সাবাইকে সালাম জানিয়ে প্রতিদিনের মত আজও শুরু করছি আজকের টিউন। আজ সাবার সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়্যার যার নাম হয়ত অনেকেই শুনেছেন অথবা অনেকেই ব্যবহার করেছেন। যার নাম হল-Facebook Pro 3.0.8 । আমরা অনেকেই জানি ফেসবুক ব্যবহার করতে গেলে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, ওপেরা ইত্যাদি ব্রাউজার এর মাধ্যমে ব্যবহার করতে হয় ।
কিন্তু আজ আপনাদের এমন একটি সফটওয়্যার দিলাম যে সফটওয়্যার/এপস এর মাধ্যমে কোন ব্রাউজার ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটি ইন্সস্টল করার দরকার নেই শুধু ক্লিক করে ওপেন করবেন আর ফেসবুকের পেইজটা দেখতে পারবেন। তখন লগইন করে স্বভাবিক ভাবে ব্যবহার করতে পারবেন। নিচে ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
এই সফটওয়্যারের ফিচার নিচে দেওয়া হল:
এই সাইটে রেজিস্টেশন করে সাইটের সাথে যুক্ত থাকুন। আর আপনার যেকোন অজানা প্রশ্নের উত্তর জানতে প্রশ্ন করুন আর অন্যের প্রশ্নের উত্তর দিন।
ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
সবাই ভাল থাকবেন ।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amr net connection auto disconnect hoye jaitese ki krbo bujtesina 3bar windows change krsi ami windows 8 use kori