বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কমন অথচ গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করবো। তার আগে বলে রাখি যারা জানেন তারা এই বিষয়টি না দেখাই ভাল। এবার আসি মূল কথায়। আমরা অনেক সময় অযথা ফেজবুক ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাই কিন্তু যাকে রিকোয়েষ্টটা পাঠাই সে অনেক সময় একসেপ্ট করেনা। এভারে ফেজবুক অথর কর্তৃক ফেজবুক নীতিমালা অনুযায়ী যখন ৫0-৬০ টা রিকোয়েষ্ট পেন্ডিং হয়ে যায় তখন শাস্তি স্বরূপ কর্তৃপক্ষ সাময়িক একাউন্ট ব্লক করে দেয়। কারন ফেজবুক কর্তৃপক্ষ সে ক্ষেত্রে আপনাকে অন্য ইউজারদেরকে বিরক্তকারী হিসেবে গন্য করে থাকে। তাই যারা অযথা ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠিয়ে রেখেছেন তা এখনি cancel করে দিন। প্রথমে ফেজবুক লগ-ইন করে প্রোফাইলে যান। তারপর friends এ ক্লিক করুন। নিচে দেখুন
friends এ ক্লিক করার পর নিচের মত দেখবেন
এবার আপনি find friends এ ক্লিক করুন। নিচের মত দেখবেন
এবার আপনি view sent requests এ ক্লিক করুন। নিচর মত দেখবেন
উপরে যা দেখতেছেন তাই হলো আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েষ্টগুলো। সুতারাং যাকে cancel করতে চান তার ডান পাশে friend request sent লেখায় মাউস দিয়ে ক্লিক করে cancel request এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
thanks