কিভাবে নিজের ফেসবুক স্ট্যাটাসে “Reply” বাটন যোগ করবেন!!! দেখে নিন কাজে লাগবে ১০০%

আসসালামুয়ালিকুম, কেমন আছেন সবাই?? আশা করি ভালই আছেন ।  😀 আমিও ভালই আছি । আমরা যারা ফেসবুক ব্যাবহার করি তারা দেখি যে প্রায় সময় অন্যের ফেসবুক পেজে কমেন্টের "Reply'' করা যায়। কিন্তু আমাদের স্ট্যাটাসে তা হয় না!!!!!!!  🙁   যারা এখন ব্যাপার টি বুঝে উঠেন নি তারা নিচের চিত্র টি দেখলে বুঝবেন

কিন্তু আমাদের স্ট্যাটাসে থাকে এরকম -

এবার আমরা আমাদের স্ট্যাটাসেও "Reply'' বাটন যোগ করব :mrgreen:   :mrgreen:

এর জন্য আমি যে extention  Use করেছি তা হল Manual Geolocation

আমি Google Chrome ব্যাবহার করে কাজটি করেছি কিন্তু আপনারা Mozilla কিংবা Opera ব্যাবহার করেও কাজটি করতে পারবেন ।

Manual Geolocation  ক্রোম extention  লিঙ্ক ঃ এখানে 

Extention  টি Chrome এ add হওয়ার পর নিচের মত করুন

শুধু New Zeland লিখে Search দিলেই হবে

এবার Chrome থেকে https://touch.facebook.com/ অথবা https://m.facebook.com/ তে যান

তারপর Check In এ ক্লিক করুন নিচের মত করে

এবার যদি নিচের মত দেখায় তাহলে বুঝবেন আপনার Extention  টি কাজ করছে  😀

এবার আপনি পোস্ট দিন দেখবেন কাজ হয়েছে । আমারটাতেও কাজ হয়েছে। বিশ্বাস না হলে দেখে নিন ঃ-

আশা করি আপনার টাতেও কাজ হবে। সমস্যা হলে নিচে কমেন্ট করে বলবে।

আমার পূর্বের টিউন ঃ- আসুন বন্ধুদের সাথে মজা করে তাদের ফেসবুক পাসওয়ার্ড  হ্যাক করি (সহজ পদ্ধতি)

ঃ- Cheat Engine দিয়ে নিজেই হ্যাক করুন যেকোন গেম আর তৈরি করুন UNLIMITED MONEY,MOVE,POINTS ETC 

ঃ-Android Paid Apps ফ্রি তে নেয়ার সবচেয়ে সহজ পদ্ধতি!!!!(মেগা টিউন)[Link Updated] 

ঃ-আসুন Android দিয়ে নিজের হার্ট বিট মাপি!!!!!! (Instant Heart Rate Pro Apk) মাত্র ৪ এম্বি!!!!!

ঃ-পিসির জন্য নিয়ে নিন একটি Scientific Calculator (Full Version With Registration Key) মাত্র চার MB!!!!!!

ঃ-অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এর জন্য জনপ্রিয় (VIDEO+AUDIO) PLAYER MX PLAYER LATEST PRO VERSION!!!!! 

ফেসবুকে আমিঃ মাহিন আসাদ 

Level 3

আমি মাহিন আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিভিন্ন উৎস থেকে জ্ঞান আহরণ করতে ভালবাসি । টিটিতে এসে অনেক কিছু জানতে পেরেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, Replay (রিপ্লে)=পুনঃপ্রদর্শন করা, আর Reply (রিপ্লাই)=প্রত্যুত্তর দেওয়া।
তাই টাইটেল আর বডি একটু কারেকশান করেন প্লিজ।

onek valo & helpful

mozila extenton ti din

extension jodi pore remove kore dei tahole ki reply abar out hoye jabe?

    @মেহেদী হাসান: আগের পোস্টের reply থাকবে কিন্তু আবার নতুন পোস্ট করতে গেলে এই পক্রিয়া করতে হবে

thanks a lot a . br ami Fahad Hosaain bhuiyan Nill 😀

Level 2

উজফ্রজ্রু
ফ্রফ্রফ্র
ফ্রফ্র
জটিল

Darun kaj hoye6e .Opera / Internet explorer add on er link ta deben ?

Level 0

এটা দিয়ে তো কোন লাভ নাই :/
শুধু নিজেই রিপ্লে বাটন দেখতে পাবেন আর কেই তো পাবে না !!

Level 0

শুধু ক্রোম ইউজাররা পারে :/

এটা কি android দিয়েও করা যাবে???