ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঘটনা বিশ্বজুড়ে কম নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারীদের অসাবধনার কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। এ ধরণের ঘটনা এড়াতে ফেসবুকে নীল ডাইনোসর নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফোর্বস ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যাতে নিরাপদ থাকে, সেজন্য নতুন ‘প্রাইভেসি চেক আপ’ ফিচার চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই ফিচারটির ফলে ফেসবুকে লগ-ইন করার সময় একটি করে নীল রঙের ডাইনোসর স্ক্রিনে চলে আসবে। ফেসবুক ব্যবহারকারীদের ‘গাইড’ করবে এই ডাইনোসর। অচেনাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত রাখতে হয়, সেটাই ব্যবহারকারীদের জানাবে ডাইনোসরটি। প্রাথমিক অবস্থায় সকল ফেসবুক ব্যবহারকারীকে নতুন এই প্রাইভেসি চেকআপ পদ্ধতি গ্রহণ করতে হবে।
পরবর্তীতে ফেসবুক ব্যবহাকারীরা ‘প্রাইভেসি সেটিংস’ অপশন গেলেও ব্যক্তিগত তথ্য গোপন রাখার পদ্ধতি শেখাবে নীল ডাইনোসরটি। শুধু তাই নয়, কোনো অজানা অ্যাপস বা লিংক, যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হতে পারে সেখানে ক্লিক করতে বারণও করবে। পাশাপাশি একটি নতুন ‘প্রাইভেসি শর্টকাট’ অপশনও ফেসবুকের হোমপেজে চলে আসবে। শিগগিরই নতুন এই ফিচারটির সেবা সকল ফেসবুক ব্যবহারকারী পাবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com