বাংলাদেশে বর্তমান মোট ফেসবুক ব্যবহারকারী ৫৬ লাখ। এর মধ্যে ১১ লাখই ভুয়া বা ফেইক একাউন্ট। তথ্য ও যোগাযোগ খাতে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ তথ্য জানিয়েছে।
ভুয়া আইডি দিয়ে প্রতারণার বিষয়টি এখন এমন এক স্তরে পৌঁছেছে যে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) দ্বারস্থ হচ্ছেন।
সংশোধিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (১) ধারা লঙ্ঘন করলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। এক কোটি টাকা জরিমানাও হতে পারে। কেউ ভুয়া আইডির কারণে প্রতারণার শিকার হলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেতে পারেন।
দেশে প্রতিদিনই বিভিন্ন ক্লিক ফার্মের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। ফেসবুকে লাইক বৃদ্ধি করতে এসব ক্লিক ফার্মগুলো বাণিজ্যিকভাবে চুক্তিগ্রহণ করে থাকে। দেখা যায় যে, লাইক বৃদ্ধি করতে এসব কর্মীরা নিজেদের নামে বেনামে প্রায় সহস্রাধিক একাউন্ট খুলে রাখে।
গত বছরেরে বার্ষিক হিসাব মতে, ফেসবুকের মোট আইডির শতকরা ৭ ভাগ অর্থাৎ ৭ কোটি ৬০ লক্ষ একাউন্ট ভুয়া। ফেসবুক কোম্পানি ৩ ধরণের ভুয়া আইডি সনাক্ত করেছে তার মধ্যে একটি হল ডুপ্লিকেট একাউন্ট, অশ্রেণিভুক্ত একাউন্ট এবং অবাঞ্চিত একাউন্ট- এই তথ্য প্রকাশ করেন ইউএস সিকিউরিটি এবং একচেঞ্জ কমিশন যা এ বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হডুপ্লিকেট একাউন্ট বা অনুরূপ একাউন্ট এর সংখ্যা ৫ কোটি ৩০ লাখ যা মোট ফেসবুক একাউন্টের ৫ শতাংশ।
একজন ব্যবহারকারী তার মেইন আইডির পাশাপাশি এসব আইডি চালায়।আর এক প্রকার একাউন্ট আছে যা কোন ব্যক্তির নামে নয় প্রিয় প্রাণী বা কোম্পানির নামে খোলা হয় এরকম আইডিকে অশ্রেণিখুক্ত ধরা হয়েছে। এদের আইডির সংখ্যা এক কোটি ৪০ লাখ যা মোট ফেসবুক একাউন্টের ১.৩ শতক।
এসব বাদেও আবার আরো ৯৫ লাখ অবাঞ্চিত একাউন্ট যা মোট ফেসবুক একাউন্টের ০.৯ শতক, এসব অবাঞ্চিত একাউন্ট মূলত স্প্যামিং করার জন্য খোলা হয়।
টিউনটি এখান থেকে নেয়া।
ফেসবুকএ আমি।
আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
You dalal GOV