জেনে নিন টিউন বা ফটো লাইক এবং পেজ লাইক কি?

সবাইকে আবারো শুভেচ্ছা জানি সুরু করছি। আবারো ফেসবুক দুটি ফিচার নিয়ে কিছু লিখবো। এর আগে দুটি ফিচার নিয়ে লিখেছিলাম। আজকে অন্য আরও দুটি ফিচার নিয়ে লেখার চেষ্টা করবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। টিউন এর নাম দেখেই বুঝার কথা কোন দুটি ফিচার নিয়ে আজকে লিখবো । আজকে লাইক নিয়ে আলোচনা করবো।

 
প্রথমে আসি টিউন বা ফটো লাইক কি?
আপনি যদি কোন টিউন এ লাইক করেন এর মানে হল আপনি কোন টিউমেন্ট বা লেখা ছাড়া বুঝালেন যে আপনি টিউনটি অনেক পছন্দ করেছেন বা অনেক উপভোগ করেছেন বা করছেন। আপনি যখন লাইক করবেন তখন নিছের ব্যাপার গুলো ঘটবে…..
# আপনি বাদে যারা যারা এই টিউন দেখবে তারা বুঝতে পারবে বা দেখতে পারবে যে আপনি এই টিউনটি দেখেছেন বা লাইক করেছেন।
# আপনার টাইমলাইন এ একটা মেসেজ বা স্টোরি শো করবে যে আপনি এই টিউনটি লাইক করেছেন।
# যে এই টিউনটি পাবলিশ করেছে তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি তার টিউন লাইক করেছেন।

 
এখন আসি পেজ লাইক কি?
আপনি যখন কোন পেজ লাইক করবেন এর মানে হল আপনি সেই পেজ এর সাথে কানেক্টেড হয়ে গেলেন। আপনার টাইমলাইন এ একটা মেসেজ দেখাবে যে আপনি এই নামে একটা পেজ লাইক করেছেন এবং আপনার নিউজ ফিডে ও দেখাবে সুধু তাই নয় ঐ পেজেও দেখাবে জে আপনি এই পেজ লাইক করেছেন। এখন যদি এই পেজ এ কোন টিউন পাবলিশ হয় তাহলে আপনার কাছে অটো চলে আসবে।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

agula to jey fb ajke khulbo seo janbe 😀
next e vlo kicu post koren