৯৯ দিন বন্ধ ফেসবুক ব্যবহার! আপনি পারবেন তো?

সাবধান! চোখ কপালে তুলবেন না! ৯৯ দিন বন্ধ থাকছে ফেসবুক! তবে সবার জন্য না এই খবর। যারা আগ্রহী শুধু তাদের জন্যই এই চোখ কপালে উঠা খবর। এখন শুনুন আসল ঘটনা কি!

৯৯ ডেইজ অব ফ্রিডম (99 Days of Freedom) স্লোগানে শুরু হয়েছে একটি চ্যালেঞ্জ ইভেন্ট। ৯৯ দিনের এক সেকেন্ডের জন্যও লগিন করা যাবেনা ফেসবুক। এই কর্মসূচীটি চালু নেদারল্যান্ডসের লাইডেনের জাস্ট নামের একটি ক্রিয়েটিভ অ্যাজেন্সি।
জনপ্রিয় পিসি ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, যেকোন ফেসবুক ব্যবহারকারী চাইলে এই চ্যালেঞ্জ গ্রহন করতে পারেন। এটি মূলত একটি গবেষণামূলক কর্মসূচী।

ফেসবুকে যে হারে নেশার মত আসক্ত হয়ে পড়েছে ব্যবহারকারীরা এতে উদ্বিগ্ন অনেকেই। ফেসবুক আমাদের সময় নস্ট করছে অথচ আমরা তা কোনভাবেই বুঝতে পারছিনা এই মন্তব্য অনেকেরই। এছাড়া অনেক ব্যবহারকারীই রয়েছেন যারা ফেসবুক ছাড়তে চাইলেও পারছেন না কোনভাবেই।

ফেসবুক আসক্ত ব্যবহারকারীরা ৯৯ দিন ফেসবুক ব্যবহার না করে তাদের মাঝে কি রকম পরিবর্তন কিংবা ইতিবাচক নেতিবাচক দিকগুলো পর্যালোচনা করাই মূলত এই ইভেন্টের উদ্যেশ্য। জাস্ট কর্তৃপক্ষ দাবি করেছে, এই গবেষণায় অংশ নিলে ফেসবুক ব্যবহারকারী ৯৯ দিনে গড়ে ২৮ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন। এছাড়া তাঁরা আরও দামি করেন যে এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে ফেসবুক ছাড়া আপনি সুখী হতে পারেন কিনা?

চাইলে যে কেউ http://99daysoffreedom.com এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এই নিজে নিজের পরীক্ষায় অংশ নিতে পারেন। আর রেজিস্ট্রেশনের পর থেকে পরবর্তী ৯৯ দিন এক মুহূর্তের জন্যও ফেসবুক সংক্রান্ত কোন কাজ করতে পারবেন না। মোবাইল থেকে ফেসবুক মেসেঞ্জার কিংবা অ্যাপসটিও ডিলেট করতে হবে। আর এই ৯৯ দিন তাদের নির্দিষ্ট একটি প্রোফাইল পিকচার ব্যবহার করতে হবে। আপনার রেজিস্ট্রেশনের ৯৯ দিন পর সংস্থাটি আপনার সাথে যোগাযোগ করে রিপোর্ট সংগ্রহ করবে।

অনেকেই বলে থাকেন, ফেসবুক ছাড়া কোনো ব্যাপার না। আসলেই সেটা কতখানি সত্যি, সেটাও এই গবেষণায় অংশ নিলে জানা যাবে।

এখন বলি আমার কথা। খুবই ইচ্ছে থাকলেও কোনভাবেই আমি অংশগ্রহন করতে পারলাম না। কারণ ফেসবুক এখন আমার রক্তে বইছে। অংশগ্রহন করুন কি না করুন আপনি এই টিউনটি পড়েই নিজের মনকে জিজ্ঞাস করলেই আপনি পেয়ে যাবেন আপনি কতটা ফেসবুক আসক্ত। তবে এ কথাটিও সত্য ফেসবুক আমাদের অনেক অনেক সময় দৃষ্টির অগোচরে ধ্বংস করছে। এইবার আপনার মন্তব্য আবশ্যক। প্লিজ আপনার মতামত জানান যদি আপনিও হয়ে থাকেন একজন ফেসবুকখোর!

ঘুরে আসতে পারেন আমার বাংলা ব্লগ এবং ইংরেজী ব্লগ থেকে। আমার ব্লগে আপনাকে সবসময়ই আমন্ত্রণ। ধন্যবাদ। আমার জন্য আপনারা সবসময় দোয়া করবেন।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাত্র contdown শুরু করলাম। হা হা হা thanks for sharing this site

    @ratedrzihad: ধন্যবাদ। আসলেই আপনি ফেসবুক ছেড়ে দিবেন? স্যালুট 😀 আমার মত ফেসবুক নেশাখোর এটা করতে পারল না। 🙁

… …… … ওকে রেজিসট্রেশন করেই ফেলি 🙂

Level 0

একবার ফেবু ছেড়ে দিলে পরবর্তীতে ঠিকই থাকা যায় । কিন্তু একবার ফেবুতে enter করলে আর বের হওয়ার পথটুকু পাওয়া যায় না !!!

I never can’t do this. It’s totaly impossible for me.

আমি পারবো না। কনো মতেই না। কেনোনা প্রথমোতো আমি ফেচবুকে গেম খেলি ।
তাছারা আমার অবসর সমায়ে ফেচবুকে chat করি ।
আমার দারা অসম্ভব !
মারুফ ভাই আপনি নিজেকি পারবেন ? 😀 😛

    @রাকিব হাসান: ভাই আপনি কিন্তু আমার পোষ্ট পুরা পড়েন নাই মনে হচ্ছে। আমি কিন্তু পোষ্টে বলেই দিয়েছে ফেসবুক আমার রক্তে প্রবাহিত হচ্ছে 😛

      @ব্লগার মারুফ:
      হি হি হি ! জি ভাই last এর দিকে পড়েছিলাম না 😛

রেজিষ্টেশন করেই ফেললাম , মনে তো হয় না ৯৯ দিন ফেবু ছাড়া থাকতে পাব । তবে যাই হোক চেষ্টা করে দেখি কয়দিন থাকতে পারি 🙂