একটি ফেসবুক পেজ হতে পারে আপনার আয়ের প্রধান উৎস…!

আসসালামুয়ালাইকুম। বন্ধুরা সবসময় আসা করি সবাই ভাল আছেন।

অনলাইন এ আয়ের অনেক পথ আছে আপনি যদি Freelanceing সাইট এ  কাজ করে থাকেন আমার মতে এটি একটি দারুন আয়ের মাধ্যম। কিন্তু যারা কোন কাজ জানেন না বা ইংরেজী বলতে পারেন না অথছ লিখতে জানেন তাদের জন্য আমার এ টিউন। বর্তমানে ফেসবুক এমন একটি সামাজিক মাধ্যম যা মানুষের জীবন মানকে একটি উন্নত পর্যায় নিয়ে গেছে। একটি ছোট গল্প বলি -মার্ক জাকারবার্গ যখন ফেসবুক কে সারা বিশ্বব্যাপী পরিচিত করাতে ব্যাকুল তিনি হাত পেতে ছিলেন কিছু বড় মাপের ইনভেস্টর ব্যাংক এর  কাছে তারা তাকে লোণ দিল এবং লোণ যদি হত (সঠিক পরিমাণ টাকা আমার মনে নেই তবে সত্য) ২০ কোটি ফেসবুক ২০ কোটি কে ৪০ কোটি করে বানিয়ে ফিরে আসত ঐ বাংকের কাছে এভাবে কয়েকবার ফিরে আসার পর শেষ পর্যন্ত ঐ বাংক আর ইনভেস্ট করল না লস খওয়ার ভয়ে। কিন্তু তারা যদি জানত সেই ফেসবুক আজ ২০ কোটি কে ২০০ কোটি করা কোন ব্যাপার না তাহলে তারা শুধু ফেসবুক এ ইনভেস্ট করত।

যাক আসল কথা বলি যাদের একটি ওয়েবসাইট আছে (যে কোন সাইট) তারা আপনার ওয়েবসাইট এর নামে একটি ফেসবুক পেজ খুলতে পারেন বা যে কোন নামে। মনে রাখবেন আপনার ওয়েবসাইট, আর ফেসবুক এর নাম এবং বিষয় হতে হবে নতুন অর্থাৎ যা পূর্বে কোথাও প্রকাশিত হয়নি। প্রথম অবস্থায় আপনার প্রোফাইল এর ফ্রেন্ডদের ইনভাইট করুন আপনার পেজ এর কন্টেন্ট ভাল হলে কম হলেও লাইক ও কমেন্ট পাবেন। নিয়মিত পোস্ট করবেন যত বেশি পারেন দেখবেন কিছুদিন পর আপনার বন্ধুরা অন্্য বন্ধুদের ইনভাইট করছে, আপনার বন্ধুদের লাইক করা পোস্ট অন্য বন্ধুরা দেখছে পোস্ট ভাল হলে তারাও লাইক দিবে।

এভাবে ধরুন আপনার পেজ এ ৫০,০০০ ফ্যান পেয়েছেন জানি সবাই একটিভ না ধরুন ১০,০০০ একটিভ। এবার আসুন আপনি একটি দরকারি পোস্ট করলেন যা হতে পারে কোন নিউজ বা অন্য কিছু যার জন্য আপনার পেজ এর ফ্যানরা আপনার ওয়েবসাইট ভিজিট করতে হবে।

ধরুন ১০,০০০ ফ্যান এর মধ্যে ৪০০০-৫০০০ আপনার ওয়েবসাইট ভিজিট করল একটা পোস্ট এ ধরলাম তাও করেনি ১০০০ করেছে একটা পোস্ট এ।

এবার দিনে ৫ টা পোস্ট করুন ১০০০*৫ = ৫০০০   ভিজিটর।

এবার ৫০০০*৩০ = ১,৫্‌০,০০০ ভিজিটর

আমার মনে হয় এই ভিজিটর এর মাধ্যমে মাসে কমপক্ষে ৭,০০০-১্‌০,০০০ টাকা আয় করা কোন ব্যাপার না।

কারো কারো মনে হতে পারে এটা কখনও সম্ভব ন... আমি বলি আপনি যে ফেসবুক ব্যাবহার করেন তাতে একটু নজর দীলে দেখতে পারবেন।

ফেসবুক এ এমন ও পেজ আছে যারা একটি পোস্ট এর মধ্যমে ১০,০০০  ভিজিটর ও পায়।

ভুল হলে ক্ষমা করবেন।

ফেসবুক এ আমি।

ভাল লাগলে আমার সাইট এ ঘুরে আসতে পারেন।

Level 0

আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করবার জন্য

অনেক ভাল লাগলো। আইডিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ভাল আইডিয়া

ভালো লাগল…

এত ভিসিটর কি আসবে ??

ia ekta help chai AME http://www.Facebook.com/readybd.emon ekta fb page kulte chain

ইনকাম টা হবে কিভাবে???