজি থাকলে আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন - ফেচবুক এ আমি  আর ০১৯৬৫৮০৫০৬৩

Level 0

আমি tutulkhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

WC

আমি ৩ নম্বরটায় রাজি আছি।

No need ..thx

jodi kokhono lage tahole use korbo

Level 2

কি বলে যে tutulkhan ভাই কে ধন্যবাদ দিবো, তার ভাষা আমার জানা নেই।
তাও বলছি ধন্যবাদ tutulkhan ভাই,
ভাই আমার ID টা সামান্য কিছু সময়ের মধ্যে ঠিক করে দিয়েছে।
যদি কেউ এমন photo verification এর সম্মুখীন হোন, নিঃসন্দেহে tutulkhan ভাই এর হেল্প নিতে পারেন।
আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, কাজ হবেই।

vi amk aktu help koran , aponar number to off

ভাই , , আমার এই ১০ টা আই ডি টিক করে দেবার জন্য , অনেক অনেক ধন্যবাদ