কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। আজ আমার জন্ম্ম দিন জিবনে ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পা রাখলাম। বলাযেতে পারে সেই খুশিতেই আজ টিউনটি করছি। আমরা জানি বর্তমানে ফেসবুকে ফ্রি কল করার সেবা আছে( ম্যাসেন্জার ২ ম্যাসেন্জার)। কিন্তু বাংলাদেশের জন্য তা প্রযজ্য নয়।
মানে বাঙলাদেশের মানুষ এই সুবিধা পাবে না। ফেসবুক এই সুবিধা দেয় নি হয় ত বাংলাদেশের মানুয় খারাপ বলে।তাই বলে কি আমরা বসে থাকব? না। এত বোকা আমরা না।
তো এই সেবা আপনাকে পাওয়ার জন্য VPN ব্যাবহার করতে হবে। তবে এটি ব্যাবহার করলে আপনার অাইপি চেন্জ হবে এবং আপনার আইপি হয়ে যাবে বিদেশি আর তখই আপনি ব্যাবহার করতে পারবেন এই কল করার সুবিধা। এখন অাপনার দরকার এই ভিপিএন সুবিধা।
এর জন্য আপনি এখানে গিয়ে ডাউনলোড করুন। https://play.google.com/store/apps/details?id=com.tunnelbear.android
এরপরে ইনেষ্টল করে একটা একাউন্ট করুন এরপরে ইমেলে কনর্ফামেশন ম্যাসেজ পাবেন সেটা দিয়ে কনফার্ম করুন। এর পর ট্রানেল বিয়ার ওপেন করে লগ ইন করুন:
এরপরে যেকোনো সারভার সিলেক্ট করুন:
এবারদেখুন যাকে কল করবেন তার কনভাশেষন এর উপরে ডান কোনায় কল চিহ্ন আছে।
এখন কল এ ক্লিক করুন দেখুন কল যাচ্ছে।
ব্যাস এখন কথা বলুন। আর কোন সমস্যা হলে স্কাইপে কল দেন: imon.mahmud12
আচ্ছা টেকটিউনার পাইলট রা একটু বলুন তো কেউ যদি আমার ফোনের IMEI Number জানে তাহলে কি সে আমার লোকেশন জানতে পারবে অথবা জানতে পাবে যে আমি কোথা থেকে এসএমএস পাঠাচ্ছি।
আমি Imon Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিন্তু সেইখেত্রে ২ জনের ই VPN টা চালু করত্তে হবে , নতুবা কাজ হবে না । ধন্যবাদ