আগেরকারদিনে কবি সাহিত্যেকেরা ছদ্মনাম ব্যবহার করতেন। যেমন রবী ঠাকুরের ছদ্মনাম ছিলো ভানু সিংহ। আবার শওকত ওসমান নামটাই ছদ্মনাম। আজকালদিনে আমরা ফেসবুকে ছদ্দনাম ব্যবহার করি। বিচিত্র সব নাম। ফেসবুক ইদানিং আবার নতুন একটা আইন জারী করেছে। ৬০ দিনের মধ্যে নাম পাল্টাতে দেবে না। ফেসবুক আর বাংলাদেশের আইন প্রণেতাদের মধ্যে বেশ একটা মিল আছে। হুটহাট হাই কোর্ট দেখাতে এদের কারোরই জুড়ি ফেলা ভার।
নির্দিষ্ট সংখ্যাকবার নাম পরিবর্তনের পরে ফেসবুক নাম পাল্টাতে দিতে চায় না। কারণ তারা চায় জাতীয় পরিচয়পত্রের নাম সবাই ব্যবহার করুক। তাতে কার লাভ আর কার ক্ষতি তা অবশ্য মার্ক দোস্ত বলতে চায় না। আপনি কেন নাম পাল্টাতে পারবেন না তা ফেসবুক আপনাকে এই পাতায় বলে দিয়েছে।
http://facebook.com/help/448505685205813
কষ্ট করে যাওয়ার দরকার নেই। আমি পাতাটিই কপি করে দিচ্ছি।
Why can't I change my name?
Facebook is a community where people use their real identities. We require everyone to provide their real names, so you always know who you're connecting with. This helps keep our community safe.
You may not be able to change your name if:
আমি জানি টেকটিউনসসসের পাঠকেরা শিক্ষিত। তাই এই ইংরেজীর অনুবাদ করার প্রয়োজন বোধ করলাম না। দেখা যায় আপনি অনেক নাম ব্যবহার করে লিমিট ক্রস করে ফেলেছেন। সাধারণ নিয়মে আর আসল নাম ব্যবহারের উপায় নেই। এরপরে ফেসবুক আপনাকে হতাশ করতে রাজী নয়। আপনি ফার্স্ট নেম অথবা লাস্ট নেমে ভূল সংশোধন করতে পারবেন। আপনাকে এই লিংকে যেতে হবে।
http://facebook.com/help/contact/245617802141709
উক্ত লিংকে যাওয়ার পর আপনাকে একটি ফর্ম ধরিয়ে দেবে। প্রথম নাম দ্বিতীয় নাম মাঝখানের নাম সব লিখুন। কেন নাম পরিবর্তন করতে চান সেই কারণটি ড্রপ ডাউন মেন্যু থেকে নির্বাচন করুন।
সেই সাথে আপনাকে সত্যিকারের আইডির একখানা ছবি সংযুক্ত করে প্রেরণ করতে হবে।
সব কিছু ঠিক থাকলে সেন্ড করে বসে থাকুন। ফেসবুক নিজের গরজে আপনার নাম পালটে দেবে। মনে রাখবেন আপনার চেয়ে মার্ক জ্যুকারবার্গের গরজ বেশি। কারণ ফেসবুক না চললে আমাদের সংসার চলবে কিন্তু জ্যুকারবার্গের চলবেনা।
আরেকটি কথা আপনি যদি ব্যবসায়িক প্রয়োজনে কোম্পানীর নামে একাউন্ট খুলতে চান তবে সেটা হবে ফেসবুকিয় আইনে বেয়াইনি। আপনাকে সেজন্য পাতা খুলতে হবে অথবা একাউন্টটিকে পাতায় রুপান্তর করে নিতে হবে।
অনেকদিন টেকটিউনসসসের জন্য কিছু লেখা হয় না। আজ লেখার চেষ্টা করলাম। এতদিন নিজের ওয়েবসাইটটা সাজানো গোছানোয় ব্যস্ত ছিলাম। ওহ হ্যাঁ, আমি কিন্তু একটা ডোমেইন কিনেছি। আপনারা/তোমরা সবাই বেড়াতে আসবেন/আসবে। আর যারা নাম দেখে ভেবেছিলেন যে এখানে চোরাগোপ্তা কোন বুদ্ধি দেয়া হবে তাদের জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমার টিউনের নামখানা সেরকম চটকদার নয় কিন্তু। চোরা পথ ভালো নয়। চোরাবালিতে ডুবে যাওয়ার রিস্ক থাকে। আসুন সবাই সোজা পথে চলি। সামনে রমজান মাস আসছে। সবাই ভালো ভালো কাজ করে অনেক অনেক সওয়াব কামাই করবো এই হোক আগামীর প্রত্যাশা।
সৌজন্যেঃ http://www.frahaman.com
ওয়েবসাইটটি কেমন হলো জানাতে ভূলবেন না। আজ এই পর্যন্তই। এখন বৃষ্টিতে ভিজে গোছল করতে যাচ্ছি।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
জানি আমি আট বার চেন্জ করছি আর করা যায় না 🙂