কিভাবে আপনার ফেসবুক আইডির ব্যাকআপ নিবেন?

পোস্টের শুরুতে সবাইকে সালাম ও শুভেচ্ছা। পোস্টের শিরোনাম দেখেই অনেকেই মনে মনে ভাবছেন আসলেই কি ফেসবুক ব্যাকআপ করা সম্ভব? হ্যাঁ, ভাই একদম সম্ভব। এবং কিভাবে সম্ভব তা দেখানোর জন্যই আমার এই পোস্ট। আমাদের প্রায় সবারই ফেসবুক আকাউন্ট রয়েছে এবং আমরা কেউই চাই না আমাদের ফেসবুক আকাউন্টটি হারাতে। অনেক সময় দেখা যায় অজানা কারনে আমাদের প্রিয় আকাউন্ট হ্যাক বা সাসপেন্ড হয়ে যায়। আর যদি আপনার আইডিটি সাসপেন্ড বা এমন কিছু হয় তবে আপনি আপনার আইডিতে থাকা সব কিছুই হারাবেন। আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে আইডি চলে গেলেও আপনি আপনার ফেসবুকে বিভিন্ন কনটেন্ট ফিরে পেতে পারেন। তবে শুরুতেই বলে রাখা ভালো এই পদ্ধতিতে আপনি আপনার আইডির স্ট্যাটাস, ছবি, ভিডিও ও আকাউন্ট ডিটেলস ঠিকই ফিরে পাবেন তবে আপনার আগের ফচেবুক আইডিটি ফিরে পাবেন না।

ব্যাকআপ করলে আপনি কি কি পাবেন?

  • Contact Info
  • Wall
  • Photos
  • Synced Photos
  • Videos
  • Friends
  • Messages
  • Pokes
  • Events
  • Settings
  • Security
  • Ads
  • Private Notes
  • Mobile Devices

কিভাবে ব্যাকআপ করবেন?

  • প্রথমেই আপনার ফেসবুক আইডিতে লগিন করুন।
  • ড্রপডাউন মেন্যু থেকে সেটিংস ট্যাবে ক্লিক করুন।

  • "Download a copy" বাটনে ক্লিক করুন।

  • "Start My Archive" বাটনে প্রেস করুন তাহলে ফেসবুক আপনার প্রোফাইলের আর্কাইভ তৈরি করা শুরু করে দেবে। আর্কাইভ তৈরি হতে কয়েক ঘণ্টা বা সর্বচ্চ ২৪ ঘণ্টা সময় নিতে পারে।

  • এবার আপনার ইমেইল এড্রেসে একটি মেইল যাবে। বলা হবে "আর্কাইভ" সম্পন্ন হলে আপনাকে ডাউনলোড লিঙ্ক ইমেইল করা হবে।
  • আর্কাইভ সম্পন্ন হলে নিচের মত আরেকটি মেইল পাবেন। মেইলে দেওয়া লিঙ্ক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।

  • এবার ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করুন। নিচের মত একটি ফোল্ডার পাবেন।

  • আনজিপ করা হয়ে গেলে ফোল্ডারটির ভেতরে থাকা "index.htm" ফাইলটি একটি ব্রাউজার দিয়ে ওপেন করুন।

  • ব্যাস!! তাহলেই আপনি আপনার ফেসবুকে ব্যাকআপ পেয়ে গেলেন!

আশাকরি আপনার কাজটি ঠিক ভাবে করতে পেরেছেন। কোন সমস্যায় পড়লে মন্তব্য করতে ভুলবেন না। আর ফেসবুকেতো আমি আছিই 🙂

আমার আরও কিছু পোস্ট পড়ে দেখুন

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

কাজ করে না
অনেক আগে দেখেছিলাম