ফেসবুকে নতুন ফিচারঃ এবার ফেসবুকে তৈরি করুন যতখুশি নিজের মতো ভিডিও, আর ধন্যবাদ জানান আপনার বন্ধুকে। যতখুশি ততবার।আরও পাচ্ছেন ইচ্ছামতো ফেসবুক টাইমলাইন কাস্টোমাইজ করার সুযোগ। এই টিউন মিস তো, সব মিস।

ফেসবুক দিচ্ছে নিত্য-নতুন সব দারুণ ফিচার। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ফেসবুকের অবস্থান এক নম্বরে পাকাপোক্ত সারা জীবন।

তাদের নিত্য-নতুন ফিচার গ্রাহককে দিচ্ছে নতুন নতুন মজা। ফেসবুক ভিডিও শেয়ারিং হিসাবে পরিচিত হয়েছে বেশ আগে।

এবার তাঁরা দিচ্ছে ভিডিও কাস্টোমাইজ করার দারুণ সেবা। যা ফেসবুক বিশ্বকে নিয়ে যাবে নতুন মাত্রায়।

এই ভিডিও মূলত আপনার বন্ধুর জন্য থ্যাংকস জানানোর একটা জটিল মাধ্যম। ফিচারটি যে খুব আলোড়ন তুলবে, তার ভবিষ্যৎ আগেই বোঝা যাচ্ছে।

কীভাবে কি করবেন-

  • প্রথমে আপনার ফেসবুকে লগ-ইন করুন।
  • তারপর facebook.com/thanks অথবা সরাসরি এই লিঙ্কে যান।
  • তারপর নিচের ছবির মতো পেজ আসবে-
  • সেখান থেকে আপনি আপনার যে বন্ধুকে থ্যাংকস জানাতে চান, সেই বন্ধুর নাম সিলেক্ট করুন।
  • নিচের ছবি দেখে করুন-

  • তারপর নিচের ছবির মতো অপশন থেকে- আপনি যে ছবি গুলা ভিডিওতে রাখতে চান, সেগুলো সিলেক্ট করে দিন। আপনি ইচ্ছা করলে নতুন কোন ছবিও অ্যাড করতে পারবেন।

  • তারপর দেখুন মজা, ফেসবুক নিজে থেকেই আপনার দুই বন্ধুর ছবি দিয়ে খুব সুন্দর একটি ভিডিও বানিয়ে দিবে।
  • তারপর শেয়ার করুন।

আমাকে নিয়ে  ভিডিও তৈরি করলে আমি রাগ করবো না!   🙄

এরকম আরও নিউজ জানুন ফেসবুক এই পেজে লাইক দিয়ে। (প্রতিদিন আপডেট খবর)

অনলাইনের এই জয় জয় কার দিনে ইনলাইনে এক্সপার্ট হবেন এটাই স্বাভাবিক।

তাহলে হয়ে যান অনলাইন মাস্টার এই সাইটে ভিজিট করে। গো-ব্লগিং!

-আইটি সরদার ডট কম  (http://itsardar.com)

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস তো ।

চরম জিনিস ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ

    @রাকিব হাসান: অনেক দিন পরে পাইলাম ভাই। ধন্যবাদ। 🙂

মজা পাইলাম। এমবি কম তাই। ট্রাই করতে পারলাম না্