আসুন ভাষার গর্বে গর্বিত এই বাঙালির গর্বে আবারো গর্জে উঠি বাংলায় । ভাষা স্বাধীনতার এই মাসে সবার প্রোফাইলে তার পছন্দের বর্ণ দিয়ে ফেসবুক কে বাংলা বর্ণমালায় সাজিয়ে তুলি ।
কল্পনা করুন অন্তত একটি মাসের জন্য হলেও সবার প্রোফাইল পিকচার যদি বাংলা বর্ণমালা হয় তবে কি সুন্দরই না লাগবে দেখতে । আমি আমার পছন্দেরটা বেছে নিয়েছি, আপনিও নিন না আপনারটা বেছে । কথা দিচ্ছি অদ্ভুত অনূভুতি হবে ।
আসুন ভাষার গর্বে গর্বিত এই বাঙালির গর্বে আবারো গর্জে উঠি বাংলায় । ভাষা স্বাধীনতার এই মাসে সবার প্রোফাইলে তার পছন্দের বর্ণ দিয়ে ফেসবুক কে বাংলা বর্ণমালায় সাজিয়ে তুলি ।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ?
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ?
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ?
আমার সোনার দেশের রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ?
বাংলা বর্নমালার এ্যালবাম লিংক
বাংলা বর্নমালার প্রোফাইল ফটো বাছাই করতে আপনাকে তেমন কিছুই করা লাগবে না । শূধুমাত্র বাংলা বর্নমালার এ্যালবাম লিংক এ গিয়ে আপনার পছন্দের বর্নটির নিচে লিখা Make this photo as my profile picture এ ক্লিক করুন । আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের ও ব্যাপার টা বলতে ভুলবেন না ।
কথা দিচ্ছি অদ্ভুত অনূভুতি হবে ।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner