আমরা সবাই জানি যে ফেসবুকে প্রাইভেসি দেওয়া প্রোফাইল পিকচার গুলো তে ক্লিক করা যায়না অ্যান্ড সেগুলো ডাউনলোড করা যায় না । কিন্তু কখনও কখনও আমাদের প্রয়োজন হয় ছবিটা একটু বড় করে দেখার জন্য ।
তো একটু নড়েচড়ে বসুন , আর দেখুন খেল ।
প্রথমেই যার ছবি ডাউনলোড করতে চাচ্ছেন তার ফেসবুক প্রোফাইল এ যান । এরপর তার ইউসার নেম বা ফেসবুক প্রোফাইল আইডি কোড টা কালেক্ট করুন
এরপর নিচের লিংক টা দেখুন
https://graph.facebook.com/এখানে/picture?width=999
লিংক টা কপি করে ব্রাউসার এর এড্রেস বার এ গিয়ে এখানে এর বদলে যার ছবি ডাউনলোড করতে চাচ্ছেন তার ইউসার নেম টা বসিয়ে দিয়ে এনটার চাপুন আর যাদু দেখুন ।
ব্যাস আপনার কাজ শেষ । এবার তো ছবিটা টার অরিজিনাল সাইজ এ এসে গেল । এবার রাইট ক্লিক করে সেভ করে ফেলুন ।
তবে যদি ইউসার নেম দিয়ে কাজ না হয় তবে প্রোফাইল এর আইডি কোডটা বসিয়ে দিলেই হবে
আর কোনও সমসসা হলে এখানে প্রশ্ন করতে পারেন অথবা ফেসবুকেও জিগ্যেস করতে পারেন
লেখাটি এর আগে প্রজুক্তি ডট কমে প্রকাশিত হয়েছে ।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে 😀
আমি labib2021। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
If you don't know me....pls ..... Don't try to judge me.....
এটা দিয়ে তো শুধু প্রোফাইল পিকচারটাই দেখা যায়? ধেত ফালতু টিউন