এই বিষয়ে আগে কেউ টিউন করছে কিনা, আমি জানি না। তবে আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করবো।
ফেসবুক বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম।
এর বিভিন্ন ফিচার, টুল এবং সহজবোধ্যতা এটা আমাদের কাছে আরও জনপ্রিয় করেছে।
আজ আপনাদেরকে সেইরকম একটা মজার টুলের সাথে পরিচয় করিয়ে দিব।
এটার নাম ফেসবুক ফটো জুম। এটা মজিলাতে আছে অ্যাডঅনস হিসাবে, এবং ক্রোমতে আছে এক্সটেনশন হিসাবে।
এটার কাজ এটা ফেসবুকের ছবিগুলুর উপর কারসার রাখলেই জুম করবে।
এই টুলের সুবিধা হল, একটা ছবি বিশেষ করে প্রোফাইল পিকচার যেগুলো ছোট করে দেখায়, এই টুল ব্যবহার করলে, ওই সব ছবির উপর কারচার রাখলেই- ছবিটা বড় করে জুম করে দেখাবে।
ডাউনলোড লিঙ্কঃ
গুগল ক্রোমঃ ক্লিক
মজিলা ফায়ারফক্সঃ ক্লিক
আপনারা টুলটা ডাউনলোড বা অ্যাড টু ক্রোম/অ্যাড টু ফায়ারফক্স করে ইন্সটল করে-ব্রাউজারটা রিস্টার্ট দিন। তারপর ফেসবুকে লগ ইন করে, ছবির উপর কারচার রেখে দেখেন কি মজা? 😆
ফেসবুকে আমি
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
সেই ৩০ বছর আগের টিউন। এটার কথা জানে না এমন মানুষ বর্তমানে খুজে পাওয়া দায়।