সকল কে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবিয়া ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবাওর হাজির হলাম আপনাদের সামনে নতুন এক টিপস নিয়ে। আজকে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে একটু লিখবো। আমাদের প্রায় সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমার প্রতিনিয়ত ইমেজ আপলোড করি, ফ্রেন্ড রিকুয়েস্ট করি, স্ট্যাটাস দেই। আপনি চাইলে এগুলোর ব্যাকআপ রেখে দিতে পারেন। কারন এখানে আমরা এমন কিছু করি হয়তো সেটা অন্য খানে করি না। তাই সব কিছু ধরে রাখতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর যা কিছু আছে সব কিছুর ব্যাকআপ নিতে পারে একদম সহজেই। ব্যাকআপ নিতে বলতেছি এই কারনে যে ইদানিং যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে যাতে আপনি আপনার সব কিছু হারিয়ে না ফেলেন। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করুন। এরপর উপরের মেনু থেকে Setting এ ক্লিক করুন।
এখন ছবির দাগদেয়া যায়গায় ক্লিক করুন।
এরপর যে উইন্ডো আসবে এখানে Start my Archive এ ক্লিক করুন।
এখন আপনার অ্যাকাউন্ট এর পাস ওয়ার্ড চাইবে। আপনি আপনার অ্যাকাউন্ট এর পাস ওয়ার্ড দিন।
এরপর নিছের ছবির দাগ দেয়া জায়গায় ক্লিক করুন।
সবশেষে Okay ক্লিক করে বের হয়ে আসুন। এখন আপনার ইমেইল এ মেসেজ যাবে দুটি। সর্বশেষ মেসেজ যে লিঙ্ক থাকবে ওইটা ক্লিক করে ডাউনলোড করুন। বাস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট এর ব্যাকআপ নেয়ার কাজ। ডাউনলোড হয়ে গেলে জিপ ফাইলে Extract করে দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর সবকিছু।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
আমি জানালা-৭ ইউজার।বাংলালাওন ইওস করি।কিছুদিন আগে দেখলাম আমি কোন software বা কোন e-book download করার সময় download কমপ্লিট হওয়ার একটু আগে download failed দেখায়। এছাড়া গুগল বা কোন ওয়েবসাইট এর পিকচার ফুল আসেনা।আসলেও করাপ্টেড দেখায়। পিকচার ডাউনলোড করলেও একি অবস্থা থাকে।এছাড়া ইউটিউব আর ভেডিও ডাউনলোড হলেও তা ওপেন হয়না।আমি উইন্ডোজ ইন্সটল দেওয়ার পরো তা ঠিক হয়নি।
বিঃদ্রঃ আমি mp3 ডাউনলোড করতে পেরেছি।আমি avira internet security suite ব্যাবহার করি জা কিনে নিয়েছিলাম।
এখন দয়া করে আমাকে help করবেন।এখন আমার কি করা উচিত plz জানাবেন………