ফেসবুক অটো লাইক ২০১৫ এক্সক্লুসিভ বাংলা ভিডিও টিউটোরিয়াল। শিখে নিন, সাথে সামান্য কিছু আয়ের পথও করে নিন।

ফেসবুক অটো লাইক শিখতে চান? চান তো অবশ্যইই! কিন্তু এর আগে আমার অটো লাইক বিষয়ক পোস্টে আপনাদের যেভাবে হতাশ করেছি! হ্যা, ভাই অটো লাইক নেয়ার দরকার টা কি? দরকার কাছে কিছু ক্ষেত্রে। আর এজন্য সবশেষে আপনাদের জন্য ফেসবুক অটো লাইকের লেটেস্ট টিউটোরিয়াল নিয়ে আসলাম। তাঁর আগে ফেসবুক অটো লাইক বিষয়ক আমার পূর্বের লেখা "আপনি কি ফেসবুকে অটো লাইক পেতে চান?" দেখবেন অবশ্যই। আবারো বলছি ফেসবুক অটো লাইক নিজের জন্য নিবেন না। অটো লাইকের কারনে আপনার আইডি থেকে অজান্তেই স্প্যামিং হয়। তবে শিখলে তো ক্ষতি নেই। আমরা সবজান্তা হবো এটাই হলো আজকের মূল উদ্দেশ্য। আজকের ফেসবুক অটো লাইক শেখার টিউটোরিয়ালটির শেয়ার করার পিছনে আরেকটি কারণ হলো যে, অটো লাইক শিখে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্ষেত্রে কিছু আয়ের অন্তত পথ পাবেন। আর এতে যদি আপনার দু'টাকাও আয় হয়, আমার তাতে মন্দ লাগবেনা। তবে আজকের ফেসবুক অটো লাইক ২০১৫ টিউটোরিয়াল লেখার মধ্যে নয়। তুলে ধরলাম আমার তৈরি ভিডিও টিউটোরিয়ালে। এতে করে আপনারা আরও সহজেই ফেসবুক অটো লাইক শিখতে পারবেন। ইউটিউবে সরাসরিও দেখতে পারেন ভিডিও টিউটোরিয়ালটি অথবা ফেসবুক থেকে ডাউনলোড করেও নিয়ে দেখতে পারবেন। আর মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।

ফেসবুক অটো লাইক ভিডিও টিউটোরিয়াল ইউটিউব লিংক

আমাকে পেতে পারেনঃ বাংলা ব্লগ | ফেসবুক | টুইটার | গুগল প্লাস | ইউটিউব

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro. thanks a lot…কাজ হয়েছে, তবে ফেক আইডি খুলে টেস্ট করলাম। Successful!

আমাকে টিউনার করার অনুরোধ রইল

সুন্দর টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ। আর তোমার স্ক্রিন রেকর্ডার এর ডাউনলোড লিংকটা লাগবে।

কাজ করেছে , তবে এই সাইটি বাদে আর ভাল কোন সাইট নেই ??

অনেক পুরানো পোষ্ট।।আমি নিজেও করেছিলাম।।

    @সাগর আহমেদ: হুম, দেখেশুনে কথা বললে খুশি হবো। শিরোনাম দেখে কমেন্ট না করাই উত্তম।
    > আমি hublaa liker সাইটের টিউটোরিয়াল দিয়েছি।
    > আপনি 24 November, 2014 on 6:26 pm -এ যে টিউন করেছেন সেটাতে http://fb-autolikers.com/othertools সাইট ইউজ করেছেন এবং সেটা ছিল ফেসবুক পেজ লাইকের। কিন্তু আমার টা ফেসবুক স্ট্যাটাস বা ফটো লাইকের টিউটোরিয়াল।
    > আপনারটা ছিল টেক্সট টিউন এন্ড আমারটা ভিডিও টিউন।
    > এর আগে অনেকেই hublaa liker নিয়ে টিউন করেছে। আমিও করেছি। সমস্যা কোথায়? তাও আবার ভিডিও টিউটোরিয়াল বানায় দিছি।

    আমি জানি ভিডিও প্লে না করেই কমেন্ট করেছেন আর তাই না দেখেই বলেছেন আমার টিউন আপনিও করেছিলেন! বাহ! কমেন্টের জন্য ধন্যবাদ 😛 আপনি এবার কমেন্ট করবেন, আমার ভাব বেশী। হুম, তাঁর জন্যও অগ্রীম ধন্যবাদ।

ভাই এটা কোন সাইটের লিংক? প্লিজ যারা দেখেছেন একটু বলুন

vai ami jodi auto like korar pore ….amar fb er password change kore dai tahole ki tara amar account chalate parbe ?????

    @মাসুদ রানা: না ভাই আপনি একটু ভুল বুঝতিছেন। ওরা তো সেভাবে কন্ট্রোল করে না। যদি আপনি আমার টিউটোরিয়াল দেখে থাকেন তবে হয়ত একটু বুঝবেন যে, আপনি একটি অ্যাপসকে অনুমোদন দিয়েছেন। আর ঐ অ্যাপসটা থেকেই আপনার আইডী কন্ট্রোল হবে। অতএব পাসওয়ার্ডের চেঞ্জ করে লাভ নেই। ঐ অ্যাপস রিমুভ করে দিলেই আপনার অটো লাইকও বন্ধ সাথে ওদের কন্ট্রোলিংও বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে সেটিংস থেকে ঐ অ্যাপস রিমুভ করতে পারবেন।

মোবাইল থেকে অপেরামিনি দিয়ে চালাচ্ছি।।
তাই যদি ভিডিও লিংক টা টিউমেন্ট করে দেন
ভালো হতো।।।

ধন্যবাদ ভাই টিউন টা খুব ভাল লাগল.

ধন্যবাদ মারুফ ভাই টিউতরিয়ালটি সুন্দর হয়েছে। এই হাবলা দিয়ে আমি ৩০ ডলার এর মত আয় করেছি তবে সেটা fanpage.hublaa.me দিয়ে কিন্তু সেটা বর্তমানে বন্ধ আছে আরও কয়েকটা অটো লাইকার সাইট আছে যার মাধ্যমে প্রতী ১৫ মিনিটে ১০-১০০ লাইক নেয়া যায়। কিন্তু হাবলা আগে প্রতী মিনিটে ১০০ লাইক দিলেও এখন তা ৩০ এর উপর দেয় না ফ্যান পেজ এ। বলে রাখা ভাল আমার ৪ টা ফেক আই ডীর মধ্যে সবই এখন ফেসবুক সব বন্ধ করে দিয়েছে। পোস্ট লাইক অনেক দেয় তা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে blackhatworld ফোরাম এ একদিন একটা পোস্ট দেখেছিলাম আমার আসলে মনে নেই কোন ক্যাটাগরি তে দেখেছিলাম তাই লিঙ্ক দিতে পারছি না। ফেসবুক secqurity center এর চোখে ফেক লাইক তৈরি করা দেশের মধ্যে বাংলাদেশ ১ নম্বর এ আছে। সেদিন থেকে ফেক লাইক থেকে বেরিয়ে আসি। আপনি বাংলায় ফেক লাইক লিখে সার্চ দিলে কিছু রেজাল্ট পাবেন।এটা ব্যবহার করা থেকে না করা অনেক ভাল।

    @মোসারফ হোসেন: জি ভাই। এজন্যও ফ্যান পেজ লাইকের টিউটোরিয়াল দিতে পারিনি। খুলে দিলেই করব। সামান্য কিছু আয় সম্ভব অটো লাইক দিয়ে। এজন্য আমি হাজারবার সতর্কবানী দিয়েই টিউটোরিয়াল করেছি। ধন্যবাদ ভাই কমেন্টের জন্য।

Level 0

কারও যদি আই ডি নস্ট হয়, যেমন ধরুন photo verification, government ID verification etc চায় তবে আমি ঠিক করে দিব……
০১৯২৮৬৬৪০০৮

nice post……………

সিগারেট এর প্যাকেটেও লিখা থাকে ধুমপান স্বস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আপনাকে আর কিছু কইলাম না। আবাল পোলাপানের মাথা নষ্ট করা টিউন করার জন্য আপনাকে তাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ 😛