আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের জন্য মজার একটি ট্রিক্স নিয়ে আসলাম। এটি দিয়ে আপনারা যেকোন নামে ফেইসবুক স্ট্যাটাস দিতে পারবেন। আরেকটু সহজ করে বলি। মনে করি আপনি একটা স্ট্যটাস দিবেন সেটা হবে via samsung s5 / via iOS / via windows phone ইত্যাদি। এভাবে দিতে গেলে আপনাকে হয়ত কোন ওয়েব সাইটে যেতে হবে অথাবা অন্য কিছু করতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের তৈরী যেকোন নামে স্ট্যাটাস দিবেন। যেমন via Korim phone / via Rahim OS / via mairala OS ইত্যাদি। 😀
তাহলে চলুন কাজ শুরু করা যাক। এই কাজ টি আমি কয়েকটি ধাপে শেয়ার করছি। সবগুলো ধাপ ভালো ভাবে লক্ষ করুন এবং কাজ করুন। আরেকটা কথা, এই পোষ্টটি একই সাথে পিসিহেল্পলাইন বিডিতে ও শেয়ার করা হয়েছে।।
ধাপ১ঃ Facebook Status via- এটার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ফেইসবুক এপ্স তৈরী করতে হবে। চিন্তার কোন কারণ নেই। এক্কেবারে সোজা। কোন কোডিং লাগবে না। আমি স্কীনশর্ট দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী কাজ করেন।
ধাপ২ঃ এখানে ক্লিক করে Facebook Developer পেইজে যান। তারপর "Add a New app" এ ক্লিক করুন।
ধাপ৩ঃ তারপর নতুন একটি লেয়ার ওপেন হবে। সেখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সেখান থেকে আপনি "Facebok Canvas" এ ক্লিক করুন।
ধাপ৪ঃ তারপর আপনি আরেকটা লেয়ার দেখতে পারবেন। সেখানে "Quick Start for Facebook Canvas" নামে একটি অপশন পাবেন। সেখানে আপনি আপনার নাম দিন। বলতে যে নামে ফেইসবুক স্ট্যাটাস হবে। তারপর "Create New Facebook App ID" তে ক্লিক করুন।
ধাপ৫ঃ "Create New Facebook App ID" তে ক্লিক করার পর আপনার এপ্স এর ক্যাটেগরি চাবে। সেখানে যেকোন একটি ক্যাটেগরি দিয়ে দিন। তারপর দেখবেন নতুন আরেকটি পেইজ আসবে। একদম নিচে যান। দেখবেন "Next" বাটন আছে।
যদি আপনার ওয়েব সাইট থাকে তাহলে লিংক দিয়ে Next দিন। আর যদি না থাকে থাহলে একদম উপরে দেখেন "Skip Quick Start" লিখা আছে, সেখানে ক্লিক করুন।
ধাপ৬ঃ তারপর এপ্স ড্যাসবোর্ড এ চলে যাবে। সেখানে আপনি আপনার তৈরী করা এপ্স এর আইডি দেখতে পারবেন। সেখান থেকে এই আইডি টি কপি করুন।
তারপর নিচের লিংক টি কপি করুন। আর লাল রঙ চিহ্নিত কোড টি কেটে আপনার এপ্স এর কোড বসান। আর কিছু কাটবেন না... 😛
এখন লিংক্টি আপনার ওয়েব ব্রাউজার এ পেষ্ট করে ইন্টার চাপুন। যদি আপনার আইডি লগ-ইন করা না থাকে তাহলে আগে লগ-ইন করুন।
সবকিছু ঠিক থাকলে নিচের মত আসবে...
এবার আপনার স্ট্যাটাস লিখে শেয়ার করুন। আমি "Only Me" দিয়ে শেয়ার করেছি। আপনি "Public" দিয়ে করবেন। নিচের স্কীনশর্টটি দেখুন...
ব্যাস... কাজ শ্যষ। এবার আপনার ইচ্ছা মত নাম দিয়ে এপ্স বানিয়ে স্ট্যাটাস শেয়ার করুন। তবে এমন কিছু করবেন না যাতে করে অন্যের কোন ক্ষতি হয়। আর কোন প্রকার ক্ষতির দায়-ভার অবশ্যই আমার না... 🙂
যদি কোন জায়গায় আটকে যান অথবা কোন সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন।।
অনেকে বলতেছেন যে কাজ হচ্ছে না। যাদের কাজ হচ্ছে না তাদের আরেকটি কাজ করতে হবে। প্রথমে আপনি ফেইসবুক এপ্স ড্যাসবোর্ডে যান। অথবা এখানে ক্লিক করেন। তারপর আপনার এপ্সটিতে ক্লিক করেন। তারপর সেটিং এ ক্লিক করেন। তারপর "Add Platform" ক্লিক করে "Website" বাটনে ক্লিক করুন।
তারপর "Site URL" এর ঘরে আপনার সাইটের লিংক দেন। যদি না থাকে তাহলে যেকোন একটি দিয়ে দিন। যেমনঃ https://www.techtunes.io/ অথবা http://file71.com/
তারপর "App Domains" এর ঘরেও সেইম লিংকটা বসান। তারপর "Save" বাটনে ক্লিক করেন। তারপর ট্রাই করে দেখেন। আশা করি কাজ হবে।
সৌজন্যেঃ File71.com | যেকোন Android Apps অথবা Android Games এর জন্য ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
আমারদের ফেইসবুক পেইজ
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
কাজ হয় না ভাই। আমি ওয়েবসাইটের জায়গাতে http://www.blogger-dihan.blogspot.com দিয়েছি। কাজ হয় নাই। সাহায্য করুন।