শুরু করি আজকে টিউন। আমরা যারা ফেসবুক ব্যাবহার করি সবারই এই একই সমস্যা ফোটো ভেরিভাই। যদি একবার এর গ্যাড়া কলে পড়েন তাহলে সেই আইডি ফিরে পাওয়া অসম্ভব প্রায়। ফেসবুকে ৭৭% লোকই প্রায় এই ফোটো ভেরিফিকেশন খুলতে পারেন না। এর কারন মূলত ফোটো ট্যাগ, অনেকেই নিজের প্রোফাইলের সব পৈাটো ট্যাগ রিমুভ করে দেয় কিন্তু এতে লাভ আপনার না বরং আপনার বন্ধু দের।কেমন?
দাড়ান পরিষ্কার করে বোঝাই। আপনাকে যখন ফোটো ভেরিফিকেশনে ফেলা হয় তখন আপনাকে ভেরিফাই করা হয় আপনার বন্ধুর করা ফোটো ট্যাগ থেকে ধরেন আপনার বন্ধুরা অন্য করারো ফোটোতে ট্যাগ হয়েছে তখন ওই ছবি দেখিয়ে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনার কোন বন্ধু এই ফোটোর ভিতরে ট্যাগ অবস্থায় আছে, এরকম অন্যদের প্রফাইল ভেরিফাই করতে আপনার ফোটো দেখাবে কিন্ত এখানে যদি আপনি সব ট্যাগ রিমুভ করে দেন তাহলে অপনার ছবি আপনার বন্ধুর প্রফাইল ভেরিভাই করতে ব্যাবহৃত হবে না। আশা করি বিষয় গুলো বুঝতে পেরেছেন।
ফেসবুকের ফোটোভেরিফিকেশন বাইপাস করার ৩ টি পদ্ধতি আছে।
১. নিজে বসে একেক করে ছবি দেখে একেক বার একেক ছবি নির্বাচন করে ট্রায় করা
পদ্ধতি ১:
খাতা কলম নিয়ে বসে পড়ুন এরপর প্রত্যেকবার ট্রাই করেন দেখেন ১ ই ছবিতে ১ নাম বাদে অন্য নাম গুলো বারবার চেন্জ হচ্ছে তখন আপনি বুঝে যাবেন যে কোন ব্যাক্তি এভাবে পারবেন তবে এতে অনেক সময় আর খাটনি হয় অনেকের ১ মাস লাগবে
২. আইডি কার্ড দিয়ে ফোটোভেরিফিকেশন ঠিক করা
পদ্ধতি ২: এতে কোন কষ্টই নেই আপনাকে যাষ্ট ১ মাস অপেক্ষা করতে হবে । এপদ্ধতিতে আপনার Log In করে ক্যাপচা পুরন করার পর Start এরনিচে Get with another issu এরকম লেখা থাকবে ওখানে ক্লিক করে আপনার ফুলনেম এবং আইডি কার্ড এর ২ সাইড স্ক্যান করে আপলোড করেন ব্যাস সাবমিট এ কিল্ক করে নিষইচন্তে ঘুমান
৩. জাপান আইপির মাধ্যমে ১০ মিনিটে ফোটোভেরিফিকেশন ঠিক করা
পদ্ধতি ৩: এতে কোন কষ্টই নেই। তবে অাপনারা যারা ভিভিন্ন লোককে ফোটোভেরিফিকেশন ঠিক করার জন্য টাকা দেন আর তারা ১০ মিনিটের ভিতবে আপনার ফোটোভেরিফিকেশন ঠিক করে দেয় তারা মূলত এই পদ্ধিতিতে কাজ করে। আমিও একজনে কাছে দিতে চাচ্ছিলাম বাই সে বলে ১৫০ টাকা লাগবে, তখই মাথায় জেদ ধরে যে কিভাবে ই অসাদ্ধ্য সাধন করব অবসেশে পেয়ে গেলাম সেই সোণার হরিন। আচ্ছা এবার কাজে আসি. এর জন্য অপপনাকে জাপানের একটি আইপি পেতে হবে এক্ষেত্রে গুগুল মামুর কাছে সার্চ দিলে অনেক পাবেন একটি নিলেই হবে তার পরে আপনার মজিলা ফায়ার ফক্স এর Tools–Options—Advance—Network—Settings—Manual Proxy Configurations এ এই 157.7.152.61 Port: 3128 এখানে অন্য যাপান আইপিও ব্যাবহার করতে পারেন। এবার ওকে করুন এখন m.facebook.com এযান এরপরে আপনার ফোন ইমেল অবাং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এর পর এরকম চিত্র দেখতে পাবেন
এখানে আপনার মেইল দেন এরপর
এখন যেই ন্ম্বারদিয়ে আপনি ফেসবুকে খুলেছিলেন সেই নাম্বারে কোড যাবে আর কোড দিলেই আপনারফেসবুক খুলে যাবে। আমি এখানে ইউকে নাম্বারদিয়ে ফেসবুক খুলেছিলাম তাই সেই ন্মাবে কোড চলেগেছে আর কোড দেওয়ার পরেই খুলে যাবে । ধন্যবাদ সবাইকে ।
আমার ফেসবুক ; http://www.facebook.com/imon.mahmud.74
আমি Imon Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks a lot.