আসসালামু আলাইকুম। এটা আমার ২য় পোস্ট। ফেইসবুক বর্তমান সময়ের একটি বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে খুব কম মানুষ ই আছে যার একটি FB ID নাই। 🙂 এন্ড্রয়েড এর জন্য ফেইসবুক মেসেঞ্জার দিয়ে Chat করা অনেক সহজ। কিন্তু দুঃখের বিষয় এই যে বাংলাদেশ ছাড়া প্রায় সব দেশেই এই মেসেঞ্জার দিয়ে কল করা যায়। তবে আমরা কেন বাদ থাকব??? আজ থেকে আমরা ও মেসেঞ্জার দিয়ে কথা বলব।
তাহলে চলুন...
প্রথমে আপনাকে Tunnel Bear নামে একটি Apps ডাওনলোড করে ইন্সটল দিতে হবে।
Tunnel Bear Use করতে অনেকের সমস্যা হচ্ছে...... তাই তাদের জন্য আরেক টা ভিপিএন Apps দিলাম... এটাতে Tunnel bear এর মত Account করা লাগবে না... শুধু মাত্র Connect করলে ই হবে...
তারপর আপনার ইমেল আইডি দিয়ে এটাতে একটি একাউন্ট খুলুন... তারপর লগইন করুন... তারপর যেকোনো একটা দেশের নাম সিলেক্ট করে বাটন টা অফ থেকে অন করে দেন... কিছুক্ষণ পর নিচের চিত্রের মত Connected লেখা আসবে...... 😛 তার মানে আপনি এখন অই দেশের আইপি ব্যবহার করতেছেন...... 🙂
এখন নিচের চিত্রের মত আপনার নোটিফিকেশনে এরকম লেখা আসবে...
এখন নিচের চিত্রের মত সেটিং এর Application Manager এ যান...
এবার নিচের চিত্রের মত করে Application Manager থেকে Messenger এ ক্লিক করেন... 🙂
Messenger এ ডুকে Clear Data তে ক্লিক করেন... ...
তারপর আপনার মেসেঞ্জার টি ওপেন করেন... ও ফেইসবুকের ইমেইল আইডি দিয়ে লগইন করেন...
এবার যারা মেসেঞ্জার ব্যবহার করে তাদের নামের উপরে ক্লিক করেন... যদি নিচের চিত্রের মত নীল কল চিহ্নটি পান তাহলে আপনি তাকে কল করতে পারবেন... 🙂
নীল চিহ্নটিতে ক্লিক করার পর আপনার কলটি নিচের চিত্রের মত কানেক্ট হবে... 🙂
এবার ইচ্ছা মত কথা বলুন কোনো রকম জামেলা ছারাই ...
এতে আপনার ভাইবার,স্কাইপ,ফ্রিং এর মত কথা বলার সময় লাইনে কোন সময় ডিস্টার্ব করবে না... একদম ক্লিয়ার কথা বলতে পারবেন...
যাদের নামের পাশে এরকম নীল কল চিহ্নটি থাকে তাদের কে কল করতে পারবেন...
আজ এই পর্যন্ত ই... সবাই ভালো থাকবেন... আর আমার জন্য দোয়া করবেন... খোদা হাফেজ ...
কোনো সমস্যা হলে আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন... http://www.facebook.com/sk.shafiq96
আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনে রাখলাম আন্ড্রইড নিলে দেখব ।
ধ্যন্যবাদ আপনাকে ।