ফেসবুক ব্যবহারে সচেতন হউন:: হ্যাকারদের হ্যাকরামি ও বন্ধুদের বাঁদরামি থেকে বাঁচুন

কয়েকদিন পূর্বে আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। তার পিসি দিয়ে ফেসবুক ব্যবহার করলাম, খানিকক্ষণ গল্প ও জম্পেস খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা হলাম। হঠাৎ মনে হল আমি তো ফেসবুক লগ আউট করিনি। একবার মনে হল বন্ধুকে ফোন করে বলে দেই, পরে আবার ভাবলাম পাগলা কে নৌকা ডুবানোর কথা মনে করিয়ে দিয়ে লাভ নাই। কিছুক্ষন পর আমার অফিসের বড় ভাই ফোন দিলেন, জিজ্ঞেস করলেন বাসায় বউ এর সাথে কোন ঝামেলা হচ্ছে কিনা? আমি না বলাতে, উনি বলল তুমি ফেসবুকে কি স্ট্যাটাস দিছ? আমি ফোন রেখে দিয়ে মোবাইল থেকে ফেসবুক ওপেন করে যা দেখলাম তাতে লজ্জায় আমি শেষ। সে লিখেছে " আরেকটা বিয়া করতে মন চায়, প্রতিদিন এক জিনিশ ভালো লাগে না" । এই স্ট্যাটাস এ ততক্ষনে ৫ টা  লাইক আর ০৮ টা কমেন্টস, বুঝুন আমার অবস্থা, সারা  শরীর ঘামছে। আমি পোস্ট টি ডিলেট করে বন্ধুকে ফোন দেওয়ার পর সে  অট্টহাসি দিয়ে বলে "চান্দু এমন ভুল আর কইরো না। এই ভুলটা যদি সাইবার ক্যাফে তে করতা কি হইত বুজছ?" তার কথা শুনে নিজের উপর ই রাগ হল সত্যি অন্য কোথাও এই ভুল করলে এরচে অনেক খারাপ কিছু ও তো শেয়ার করতে পারত। আর আমার কপাল ভালো আমার স্ত্রী এই স্ট্যাটাস টা দেখে নাই।এখন এইরকম বিব্রত পরিস্থিতিতে যেন আপনাদের পরতে  না হয় সেই উপায় শেয়ার করবো। যাতে আপনি দূর থেকেই ওই ডিভাইস এ লগ ইন হয়ে থাকা ফেসবুক আইডি লগ আউট করতে পারেন। আমি ধরা খেয়ে শিখেছি আপনারা ধরা খাওয়ার আগেই শিখেন।

ফেসবুক অটো লগআউট করুন যে কোন পিসি/মোবাইল/ল্যাপটপ থেকে

আপনার মোবাইল ফোন বা অন্য কোন পিসি/ল্যাপটপ থেকে ফেসবুক এ লগ ইন করেন। তারপর নিচের চিত্রের মত প্রথমে Setting, এরপর Security  অবশেষে Where You're Logged In  এ ক্লিক করুন।

এখন আপনি দেখতে পাবেন আপনি কোন কোন ডিভাইস থেকে লগ ইন অবস্থায় আছেন। এর মধ্যে কিছুক্ষন পূর্বে ব্যবহার করা সেই পিসি/ ল্যাপটপ/ মোবাইল ফোন টি ও রয়েছে, ব্যবহার করার সময় ও উল্লেখ করা আছে। এখন আপনি ওই ডিভাইস টি End Activity ক্লিক করে লগ আউট করতে পারেন। ইচ্ছে করলে আপনি End All Activity ক্লিক করে সব ডিভাইস থেকে একেবারে লগ আউট করতে পারেন। এবার Close ক্লিক করে বের হয়ে আসুন।

আপনার কাজ শেষ। আহ শান্তি 😆

হ্যাকারদের হাত থেকে চিরতরে মুক্তি

অনেক সময় আমাদের ফেসবুক আইডিটি অনাকাঙ্খিত ভাবেই হ্যাক হয়ে যায়। যার ফলে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকি এবং আইডিটি ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করে থাকি। কিন্তু অধিকাংশ সময়েই আমরা সফল হইনা আর সেই আইডিটি ও ফিরে পাওয়া যায় না। হ্যাকারদের  কাজই হল হ্যাক করা, তাদেরকে ধর্মের কাহিনী শুনিয়ে লাভ নেই।  তাই আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। নাহলে পরে পস্তাতে হতে পারে। আসুন নিচের স্টেপগুলো অনুসরণ করি।

১। Setting       ২। Security        ৩। Login Approvals   ৪। Require a Security Code এ ক্লিক করুন।

৫। Get Started ক্লিক করুন  ৬। Other/ Android আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সিলেক্ট করুন ৭। Continue এ ক্লিক করুন

৮। আপনার মোবাইল নাম্বার যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন নম্বর প্রথম ডিজিট অর্থাৎ শুন্য বাদ দিয়ে লিখুন

৯। Continue এ ক্লিক করুন।

১০। আপনার মোবাইল এ ৬ ডিজিটের একটি সিকিউরিটি কোড গেছে তা লিখুন    ১১। Continue এ ক্লিক করুন

১২। আপনার ফেসবুক লগ ইন এর পাসওয়ার্ড টি টাইপ করুন  ১৩। Submit এ ক্লিক করুন    ১৪। Close এ ক্লিক করুন।

আমাদের কাজ শেষ। এখন আপনি ও যদি অন্য কোন পিসি/ ল্যাপটপ/ মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করতে চান আপনার মোবাইলে সিকিউরিটি কোড চলে যাবে। সেই কোড না দেওয়া পর্যন্ত আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। এখন হ্যাকারকে কষ্ট করে ফেসবুক আইডি, পাসওয়ার্ড হ্যাক করার পরও কাঁদতে হবে। সেটাই ভালো নয় কি!

আপনি যদি মনে করেন এই সুবিধা আপনি গ্রহন করবেন না (হ্যাকারদের কে খুশি করার জন্য)  তাহলে নিচের চিত্রের মত Require a Security Code থেকে টিকচিহ্ন উঠিয়ে দিয়ে Save Changes এ ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।

ফেসবুকে আমি

Level New

আমি ইব্রাহীম খলিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Password change করার সময়ও ফেইসবুক সব ডিভাইস থেকে logout করার একটি অপশন দেয় ।

Level 2

ami sunechi je login approval dile naki facebook theke majhe majhe code ashte onek time lage?

Google এই system টা অনেকদিন ধরেই use করি But Fb তে security tab এ Login approval option নেই কেন ?