ফেসবুকে আমরা যে Poke করি, এর মানে কি জানেন? না জানলে আজকে জেনে নিন

সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। আবারো হাজির হলাম নতুন একটা জিনিস নিয়ে যদিও আপনার এর সাথে অনেক আগে থেকে পরিচিত তবে ভুল ভাবে। যাহোক আশা করি আজকে সেই ভুল বুঝা বুঝি দূর হবে। আজকের দিনে ফেসবুক এমন এক জিনিসে পরিনত হয়েছে যা ফেসবুক ছাড়া অনেকের পেটের ভাত হজম হয় না।সারাদিন সুধু ফেসবুক আর ফেসবুক। আজকে এই ফেসবুক এর একটা ফিচার নিয়ে আলোচনা করবো আর সেটা হল poke. আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা অ্যাকাউন্ট আছে তারা সবাই কম বেশি এই ফিচার সম্পর্কে জানি তবে অনেক এটি ব্যবহার করে আবার অনেকে করে না। কিন্তু কথা হল আমরা সবাই এই poke মানে জানি যে কউকে বিরক্ত করা বা গুতা মারা যেটা একদমই ঠিক নয়। poke একটা ফেসবুক এর গুরুত্বপূর্ণ ফিচার।
আসলে poke দিয়ে কারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। আপনি যদি কাউকে poke করেন আর আপনি জাকে poke করলেন সে যদি poke back করে তাহলে আপনি তার ফেসবুক প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন। এখন হয়তো অনেকে ভাবতে পারেন আমিতো এমনিতে এটা করতে পারি। কিন্তু না এটার দরকার আছে বা কি কাজে লাগে তা বলতেছি। মনে করেন কেউ একজন আপনার ফ্রেন্ড লিস্ট এ নাই বা তাকে চেনা চেনা মনে হচ্ছে কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্ট এ না থাকার কারনে তার সম্পর্কে জানতে পারছেন না বা তার ইনফর্মেশন দেখতে পারছেন না বা জানতে পারছেন না। তখন তার সম্পর্কে জানার একটাই উপায় আছে আর সেটা হল poke মারা। আপনি যদি তাকে poke মারেন আর সে poke back করে তাহলে আপনি তার প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন এবং দেখে আপনার পরিচিত হলে ফ্রেন্ড রিকুয়েস্ট করতে পারবেন। তাহলে বুঝলেন তো poke এর মানে বা এর কাজ কি। যদি আগে থেকে জানেন তাহলে ভালো তবে যদি এখন জানলেন তাহলে আরও ভালো। আশা করি আমি আপনাদের poke এর অর্থ বুঝাতে পেরেছি। না বুঝলে আশা করি টিউমেন্ট করে জানবেন।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। একবার ঘুরে আসার অনুরোধ রইলো । আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks, ami jantam na, jene valo laglo

Level 0

Thanks Brother.

Level 0

ধন্যবাদ!

Level 0

vai dnonnobad jantam na .

জান্তাম না

জানতাম না। জানলাম। ধন্যবাদ

Thanks Bhai…

Level 0

জানতাম না।ধন্যবাদ।

সবাইকে ধন্যবাদ।

Level 0

Tag mane ki?

ধন্যবাদ ভাই। জানতে পারলাম।

really ….tnx

ভাল , আগে জানতাম না

Level 0

Thx brother. ami jantam na. aj k poke ki janlam. jane valo laglo

ধন্যবাদ

কৈ কি হল মেইল মোবাইল কিছুই তো দেখা যায় না আপনার টিউনের সত্যতা যাচাই করে পেলাম (0)