আমাদের অংশ হয়ে বিশ্বের সাথে সংযোগ স্থাপনের জন্য ধন্যবাদঃ মার্ক জাকারবার্গ

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুককে কেন্দ্র করে বিশ্বের কোটি কোটি মানুষের নেটওয়ার্ক গড়ে উঠেছে । প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি তাঁর ফেসবুক পেজে ফেসবুক কমিউনিটি বিষয়ক তথ্য উপস্থাপন করেছেন যাতে দেখা যাচ্ছে প্রতি মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটিতে পৌঁছেছে। জাকারবার্গের শেয়ার করা গ্রাফিকসটিতে প্রতিদিন ফেসবুক কমিউনিটিতে যে কার্যক্রম হয় তার তথ্যও রয়েছে।

ফেসবুক কমিউনিটির অংশ হিসেবে প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী পৌঁছেছে ৭০ কোটিতে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ব্যবহারকারী ৫০ কোটিতে এবং প্রতি মাসে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন ৩০ কোটি ব্যবহারকারী। আর বর্তমানে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানা ফেসবুকের।

তথ্যচিত্রে আরও দেখা যায়, ফেসবুকে প্রতিদিন ৮৯ কোটি ছবি আপলোড হয় এবং প্রতিদিন সার্চ বা অনুসন্ধান হয় ১০০ কোটি বার। ফেসবুক কমিউনিটির অ্যাপে প্রতিদিন ২০০ কোটি ছবি বিনিময় করা হয় এবং প্রতিদিন ৩০০ কোটিবার ভিডিও দেখা হচ্ছে এখন। ফেসবুকে দৈনিক ৭০০ কোটি লাইক পড়ছে আর বার্তা বা মেসেজের হিসাবে দেখা গেছে ফেসবুকে দৈনিক ৩০ হাজার কোটি বার্তা আদান-প্রদান করা হচ্ছে।

প্রতিবেদনটি প্রিয় ডট কম থেকে সংগৃহীত।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কপি পেস্ট ফ্রম pch—-.bd

ভাইয়্য নিজেরে নিয়ে কম অহংকার কইরেন।।ফেইসবুকে রিকু পাঠাইলে এক্সেপ্টঈ করেন না।আবার বলেন অপরিচিত কাউরে এড করেন না।।কেন??

এদের পার ডে বান্ডউইদ কত ???