আসসালামু আলাইকুম । টেকটিউন্স এর সবাই জানাই আমার আন্তরিক অভিনন্দন । আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । ফেসবুক বর্তমান যুগের অন্যতম একটি পপুলার সোশ্যাল সাইট । নেট এ প্রতিনিয়ত কাজ করেন কিন্তু ফেসবুক চালান না এমন লোক আসলে খুজে পাওয়া কঠিন । অনেকে আবার একটির বেশি ফেসবুক প্রোফাইল ও চালিয়ে থাকেন । যাই হোক ধরুন আপনার দুই টা ফেসবুক প্রোফাইল আছে । একটি তে আপনি আপনার পরিচিত দের সাথে কানেক্ট এবং অপরটিতে আপনি বিভিন্ন রকম মানুষের সাথে এড আছেন । আপনি যে দুটো প্রোফাইল চালান তার মধ্যে ধরা যাক একটি তে ৩০০-৬০০ ফ্রেন্ড এবং পরের টি তে ৩০০০-৪০০০ মত ফ্রেন্ আছে । এখন আপনি চিন্তা করলেন যে আপনি আপনার নিজের নামে একটি পেজ খুলবেন ফেসবুকে কিন্তু সমস্যা হল শুধু পেজ ওপেন করলেই তো হবে না !!! পেজ টিকে সবার সাথে শেয়ার করা , ফ্রেন্ড দের ইনভাইট করা , পেজ এর লিঙ্ক ঠিক করা আরও অনেক ঝামেলা ।
এই ঝামেলার কথা মাথায় রেখেই ফেসবুক তাদের ইউজার দের জন্য একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে আর তা হল আপনার যে কোন একটিভ প্রোফাইল কে আপনি সরাসরি পেজ এ কনভার্ট করতে পারবেন !!! হম কথা সত্যি । এতে লাভ হল আপনার কোন প্রোফাইল এ যত জন ফ্রেন্ড থাকবে তারা সবাই পেজ এর লাইক এ কনভার্ট হয়ে যাবে । বিষয় তা আসলেই দারুন ।
ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করার নিয়ম
প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে লগিন করে নীচের লিঙ্ক এ যান https://www.facebook.com/pages/create.php?migrate
এর পরে নীচের মত একটি ছবি আসবে
এর পরে আপনার পছন্দ মত একটি ক্যাটাগরি সিলেক্ট করুন ।
সকল প্রয়োজনীয় ইনফর্মেশন ফীলআপ করে create এ ক্লিক করলেই আপনার প্রোফাইল পেজ এ কনভার্ট হয়ে যাবে
এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে প্রোফাইল টিকে পেজ এ মাইগ্রেট করবেন সেটি আর কখনই পুনরায় প্রোফাইল এ ফিরিয়ে আনতে পারবেন না । পেজ এ কনভার্ট হওয়ার সাথে সাথেই আপনার যাবতীয় ছবি , স্ট্যাটাস সব চলে যাবে তাই পারলে সেগুলো ব্যাকআপ রেখে দিন । মুলত এই টিপস টি তাদের জন্য কার্যকর বেশি যারা মুলত দুই টি ফেসবুক প্রোফাইল চালান । আপনি যদি সিঙ্গেল প্রোফাইল এর মালিক হন তাহলে এই কাজ না করাটাই ভালো হবে কারন এই পদ্ধতিতে আপনি একটি সম্পূর্ণ নতুন পেজ তৈরি হবে যাতে আপনার প্রোফাইল এর ফ্রেন্ডস রা ভিউইয়ার এ কনভার্ট হয়ে যাবে । প্রোফাইল এর content ডাউনলোড করে রাখার জন্য নীচের মত কাজ করুন
Click the gear icon on the top right and select “Account Settings.”
Then, go to the “General” tab in your settings and click on the “Download a Copy” of your Facebook data link at the bottom.
Click the “Start My Archive” button
এর পরেও যদি আমার টিউন টি বুঝতে কারো সমস্যা থাকে তাহলে নীচের ভিডিও টি দেখুন
https://www.youtube.com/watch?v=iJmXtyGQeJk
আজ এখানেই শেষ করছি ।
আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন চাইলে https://www.facebook.com/shameemeee
সবাই ভালো থাকবেন । বিদায়
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amr ekta id acee. oita diea a kaj korte hobe