আপনি কি একজন সাধারন ফেসবুক ব্যবহারকারী? আপনার ফেসবুক স্ট্যাটাসে লাইক কম পড়ে? আপনি এখন ফেসবুক অটো লাইক পেতে চান?
প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত এবং হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আশা আমি ভেঙ্গে ফেলছি বলে। হাতে যদি একটু সময় থেকে থাকে এবং আপনি যদি ফেসবুক অটো লাইক খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে থাকেন তবে আমি অন্তত এতোটুকু আশা দিতে পারি আমি আপনাকে অটো লাইক সম্পর্কে আজ কিছু কথা বলব। তারপর আপনিই ঠিক করে নিবেন আপনি অটো লাইক চান কি না চান? তাহলে শুরু করি?
আমি যেহেতু একজন টেকনোলোজি বিষয়ক ব্লগার। অবশ্যই এসবক ফেসবু অটোলাইক নিয়া হলে কিছুটা পড়াশুনা করেছি! এই টিউন লেখার জন্য অটো লাইক শব্দটা আমি প্রথম শোনার পর থেকেই ঝাপিয়ে পড়েছিলাম অনুসন্ধানে। সফলতা বলতে আমি কোন অটো ফটো লাইক টাইক পাইনাই, তবে পাইছি শুধু আজকের টিউন লেখার জন্য কিছু জ্ঞান বিজ্ঞান।
আমাকে কেউ কি বলবেন যে আপনি অটো লাইক নিয়ে কি করবেন? খাবেন নাকি মাথায় দিবেন? সবার উত্তর হবে সেলিব্রেটি হওয়ার জন্য অটো লাইক নিবেন। এই যে ভাই সেলিব্রেটি মানে কি? সেলিব্রেটি মানে কি আপনি একখান আউফাউ স্ট্যাটাস দিলেন, কয়েক হাজার অটো লাইক পাইলেন, আর আপনারে মানুষ সেলিব্রেটি বলবে? মানুষকে গালি দিতে চাইনা। তবুও বলি এই অটো লাইকে যারা আপনারে সেলিব্রেটি বলবে তাঁরা আসলেই আস্ত বড় আবাল। আবাল শব্দ ছাড়া অন্য কিছুও বলা যেতে পারে।
আচ্ছা যাই হোক সময় কম সব কথাই অল্প অল্প করে বলি। এবার আসি ফেসবুক অটো লাইকের খারাপ দিকের কথায়। আসলে সব কিছুর খারাপ দিকের আগে ভালো দিকটা বলা উচিত। কিন্তু ইহার আমি ভালো দিক আমি খুজেই পাইলাম না। একটা ভালো দিক আছে অবশ্য। আর সেটা হল কিছু আবাল আপনাকে ফেসবুক চেলিব্রেটি বলে ডাকবে। আর বাকি সবই খারাপ দিক। আচ্ছা ভাই, সাকিব আল হাসান কি ফেসবুক অটো লাইক ব্যবহার করে নাকি? না করেনা। তাইলে উনি সেলিব্রেটি হইল ক্যামনে? হুম, মানুষ তাঁর কাজ + ভাগ্যের মাধ্যমে সমাজে ভালো জায়গায় যখন যায় ঠিক তখনই তিনি হয়ে যান সেলিব্রেটি। আর কিছু আবাল জনগোষ্ঠী নতুন সেলিব্রেটির উদ্ভব করেছে আর তাঁর নাম দিয়েছে "ফেসবুক সেলিব্রেটি'। এটা কোন কথা হল?
আমি জানি অটো লাইক একটি ভুয়া এবং নব্য প্রতারনা। তবুও হাতে কলমে প্রমানের জন্য গত দু মাস থেকে একটি ফেইক আইডি খুলে এই অটো লাইক গবেষণা করেছি। আইডিটাতে আমি কিছুই করিনি। শুধু তাঁর উপর প্রয়োগ করেছি শুধু অটো লাইকের চিকিৎসা। অর্থাৎ, চোখের সামনে যত অটো লাইক সাইট পাইছি সেগুলাই ট্রাই করেছি। বিনিময়ে অটো লাইক তো দূরে থাক আজ সেই ফেইক আইডিটাই মৃত্যু বরণ করেছে। ভাই ভালো করে একটু শুনেন, এইসব অটো লাইক হইল নব্য প্রতারণা। হ্যাঁ, অটো লাইক বলে কিছু একটা তো আছেই। কিন্তু সেটা কিছুটা ভিন্ন। মানুষ যেদিকে নজর বেশী দেয় হ্যাকাররা বা অন্য কোন গোষ্ঠী সেটাকে কাজে লাগিয়ে থাকে। হাজার হাজার ফেসবুক অটো লাইক সাইটের ভিড়ে আসল অটো লাইক সাইট আসলেই হাতে গোনা। যেহেতু আপনি চোখ বন্ধ করেই অটো লাইকে যেয়ে পাগলামি শুরু করবেন। সেহেতু অনেকেই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে হ্যাকিং বা অন্য কিছুতে নেমে পড়েছে।
অটো লাইক সাইট গুলো আজকাল এলাকার গলিতে গলিতে পয়দা হওয়ার মত অবস্থা। আপনারা ফিশিং সাইট সম্পর্কে নিশ্চয়ই ভালোভাবে জ্ঞান আহরণ করেছেন? হ্যাঁ, অনেকে আবার ফিশিং সাইটে পড়ে আহত হয়ে চিকিৎসাও নিয়েছেন। আর অটো লাইকের যে ভুয়া সাইট গুলা হল সেরকমই কিছু একটা আপনি পাগলের মত মাতাল হয়ে সুন্দর বিউটি পার্লারের মত কোন অটো লাইক সাইটে গেলেন। আপনাকে ফেসবুকে লগিন করে এক্সেস টোকেন গ্রহনের জন্য আদেশ দেয়া হল। আর আপনি সেটাই করলেন। তারপর দেখলেন নাহ! এই সাইটে হল না !!!!! আরেকটা কোন ভাল সাইটে যাই। আর এভাবেই আপনি আপনার সর্বনাশ ডেকে আনেন নিজে নিজে। ভাই শুনেন, আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাস করেন ফেসবুক আইডি টেকে না কেন? ভাই ক্যামনে টিকবে এবার আপনিই বলুন তো? ফেসবুকে আইডি ব্যান হয় শুধু মাত্র একটা কারণে। জানতে চান কি সেই কারণ? ফেসবুকের নীতিমালা !!!!!!!! ফেসবুকের নীতিমালা ভাঙবেন তো আপনাকে ঘাড় ধরে বের করে দিবে। অনেকের সেই অভিজ্ঞতা রয়েছে।
এখন কিছু ফেসবুক অ্যাডিক্টেড ভাই বোনের জন্য পরামর্শ দেই। আপনারা যদি আপনার ফেসবুক আইডিটাকে আপনার জানু ভাবেন তবে টিউনটা পড়ে তাঁর সারমর্ম অনুযায়ী ফেসবুক চালাইবেন। আমি ৩ বছর ধরে একটা আইডিই চালাচ্ছি। আর আমার কাজিনদেরকে ফেসবুক আইডি খুলে দিতে দিতে আমার মেজাজ চরমে উঠে গেছে। ফেসবুকের মালিক জাকারবারগ হইলেও আপনার আইডির মালিক আপনি। দোষ না করলে জাকারবারগের বাবা আসলেও আপনার ফেসবুক আইডির কিছু করবেনা। কারণ আপনার ফেসবুক আইডিই উনার পেটে ভাত দেয়।
আমার আজকের স্বঘোষিত মেগা টিউনটি কেমন লাগলো? না জানালে আর কোনদিন এমন করে উপকার করতে যাব না। ধন্যবাদ আপনাদেরকে আমার প্যাচাল শোনার জন্য। আর আমার ব্লগ থেকে ঘুরে আসলে খুবই খুশি হব।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
একটু সংশোধন করে দেই । কিছু ভুল আছে । আসলে হ্যাক ট্যাক কিছুই না ওটা । ফেসবুক অটো লাইক আসলে একটা ফেসবুক App যেটা Facebook Graph API Use করে Post এ লাইক এনে দেয়
POST /[POST_ID]/likes?access_token=” YOUR ACCESS TOKEN ”
মানে য্খন আপনি Access Token করবেন আপনার Access Token টা ওদের MySQL Database এ Save হয়ে যায়
Ar Apnar Access Token Diye J Kono Public Post E Like Dewa Sombhov
J Auto Like Site Er Visitor Joto Beshi. Sei Auto Like Site Theke Like O Beshi Pawa Jay. Dhoren Ekta Auto Like Site E Daily Visitor 1000. 1000 Joner Moddhe 700 Jon Tader Access Token Submit Korlo. Oi Auto Like Site Diye Apni 700 Er Besi Like JiboneO Pete Parben Na…..
Asohol Kotha Eta Ekta Advanced Exchanging Script
Apnar Like Onno Jonke Dibe. Abar Onnoder Like Apnakew Ene Dibe 🙂
AmiO Auto Like Test Korechilam Kisu Dinnn
Only 60000+ Likes Peyechilam Amr Photo Te
But Oi Rokom Status Celebraty Howar Shokh Nai…