ফেসবুক ‘save’ নামক বুকমার্কিং ফিচার চালু করেছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক 'save' নামক বুকমার্কিং ফিচার চালু করেছে 😀 । এর ফলে এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডের কিছু জিনিস বুকমার্ক বা সেভ করে রাখতে পারবে । পরবর্তীতে নিজের প্রয়োজন মতো দেখে নিতে পারবে ।

ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড্যানিয়েল গিয়ামব্যালো বলেছেন , '' প্রায় প্রতিদিন আমাদের ব্যবহারকারীরা ফেসবুকে নতুন ধরনের পরিবর্তন আবিষ্কার করছেন । আমাদের অনেক ব্যবহারকারী অনেক ব্যস্ত সময় অতিবাহিত করে , ফলে তাদের অনেক কন্টেন্ট বা লিংক দেখা সম্ভব হয়ে উঠে না । আবার এসব প্রয়োজনীয় লিংক বুকমার্ক করে রাখার প্রয়োজন হয় । তাই ফেসবুক প্রথমবারের মত বুকমার্কিং সেবা চালু করল । এখন থেকে তারা তাদের প্রয়োজনীয় লিংক বা কন্টেন্ট সেভ করে রাখতে পারবে । পরবর্তীতে সময় মত দেখে নিতে পারবে । ''

সেভকৃত জিনিসগুলো শুধু ব্যবহারকারী দেখতে পারবে । তবে ব্যবহারকারী চাইলে জিনিস বা লিংক গুলো তাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে । সেভ ফিচারটি সুন্দরভাবে সাজানো হয়েছে যার ফলে ব্যবহারকারী বিভিন্ন গানের লিংক , স্থান , বই , মুভি ইত্যাদি লিংক আলাদা আলাদা ভাবে সংরক্ষণ করতে পারবে ।

উক্ত ফিচারটি ওয়েব ভার্সন ছাড়াও iOS এবং Android মোবাইলে ব্যবহার করা যাবে । প্রথম সেভের পর ফেসবুকের বাম পাশে save নামে একটা অপশন আসবে । সেভকৃত জিনিস প্রয়োজনে মুছে ফেলা যাবে ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস