সকল বন্ধুদের আমার সালাম। হিন্দুদের জন্য আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার ফেসবুক এর নিরাপত্তা নিয়ে একটু আলোচনা করবো। আজকের বিষয় কি করে login Approvals on করতে হয়। এ জিনিসটা খুব দরকারি একটা বিষয়। এটি অন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর নিরাপত্তা বেরে যাবে অনেক। এটি যদি আপনি অন করেন তাহলে আপনি যখন কোন unknown device থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করবেন তখন আপনার দেয়া মোবাইল নাম্বার এ একটা মেসেজ আসবে এবং এখানে একটা কোড থাকবে। ইউজার নেম এবং পাস ওয়ার্ড দেয়ার পর আপনার কাছে এই চাবে তখন এই কোড আপনাকে ইনপুট করতে হবে। এই কোড না দিলে আপনি নিজেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করতে পারবেন না। তাই কোন কারনে যদি আপনার পাস ওয়ার্ড অন্য কেউ জানে ফেলে তারপরেও আপনার অ্যাকাউন্ট এ সে লগিন করতে পারবে না।
অনেক কথা হল এখন কাজের কথায় আসি। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করে মেনু থেকে সেটিং এ ক্লিক করুন নিছের ছবিতে দেখানো পথে।
এখন নিছের ছবির মতো Security মেনুতে ক্লিক করুন।
এবার নিছের ছবিতে দেখন পথে Login Approvals এ ক্লিক করুন এবং গোল দাগ দেয়া জায়গায় টিক দিন।
এখানে টিক দিলে নিছের ছবির মতো একটা উইন্ডো ওপেন হবে এবং এখানে Get Started button এ ক্লিক করুন
এরপর আপনার ফোন নরমাল হলে Other এ টিক দিয়ে Continue বাটন ক্লিক করুন।
এখন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর পাস ওয়ার্ড চাবে। আপনি এখানে আপনি যে পাস ওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করেছেন সেটি দিন।
এরপর পাস ওয়ার্ড যদি ঠিক মতো দিয়ে থাকেন তাহলে নিছের মতো উইন্ডো ওপেন হবে।
এখানে আপনার মোবাইল নাম্বার দিন মানে হল আপনি যে নাম্বার এ মেসেজ পেতে চান। এরপর Continue এ ক্লিক করুন। এখন দেখুন আপনার মোবাইল নাম্বার এ একটা মেসেজ চলে এসেছে। ঐ মেসেজ ওপেন করে দেখুন একটা কোড আছে ঐ কোড নিছে ছবির দাগ দেয়ে জায়গায় দিন।
এখন Confirm বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন দেখবেন নতুন কোন ডিভাইস দিয়ে লগিন করলে কোড চাবে। আপনার মোবাইল নাম্বার এ কোড চলে আসবে।
পোস্ট টি প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। পারলে একবার ঘুরে আসবেন।
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
আমার ফেসবুক এ security তে গেলে login Approvals এর কোন কিছু পেলাম না, (login notifications এর পরই code generator আছে)। এর কোন সমাধান আছে কি?