ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

আজকে ছোট একটা টিপস শেয়ার করবো । বন্ধুদের লেখা কিংবা ছবির মাধ্যমে ধন্যবাদ জানানোর বিষয় তো পুরনো হয়ে গেল। এবার ধন্যবাদ জানানোর জন্য তাই প্রয়োজন নতুন কোনো বিষয়। আর এ ক্ষেত্রে ভিডিও ব্যবহারে আসতে পারে নতুনত্ব। ফেসবুকের টুলের সাহায্যেই এ ‘Say Thanks’ ভিডিও বানানো সম্ভব। এ জন্য ফেসবুকের থিম ও পুরনো পোস্ট ব্যবহার করা যাবে। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো পোস্ট ও ফটো কাজে লাগিয়ে এ পোস্ট করা সম্ভব।

যেভাবে বানাবেন :
১. ফেসবুকে লগইন করে লিখুন http://www.facebook.com/thanks
২. এরপর একজন বন্ধুর নামে ক্লিক করুন।
৩. থিম পছন্দ করুন। বন্ধু, পুরনো বন্ধু বা পরিবারের সদস্য।
৪. ভিডিওতে সংযোজনের জন্য আপনার টাইমলাইন থেকে ছবি ও পোস্ট পছন্দ করুন।
মনে রাখবেন আপনার ভিডিওর জন্য কমপক্ষে পাঁচটি ছবি বা পোস্ট সিলেক্ট করতে হবে। আপনার ভিডিও রেডি হয়ে গেলে তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন। আপনি ও আপনার বন্ধু উভয়ই এতে ট্যাগ করা থাকবেন। আপনার ফেসবুকের ওয়ালে যদি এটি শেয়ার করতে চান তাহলে ‘পোস্ট’-এ ক্লিক করুন।

সৌজন্যেঃ ডাউনলোড পোর্টাল

পূর্বে প্রকাশিতঃ ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস