ফেসবুকে অতি প্রয়োজনীয় একটি টিপস (ফেসবুকে ব্লক হওয়া থেকে বাঁচুন)

আজকের টিপসঃ খুব সহজে ফেসবুকে আপনার পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্ট কীভাবে কানসেল করবেন?

ফেসবুক এখন আমাদের নিজেদের জীবনের  প্রতিচ্ছবি। আমরা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে রাখতে চাই। কিন্তু ফেসবুকে মাঝে মাঝে কিছু অপরতাশিত ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। যেমন, মাঝে মাঝে আমরা কিছু ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়, যা অনেকে একসেপ্ট করে না। ফলে হঠাৎ ফেসবুক আমাদের ব্লক করে দেয়। আমরা নির্দিষ্ট সময়ের জন্য আর পরিচিতদেরকেও রিকুয়েস্ট পাঠাতে পারি না।

এ সমস্যা থেকে মুক্তি পেতে মাঝে মাঝে যদি আমরা পাঠনো ফ্রেন্ড রিকুয়েস্ট চেক করে দেখি এবং সেগুলো কানসেল করে দেয়, তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। তবে ম্যানুয়ালি করা এটা অনেক ঝামেলা।

তাহলে আসুন এবার দেখি, ফেসবুকে আপনার  পাঠনো ফ্রেন্ড রিকুয়েস্ট সহজে কানসেল করবেন কীভাবে!!

প্রথমে ফেসবুকে লগ-ইন করে  নিচের লিংকে যান-ক্লিক

দেখবেন আপনার পাঠানো সকল ফ্রেন্ড রিকুয়েস্টের লিস্ট দেখাবে। তারপর এক এক করে রিকুয়েস্ট কানসেল করুন এবং পুনরায় ব্যাকে এসে অন্য একজনকে কানসেল করুন।

এভাবে আপনি আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট কানসেল করতে পারবেন সহজে। আপনার ফেসবুক জীবন ঝামেলাহীন হোক এই কামনায় শেষ করছি। যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য।

দেখা হবে টেকটিউনসের অন্য লেখায়।  পূর্বে কেউ এই বিষয়ে টিউন করলে আগেই ক্ষমা চাচ্ছি। সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন।

ধন্যবাদ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পুরান জিনিস

    Level 2

    @skynet: ভাই, এর আগে টিউন হইছে আমি দেখছি, কিন্তু অইগুলার অ্যাপ দিয়ে করসে, আর এইটা কোন অ্যাপ ছাড়ায়। ধন্যবাদ।

osadharon tips, zodio purana tate ki?

    Level 2

    @মুহাম্মাদ ইউসুফ: ধন্যবাদ ভাই।

এটা নিয়ে আগে ও টিউন হইছে। তারপর ও ধন্যবাদ

    Level 2

    @রাহাতুল ইসলাম: ধন্যবাদ ভাই। 😀

Level 0

জানা ছিলো……তবুও ভালোই হয়েছে।

    Level 2

    @Mosarof_BD: ধন্যবাদ ভাই।

জানা ছিলো, তবুও ধন্যবাদ

    Level 2

    @আকাশ ভাই: ধন্যবাদ।

Nice Post……

    Level 2

    @ব্লগার ভাই: ধন্যবাদ।