ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন? আমি শিখাব ১১০% কাজ করবে।

Level 2
Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon

প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন?আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি।সবাইকে জুম্মা মোবারক ও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই।

এবার আসল কথাই আসি।আমার টিউনটি মূলত ফেসবুক সম্পর্কিত।টাইটেল দেখেই বুঝেছেন যে এটা কিসের উপর করা।আমাদের এখন ফেসবুক ছাড়া জীবন প্রায় অচল।আমাদের প্রত্যেকের প্রায় একটা দুইটা আইডি আছে।যা হোক,আমরা ফেসবুক চালাতে বিভিন্ন পেজ তৈরি বা লাইক করি।আমরা অনেক সময় দেখেছি যে যদি কোন স্ট্যাটাস বড় হয় তাহলে সেখানে “continue reading” লেখা থাকে অর্থাত এখানে ক্লিক করলে আপনি পুরো স্ত্যাটাস্টা পড়তে পারবেন।এবার আসল কথা হল, “continue reading” এ আমরা বিভিন্ন পেজ,গ্রুপের লিঙ্ক দিতে পারি অর্থাত এখানে ক্লিক কুরলে সেই পেজ,গ্রুপে চলে যাবে।এতে সবার সাথে প্রতারনা করা হয় কারন একটা ভাল  স্ট্যাটাস যখন পড়তে যাবেন তখন “continue reading” ক্লিক করে অন্য পেজে নিয়ে যায়।তখন মন খারাপ হয়ে যায়।এক্ষেত্রে লোভনিয় স্ট্যাটাস দেওয়া হয় যাতে ইউজার সেখানে ক্লিক করে। ফেসবুকে এটা করা হয় পেজের লাইক বাড়ানোর জন্য।এতে ইউজাররা এডমিনদের অনেক গালাগালি করে।তবুও এডমিনরা কিছুই করেনা কারন ওদের কাছে একটা লাইক অনেক বড়।“continue reading” এ কিভাবে লিঙ্ক দিবেন?আমি আপনাদের শিখাচ্ছি।

প্রথমত,আপনার পেজের আইডি কোড বের করুন এখান থেকে http://www.findmyfacebookid.com এখানে গিয়ে আপনার পেজের লিঙ্ক যেমন(  http://www.facebook.com/allinfo365  এটা আমার পেজের লিঙ্ক)দিবেন তাহলেই কোড আইডি পেয়ে যাবেন।

আপনার পেজ তৈরি করতে বিভিন্ন ধরনের symbol যেমন (,।*৳%#!~| ইত্যাদি)এগুলো দিলে ভাল হয়।

নিচে দেখুন এভাবে করতে হবে>>>>

@[এখানে আপনার পেজের আইডি কোড:এখানে আপনার পেজের নামের symbol বা শব্দাংস]এখনে লোভনিয় কিছু স্ট্যাটাস যেমন dial *500*10*105 to get 1 gb free gp internet@@[0:[আবার আপনার পেজের আইডি কোড:1:continue reading]]

এক নজরে

@[260421670783638:করুন] dial *500*10*105 to get 1 gb free gp internet @@[0:[260421670783638:1:continue reading]]

এগুলো আপনারা 0.facebook.com বা m.facebook.com দিয়ে করবেন।facebook.com দিয়ে নাও হতে পারে।

এখানে যেভাবে দিলাম সেভাবেই করবেন,ভুল হলে কিন্তু হবেনা।আর সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন।

আমার লেখা ভাল লাগলে আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে এড দিবেন।

আমি ফেসবুকে

আমার ফেসবুক পেজ

আমার ওয়েবসাইট

কোন কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Level 2

আমি মোঃ জিল্লুর রহমান। Credit Checking Cum-Sayerat Assistant, ICT Section, DC Office, Naogaon., Naogaon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Md.Zillur Rahman, born in 1991, is one of the first children of two children in a small family consists of five members. Born in a poor family, I face a very miserable condition from outset of my bringing up until maturity. Being a very depraved child in the poor family...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

[আপনার পেজ তৈরি করতে বিভিন্ন ধরনের symbol যেমন (,।*৳%#!~| ইত্যাদি)এগুলো দিলে ভাল হয়]

এই কথাটা বুঝলাম না। বুঝিয়ে বলুন

Level 0

বুঝলাম না।

Level 0

অনেক কিছু বুজলাম না। ফেসবুক তো বুজলাম 🙁 ভাই আর একটু পরিষ্কার আই মিন ক্লিয়ার করে যদি বুজাইতেন:)

Level 0

বলছেন 110% কাজ করবেই। তাই 50% কাজ করে নাই। লেখা আসলেও কন্টিনিউ অপশন আশে না ভাইজান।

উদাহরন সরুপ: আপনার ফেইসবুক পেইজ লিংক সহ পদ্ধতিগুলো ছবি আকারে পোষ্ট করুন।

Level 2

আপনারা মনে হয় “continue reading”এর শিকার কোন দিন হননি তাই বুঝতে পারছেন না,আপনারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন

hoche na vai

কাজ হচ্ছেনা zillurmzr ভাই

Level 2

আমিতো এভাবেই করি ভাই,তবুও না হলে ফেসবুকে যোগাযোগ করুন,এখানে সবসময় থাকা যাচ্ছে না

অনেক ধন্যবাদ কিন্তু। প্রথমে পেজের রিয়েল নাম উল্লেখ না করলে তো পোষ্ট হয়না

@[209514819224625:All] apnake many many many tnx amar kaj hoyche @@[0:[209514819224625:1:dawnload korte akhne click kron]] amar page chole jabe jara paren na tar

Level 0

Enjamul Haque Bhai,

:dawnload korte akhne click kron কিন্তু আমি Download করার জন্য Drop Box এর লিঙ্ক দিতে চাই। তাহলে এর সমাধান কি? জানালে খুশি হব।

আপনাদের কাজ কেন হচ্ছেনা আমি জানি,
এটা কম্পিউটার দিয়ে পোস্ট করলে হবে না ,
ওনার কোড ঠিক ই আছে
আপনি মোবাইল দিয়ে করলে হবে ১০০%
তবে এটা নিয়ে আমি একটা টিউন করবো যদি আপনাদের সাড়া পাই